নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৭ সালে আমি এই Nokia 1600 মোবাইল ক্রয় করি। ক্রয় করি নাই। নানা উপহার দিয়েছিলো। এই মোবাইলে বাংলাতে SMS দেয়া যাইতো। আর তখন বাংলালিং সিমে অনেক SMS ক্রয় করিতাম। এবং দুইজন বন্ধুর সাথে SMS এর মাধ্যমে চ্যাটিং করতাম। তখন ইন্টারনেট এর বিস্তার লাভ করে নাই। কারন তখন পিসি মানুষ কম চালাতো। ব্রডব্যান্ড এর লাইন ছিলো শহর কেন্দ্রিক। আর মোবাইলে ইন্টারনেট চালানোর ব্যাবস্থা না থাকার কারনে আজকের মত তখনকার ইন্টারনেট এত বিন্তার লাভ করে নাই।
২০০৭ সালের দিকেঃ
০১। পাহাড়ি অঞ্চল বাদে সকল স্থানে মোবাইল নেটওর্য়াক বিস্তার লাভ করে।
০২। সরকারি চাকরিজীবীদের মধ্যে ৯৯% মানুষ মোবাইল ক্রয় করে ফেলেন।
০৩। কিছু কিছু পরিবারে দুই থেকে তিনটি মোবাইল ছিলো।
০৪। কল রেট মনে হয় সর্বনিম্ন ২৫ পয়সা ছিলো
০৫। মাল্টি মিডিয়া মোবাইল বাজারে আসতে শুরু করে।
০৬। গরিব মানুষেরাও মোবাইল ক্রয় করার সপ্ন দেখে।
ছবি সংগ্রহিত
২| ০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:২২
নূর আলম হিরণ বলেছেন: একটা পিকচার ম্যাসেজ পাঠালে তিনটা এসএমএস এর টাকা কাটতো। কাস্টম রিংটোন বানানো যেতো।
৩| ০৫ ই নভেম্বর, ২০২১ রাত ১১:০০
শেরজা তপন বলেছেন: ২০০৩-৪ সালে আমি বান্দরবানের কিছু কিছু স্থান থেকে মোবাইল ফোনের নেটওয়ার্ক পেয়েছি।
২০০৭ এ ৯৯ ভাগ সরকারি চাকুরীজীবী মোবাইল কিনেছিলেন এ তথ্য আপনি কোত্থেকে পেয়েছেন?
আরেকটু গুছিয়ে লিখুন।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০২১ সকাল ৯:৩৩
নাহল তরকারি বলেছেন: সুন্দর।