নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা একটি ফ্লপি ডিস্ক। এটা দিয়ে আগে মানুষ ফাইল এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে আদান প্রদান করিতেন। বলতে পারেন ফ্লপি ডিস্ক হচ্ছে পেন ড্রইবের আগের ভার্সন।
এটার ধারণ ক্ষমতা ছিলো প্রায় 128 kb এর মত। এই ফ্লপি ডিস্ক এর প্রচলন বাংলাদেশে ১৯৮০ থেকে ২০০৪ সাল পযর্ন্ত দেখা যায়। ২০০৪ সালের পর ফ্লপি ডিস্ক কে ভুলতে শুরু করে। এবং বাজারে পেন ড্রইভ আসতে শুরু করে।
তবে আগে মানুষ বড় ফাইল মূলত সিডি দিয়ে ট্রন্সফার করিতেন। শুধু মাত্র Word File, Excel, Power Point এর ফাইল গুলা এই ফ্লপি ডিস্ক দিয়ে আদান প্রধান করিতেন।
তবে ফ্লপি ডিস্ক খুব সহজেই নষ্ট হয়ে যেতো। তাই এর ডিমান্ড কমতে থাকে।
১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৭
ইমরোজ৭৫ বলেছেন: জ্বি। বাতাশেও হয়। ইন্টারনেট এর মাধ্যমে।
২| ১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৯
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: MacBook air কিনার পর আমার বাতাস বেড়িয়েছিল usb port নেই।
৩| ১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:৩৩
নাহল তরকারি বলেছেন: শেয়ার ইট দিয়ে ও কিন্তু বাতাশে ফাইল ট্রান্সফার হয়। তার ব্লুটু তো আছেই। তারপর এখন ওয়াই ফাই আসর পর ............
৪| ১৯ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৫৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: মনে পড়ে ভাই এই ফ্লপি থেকে পিসিতে উইন্ডোজ ৩.১ লোড দিয়েছি আহা দিনগুলো স্মৃতিময়।
২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২২
ইমরোজ৭৫ বলেছেন: Windows 98........
৫| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৫
শেরজা তপন বলেছেন: উল্টা-পাল্টা তথ্য দিয়ে ব্লগিং এর মান চরমভাবে নামিয়ে ফেলছেন ভ্রাতা!
The most common capacity of the 5¼-inch format in DOS-based PCs was 360 KB, for the Double-Sided Double-Density (DSDD) format using MFM encoding. In 1984, IBM introduced with its PC-AT model the 1.2 MB dual-sided 5¼-inch floppy disk, but it never became very popular. IBM started using the 720 KB double density 3½-inch microfloppy disk on its Convertible laptop computer in 1986 and the 1.44 MB high-density version with the IBM Personal System/2 (PS/2) line in 1987. These disk drives could be added to older PC models. In 1988, IBM introduced a drive for 2.88 MB Double-Sided Extended-Density (DSED) diskettes in its top-of-the-line PS/2 models, but this was a commercial failure.
3½-inch HD 1986 1,440 KB (1,760 KB on Amiga) 1.44 MB (2.0 MB unformatted)
3½-inch ED 1987 2,880 KB (3,200 KB on Sinclair QL) 2.88 MB
3½-inch Floptical (LS) 1991 20,385 KB 21 MB
3½-inch Superdisk (LS-120) 1996 120.375 MB 120 MB
3½-inch Superdisk (LS-240) 1997 240.75 MB 240 MB
3½-inch Famicom Disk System 1986
২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২২
ইমরোজ৭৫ বলেছেন: আমি যেমন এই ডিস্ক পেয়েছি তাই বললাম।
৬| ২০ শে নভেম্বর, ২০২১ রাত ১২:২৪
রাজীব নুর বলেছেন: বানান কি ইচ্ছা করেই ভুল করেছেন? নাকি আপনি প্রশ্নফাস জেনারেশনের লোক?
২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২০
ইমরোজ৭৫ বলেছেন: কি কি বানান ভুল করেছি? মার্ক করে দেখাবেন??
৭| ২০ শে নভেম্বর, ২০২১ ভোর ৬:২১
ঋণাত্মক শূণ্য বলেছেন: ২০০০-২০০৩ সালের দিকে সাড়ে তিন ইঞ্চির গুলা ব্যবহার করা হতো। ১.৪৪ মেগার ছিলো। চরম আন রিলায়েবল! ভাবতেই কষ্ট লাগে আগে মানুষ এই জিনিষ ব্যবহার করতো!
২০ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:২৪
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১৯ শে নভেম্বর, ২০২১ বিকাল ৫:২৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: জি, এখনতো বাতাসে ট্রন্সফার হয়।