নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

একজন সাহসী সৈনিকে গল্প।

১৪ ই অক্টোবর, ২০২১ সকাল ১১:৫৪



ডিসক্লাইমারঃ এটা জাস্ট একটি কাল্পনিক গল্প। এখানে কারো জীবনের সাথে মিল নাই। এখানে কাউকে ছোট করা হয়নি। এটা শুধু মাত্র গল্প হিসেবে নিবেন।

একসময় এক সৈনিক ছিলো। সে বিদেশে মিশনে গিয়ে পা হারায়। এই পা হারানোর জন্য তার চাকরি হারায়। তার চাকরি না থাকার জন্য আর স্ত্রী এবং সন্তান তাকে ছেড়ে চলে যায়। এই সৈনিকের বেতনের টাকা দিয়ে তার ভাই অনার্স পাশ করেছে। তার ভাই আজ বড় মাল্টি ন্যাশনাল কম্পানি তে চাকরি করে। সেই ভাই আজ আহত ভাই কে খবর নেয় না। এখন সৈনিকের পিতা মাতা ও তাকে পাত্তা দেয় না।

কিন্তু সেই সৈনিক দমবার পাত্র না। সে ঘুরে দাড়িয়েছে। সে একটি প্রাইভেট কার ক্রয় করে। তার দিয়ে Rent a Car এর ব্যাবসা করে। এক বছর, দুই বছর করে আাজ তার তিনটা গাড়ি। পাচ বছর পর তাহার আছে দুটি পিক আপ ভ্যান ।

এত গাড়ি ঠিক করতে অনেক খরচ। তাই সে নিজে গ্যারেজ খুলছে। সেই গ্যারেজ নিয়েও শুরু করেছে আরেক ব্যাবসা। সেই গ্যারেজে তার গাড়ি ঠিক তো হয় ই তা সেথে মাসে ৮০ হাজার মুনাফা হয়।

তা দেখে তার প্রান্তন বউ আফসোস করে আর বলে “কেন যে তাকে ছেড়ে জলে আসলাম।”

আমাদের জীবনে অনেক সমস্যা আসে। আমাদের উচিৎ সেই সৈনিকের মত ঘুরে দাড়ানো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৭

নাহল তরকারি বলেছেন: চমৎকার। সুপারহিট। এক্কের।

২| ১৪ ই অক্টোবর, ২০২১ দুপুর ১২:১৮

নাহল তরকারি বলেছেন: আপনার গল্প ১ম পাতায় প্রকাশিত হয় নি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.