নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ছবিতে দেখছেন একটি বিস্কুট। এই বিস্কুট ভালো বিস্কুট। এবং একটি পুরাতন বিস্কুট। আগে আমি এই বিস্কুট খেতাম। ২০০৩ সালের পরে এই বিস্কুট আর দেখি না। গাইবান্ধা রেল স্টেশনের পাশের এক দোকানে এই Ancient বিস্কুট আমার নজরে পরে। এবং এই বিস্কুট আমি ক্রয় করি।
আরেক টি বিস্কুট আছে। নাম ব্রিটল বিস্কুট। এটা ২০০৫ সালে বাজারে পাওয়া যেতো। এটা আাবার ২০১০ সালের পরে আর খুজে পাওয়া যায় নি। “ব্রিটল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা।” এই ছিলো ব্রিটল বিস্কুটের বিজ্ঞাপনের মূল ট্যাগ।
২| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪৩
ইসিয়াক বলেছেন: নাবিস্কো গ্লুকোজ বিস্কুট ছোটবেলায় আমার ভীষণ প্রিয় ছিল। দারুণ স্বাদ আর গন্ধে মন মাতানো সেই সব দিন।আপনার পোস্ট পড়ে আর ছবি দেখে মনে পড়ল।
ধন্যবাদ চমৎকার স্মৃতি ফিরিয়ে আনার জন্য। নাবিস্কোর মোটা মোটা চকলেটগুলোও দারুণ ছিল। এখন কোথাও দেখি না।
৩| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৭
হাসান মাহবুব বলেছেন: গ্লুকোজ বিস্কুট আমার মায়ের খুব প্রিয় ছিলো। আশির দশকে তিনি খুব খেতেন। আমিও পছন্দ করতাম। মাঝে প্রোডাকশন বন্ধ হয়ে গিয়েছিলো। আবার শুরু হয়েছে। আজকে সকালেই চায়ের সাথে খেলাম।
৪| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৯
নাহল তরকারি বলেছেন: Nice.
৫| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১০:১০
মোগল সম্রাট বলেছেন: গ্লুকোজ বিস্কুট। নস্টালজিক বিস্কুট।
১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৩
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
৬| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:১৯
রাজীব নুর বলেছেন: নাবিস্কো বিস্কুট টা আমি অন্যান্য বিস্কুটের সাথে সব সময় কিনি। যদিও এই বিস্কুট আমি খাই না। ছোটবেলার সৃতিতে এই বিস্কুট ছিলো।
১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৩
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
৭| ১১ ই ডিসেম্বর, ২০২১ সকাল ৯:২৪
বিটপি বলেছেন:
এই বিস্কুট ২০২০ সাল থেকে নতুন প্যাকেটে বাজারজাত করা হচ্ছে। তবে পুরনো প্যাকেটেও পাওয়া যাচ্ছে।
১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৩
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
৮| ১৩ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৬
অপু তানভীর বলেছেন: ব্রিটল বিস্কুট খাইতে খাইতে যায় বেলা
সেই সময়ে এই বিজ্ঞাপনটা বেশ জনপ্রিয়তা পেয়েছিলো । অনেকের মুখে মুখে এই গান চলতো । তখন স্কুলে পড়তাম এটা মনে আছে ।
১৩ ই ডিসেম্বর, ২০২১ সকাল ১১:০৪
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন: নাবিস্কো গ্লুকোজ বিস্কুট আহা কত স্মৃতি মনে পড়ে গেল। একসময় তুমুল জনপ্রিয় ছিল বিস্কুট দুটি।