নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

শীত কাল এসে গেছে।

২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৭



ডিসেম্বর মানেই শীতকাল। ডিসেম্বর মানেই বার্ষিক পরীক্ষা শেষ। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পযর্ন্ত ছাত্ররা তখন সারা বছর পরিশ্রম করে একটু রেস্ট নেয়। যারা শহরে থাকে এবং যাদের দাদা, দাদী, নানা নানী গ্রামে থাকে তারা মূলত বার্ষিক পরীক্ষা শেষে গ্রামে যায়। তারপর নাতি নাতনী নিয়ে মুরব্বিরা পিঠা খায়। চলে পিঠা উৎসব।

আমাদের নানী, দাদী, ফুপি, মা, খালারা পিঠা বানাতে পারলেও আমাদের বউ পিঠা বানাতে পারবে কি না সেটা সন্দেহ। কারণ তারা কোন দিন পিঠা বানায় নাই।

আর দিন দিন পিঠা যেন ওঠে যাচ্ছে। সে স্থান দখল করছে পিৎজা, বার্গার জাতীয় ফাস্ট ফুড।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩১

প্রামানিক বলেছেন: অতীতের পিঠা খাওয়ার দিনগুলো মনে পড়ে গেল।

২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪১

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ ভাইজান।

২| ২৮ শে নভেম্বর, ২০২১ রাত ১০:৫৬

জগতারন বলেছেন:

আমাদের নানী, দাদী, ফুপি, মা, খালারা পিঠা বানাতে পারলেও আমাদের বউ পিঠা বানাতে পারবে কি না সেটা সন্দেহ। কারণ তারা কোন দিন পিঠা বানায় নাই।

ব্লগার ইমরোজ৭৫-এর দৃষ্টি আকর্ষন করে লিখছিঃ
আপনার আজকের এই পোষ্ট থেক কিছু অংশ কপি করে মন্তব্যে বক্সে নামিয়ে হাইলাইট করা শব্দটি; ফুপি, (!)
এই "ফুপি" শব্দটি হাল জামানায় অনেককে লিখতে দেখি; পরিতাপের সাথে বলতে এই "ফুপি" নামে কোন শব্দই বাংলা ভাষায় নেই।
শব্দটি লিখতে হবে 'ফুপু'; অর্থাৎ বাবার বোন। তার স্বামী সম্পর্কে হয়; ফুপা।
আশাকরি বুঝতে পেরেছেন।

২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১০:৪২

ইমরোজ৭৫ বলেছেন: ভুল সংশোধন করা হয়েছে।

৩| ২৯ শে নভেম্বর, ২০২১ সকাল ১১:১৫

জুল ভার্ন বলেছেন: লোভনীয় সব পিঠার ছবি! +

০৪ ঠা ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৪৬

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.