নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

আমি আর ব্লগে আসবো না।

০৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:০৭



আমি অনিদিষ্ট কালের জন্য ব্লগে আসতেছি না। কারন আমার মন খারাপ। আর গ্রামীনফোন দিয়ে সামহোয়্যারইন ব্লগে ঢুকা যাচ্ছে না। আরবা ভিপিএন এ দিয়ে তখন আবার ঠিকই প্রবেশ করা যায়।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৪

অপু তানভীর বলেছেন: গ্রামীন নেট থেকে অনেক দিন থেকেই সামুতে ঢোকা যায় না। বাংলালিংক অথবা টেলিটক নেট ব্যবহার করুন। গ্রামীন নেটের বিকল্প না থাকলে ভিপিএন ব্যতীত অন্য উপায় নেই আপাতত।

২| ০৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৩৫

চাঁদগাজী বলেছেন:



আপনার পড়ালেখা ও চাকুরী কোন শাখায়?

৩| ০৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

খায়রুল আহসান বলেছেন: মাত্র দু'লাইনের একটি পোস্ট লিখতে দুটো ভুল বানান রেখে গেছেন। ব্লগে ফিরে আসুন বা না আসুন, যাবার আগে অন্ততঃ ভুল বানান দুটোকে শুদ্ধ করে রেখে যান।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে নিজের মতো করে চলার,অন্যের ক্ষতি না করে।

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৮

রাজীব নুর বলেছেন: আচ্ছা।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪১

মিরোরডডল বলেছেন:




কারো পার্সোনাল বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম না ।
যেহেতু লেখক নিজেই এক্সপোজড, তাই বলছি ।

ছেলেটি বিয়ের ঠিক ওয়ান উইক আগে এক নিক থেকে পরকিয়া নিয়ে একটা পোষ্ট দিলো ।
৭ দিন পর বিয়ে করলো ।
বিয়ের এক সপ্তাহের মধ্যেই আরেক নিক থেকে বউয়ের প্রতি তার মুগ্ধতা ও ভালোলাগার কথা জানিয়ে পোষ্ট দিলো ।

বিয়ের পর থেকেই দুটো নিক থেকে রেগুলার সামুতে একটা দুটা করে পোষ্ট দিচ্ছিলো,
মনে হচ্ছিলো সামুই তার নতুন সংসার আর ব্লগারদের সাথে সম্পর্কটাই বেশী প্রায়োরিটি ।
অথচ এ সময় একজন নব-বিবাহিত পুরুষ তার নববধুকে সময় দেয় ।

বিয়ের ঠিক একমাস সতেরো দিন পর নতুন বউকে পরকিয়ায় অভিযুক্ত করে পোষ্ট ।
শুধু তাই না, বাবা মায়ের জন্য তাকে ডিভোর্স করতে পারছে না বলে দুঃখ প্রকাশ ।

এগুলো দেখলে মনে হয়, বিয়ে একটা ছেলেখেলা ।
ইচ্ছে হল বিয়ে করলাম । ইচ্ছে করলে সময় দিবো, নইলে দিবো না ।
ইচ্ছে করলেই তার নামে একিউজ করা যায়, তাকে ছুড়ে ফেলা যায় ।

আর বউ? ঠিক যেনো একটা পুতুল ।
ভালো লাগলো, কিনলাম, খেললাম, খেলা শেষ, ফেলে দিলাম ।

এটা আমাদের সমাজের খুব পরিচিত একটি চিত্রপট ।
এরকম আরও কতো কি হচ্ছে !

এ অবস্থায় সামুতে না আসার সিদ্ধান্ত যুক্তিযুক্ত এবং সমীচীন ।
Clean up your own mess man !

I don't know who’s that unlucky poor girl, but my heart is really feeling for her.



১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:১৯

ইমরোজ৭৫ বলেছেন: আজকাল কার মেয়েরা বিয়ে কে পুতুল খেলা মনে করে।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৩

স্প্যানকড বলেছেন: মা আস সালামা ! ভালো থাকুন, সুস্থ থাকুন ।

৮| ০৬ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫০

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: মিররডলের সাথে শতভাগ সহমত !

বিস্ময়করভাবে আপনার দুটি নিকেই আপনার মানসিক দ্বৈততার বা ডুয়েল পার্সোনালিটির ছাপ দেখা যাচ্ছে। আপনি আপনার ব্যক্তিগত সমস্যা দূর করতে পারলে ব্লগে আসুন - দুটি নিকের ক্ষেত্রেই এটি প্রযোজ্য।

৯| ০৬ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:২৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনি ব্লগে লগইন না করলেও ব্লগে চোখ রাখবেন, পড়বেন এটাই স্বাভাবিক। তবে ব্যক্তিগত সমস্যার সুন্দর সমাধান হোক সেটাই প্রত্যাশা। শুভ কামনা।

১০| ০৬ ই ডিসেম্বর, ২০২১ বিকাল ৪:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মিরোডডল আপু আর খায়রুল ভাইজানের পোস্টে ঝাঁঝা লাইক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.