নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে মোবাইল বিস্তার: ২০১০, ২০১১ এবং ২০১২ সাল

০৬ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩১



ভূমিকা: নকিয়া 5130. এই ফোন আমি ক্রয় করি ২০১১ সালে। এই মোবাইল আমি অনেক আবেগ দিয়ে ক্রয় করি। এই মোবাইলের মান বর্তমান স্মার্ট ফোন এর মত। তখন তার দাম ছিলো ৭ হাজার টাকা।

বিবরণ:
০১। এই ২০১১ সালের আগেই গান শুনার জন্য mp3, mp4 ওয়ালা মোবাইল বাজারে দেখা যায়।
০২। তবে আমার মতে নকিয়া ৫১৩০ ছিলো সব দিক থেকে পারফেট। ইন্টারনেট, গান শুনা, ভিডিও দেখার জন্য তৎকালীন এই নকিয়া ৫১৩০ ছিলো সর্বোত্তম।
০৩। ২০১০ সালেই FM Radio জনপ্রিয় হয়ে ওঠে।
০৪। ২০১০ সালে তৎকালীন জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ভূত এফ এম ভূত এফ এম শুরু করে।
০৫। ২০১১ সালে মোবাইল ইন্টারনেট সহজলভ্য হয়ে যায়। বিশেষ করে নকিয়া ৫১৩০ এর মত মোবাইল এর জন্য ইন্টারনেট বেশী ছড়ায়।
০৬। ২০১১ সালে নতুন নতুন অনেকে ফেসবুক চালাতে শুরু করে। তখন মানুষ শখ করে ফেসবুক চালাতো।
০৭। ২০১২ সালের দিকে গ্রামীনফোন, সিটিসেল, রবি এবং বাংলালিং তাদের ইন্টারনেট মডেম বাজারে ছাড়ে।
০৮। তখন ইন্টারনেট এর দাম গড়ে 1GB, ৩৫০ টাকা এর কাছাকাছি ছিলো।
০৯। তখন ইন্টারনেট স্পিড বাংলাদেশে গড়ে ২০/২৫ kbps ছিলো।
১০। তখনও ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাম পর্যায়ে পৌছায় নি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.