নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

ঢাকাতে থাকার সুবিধা অসুবিধা।

১১ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২৮



আমি ব্যাক্তিগত ভাবে গ্রামে থাকতে পছন্দ করি। আমাদের গ্রাম থেকে ঢাকার দূরত্ব ৩৬ কিঃমি। তাও আবার ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে। তাই ঢাকা যাতায়াত করিতে তেমন বেগ পোহাতে হয় না। তবে আমাদের উপজেলাতে রেল লাইন নাই। এটাই একটু কমতি।

যাই হউক। ঢাকাতে বাড়ি থাকাতে সুবিধাঃ
০১। সবাই আপনাকে বড়লোক ভাববে।
০২। ঢাকাতে নাগরিক সুবিধা বেশী।
০৩। ঢাকাতে মোবাইল নেটওয়ার্ক ভালো পাওয়া যায়।
০৪। ঢাকা থেকে দেশের যে কোন স্থানের বাস পাওয়া যায়।
০৫। গ্যাসের চুলা (লাইন গ্যাস) পাওয়া যায়।
০৬। ময়লা ফেলা ও বাথরুমের পানি নিয়ে সিটি কর্পোরোশন চিন্তা করে।
০৭। স্কুল কলেজ বেশী
০৮। বড় বড় হাসপাতাল সব ঢাকাতেই।
০৯। ব্রডবেন্ড (মাইন্সে এটারে Wi-Fi বলে ) সস্তা।
১০। বাসা ভাড়া দিয়ে সংসার চালানো যায়।

ঢাকাতে না থাকার অসুবিধা:
০১। চাকরির ইন্টারভিউ জন্য ঢাকাতে যেতে হয়।
০২। কোন একসিডেন্ট হলে গ্রামের হাসপাতাল ঢাকা মেডেকেল রেফার করে। যাদের ঢাকাতে বাসা নাই তাদের জন্য আবাসনের সমস্যা হয়।
০৩। ব্রডবেন্ট বা ওয়াইফাই লাইন নিতে বেশী টাকা খরচ করতে হয়।
০৪। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাম থেকে যারা চান্স পায় তাদের আবাসন কিছুটা সমস্যাতে পোহাতে হয়।
০৫। বরিশালের কোন লোক চাইলেই ডাইরেক বাসে সিলেট বা কক্সবাজার যেতে পারবে না।
০৬। গ্রামে কুরিয়ার সার্ভিস নাই। পার্সেল পরিব্হনে ডাক বিভাগ একমাত্র ভরসা।

আমার যেখানে সুবিধা:

আমার জন্য গ্রামই ভালো। গ্রামে বিশ্বদ্ধ বাতাশ। নিঃস্বাস নেয়া যায়। আমার গ্রামের বাড়িরে ব্রডবেন্ড আছে। ইন্টারনেট নিয়ে কোন সমস্যা নাই। তাছাড়া আমার বাসা ঢাকা চট্টগ্রামের গজারিয়া অংশে। ঢাকাতে কোন কাজ থাকলে সকাল আটটা বাজে রওনা দিলে ১০টা আজে রওনা দেয়া যায়। চাকরিতে ইন্টারভিউ থাকলে ঢাকা থেকে এসে গিয়ে দেয়া যায়।

তাই আমার জন্য গ্রামের বাড়ি Best.

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৩৯

মোঃ মাইদুল সরকার বলেছেন: ব্লগে স্বাগতম। আমার বাড়িও আপনার কাছাকাছি এলাকাতে। মেঘনা থানায়।

২| ১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৯

নাহল তরকারি বলেছেন: আমার বাড়িও লুডেরচর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.