নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শেষ দিন এবং রেগ ডে।

২৬ শে নভেম্বর, ২০২১ বিকাল ৩:২০



এই নিয়ে সময় টিভি এর খবর

২০১১ সাল। আমাদের এসএসসি পরীক্ষা এই বছরে হয়। আমাদের বিদায় বিদায় অনুষ্ঠানে মিলাদ মাহফিল হয়েছিলো। এবং আমরা শিক্ষকদের কাছ থেকে দোয়া নিয়ে এসেছিলাম। এইচ এস সি পরীক্ষাতেও তাই। আদবের সাথে কলেজ থেকে বাহির হয়েছি। স্নাতক এর সময় আমাদের যখন শেষ ক্লাস হয় সেদিন আমরা আবেগে কান্না আসবে আসবে ভাব। কারন স্কুল কলেজের বন্ধুদের সাথে এলাকাকে গেলেই দেখা হবে। বছরে অন্তত ঈদের ছুটিতে দেখা হবে। কিন্তু অনার্স লাইফের যে সব সহপাঠী ছিলো তাদের সাথে তো সহসা আর দেখা হবে না, সেই কথা চিন্তা করেই কান্না আসিয়াছিলো। তারপর বন্ধুরা বন্ধুরা মিলে আবেগী কথাবার্তা বলে শিক্ষকদের কাছ থেকে দোয়া নিয়ে স্নাতক লাইফ এর শেষ দিন পার করলাম।

আর এখন....? বিদায়ী অনুষ্ঠানে ওরা কি করছে? বর্তমান যুগের পোলাপান কি মূর্খ? তারা তো অশ্লীন। তারা স্কুল কলেজের সম্পদ নষ্ট করছে। তাদের পিতা মাতা ব্যার্থ।

এর জন্য দায়ী কে? শিক্ষকের হাতে যদি বেত থাকতো তাহলে তারা এত অশ্লীত হতো না।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:



স্কুল কলেজে যা শিখেছে, চলে যাবার দিন সেটা প্রয়োগ করেছে।

২| ২৬ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

গফুর মিয়া১৯১ বলেছেন: সত্য কইলেন স্কুল কলেজে যা শিখেছে, চলে যাবার দিন সেটা প্রয়োগ করেছে।

৩| ২৬ শে নভেম্বর, ২০২১ রাত ৯:০৭

মোগল সম্রাট বলেছেন: স্কুল কলেজে থেকেই ছাত্র ছাত্রীরা দেখছে তাদের শিক্ষকরা রাজনৈতিক দলের লেজুড়, সন্ত্রাসী কায়দায় ব্যানিটি ব্যাগে পিস্তল নিয়া ঘুরে, পরিমল জয়ধর দেখে, আরো দেখে বিশ্ববিদ্যালয়ের ভিসি যুবলীগের সভাপতি হবার খায়েশ। পড়ালেখা দেখার সময়ই তো পায় না।

৪| ২৭ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: এটা ছাত্রছাত্রীদের খুবই বাজে স্বভাব।
আজকাল জন্মদিনেও এইসব ছেলেমেয়ে মাথায় ডিম ভাঙ্গে। আটা দিয়ে মাখামাখি করে। এগুলো কেমন উতসব পালন?

৫| ২৮ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৩৯

মৌরি হক দোলা বলেছেন: অদ্ভুত বিষয়, এতো সমালোচনার পরেও তারা মনে করে না যে তারা ভুল করেছে। সুস্থ বিনোদন আর অসুস্থ বিনোদনের মধ‌্যে পার্থক‌্য ধরতে তারা অপরাগ। মাত্র তিন বছর আগে আমরা এসএসসি পাশ করলেও তখনও অবস্থা এতো খারাপ ছিল না। কলেজে র‌্যাগ ডে হয়েছিল মার্জিতভাবেই। কিন্তু ইদানিং অসভ‌্যতার মাত্রা ছাড়িয়ে গিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.