নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৮ লাখ টাকা বিমান ভাড়া। তা ও আবার ২ টাকার কুকুর আনতে। এই টাকা দিয়ে যদি একটি ফার্ম করতো তাতে তার ইনকাম হতো।
এই টাকা যদি আমাকে দিতো তাহলে আমি ইন্টারনেট এর ব্যাবসা করতে পারতাম। উদ্যোক্তা হতে পারতাম। কোটি পতি হতে পারতাম। ১০০ বা তার বেশী জনের কর্ম সংস্থান করতে পারতাম। লাভবান হতো দেশ।
ঐ বেডার ২৮ লাখ খরতে কার কি লাভ হলো? বুঝলাম না।
২| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৫৬
রংবাজপোলা বলেছেন:
লেখাটা ভালাই লাগলো।
ভাইরে বড় লক্কিদের এইসব ব্যাপার বুঝা আমাদের মতন গরীবদের বুঝা মুশকিল। হের কথা বাদ দেন, আমাগো নইব্যো কোটিপতিরাও কি কম কি। হের থেইক্কা আজব সব কান্ড কালখানা কইরা ব্যাড়ায়।
সামনে আরি লিইখখেন।
কদমবুছি লইয়েন।
৩| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ১১:২৪
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: ইন্টারনেট ব্যবসা না করে হোটেল করলে মাইনষের দোয়া বেশি পাইতেন !
৪| ১৮ ই ডিসেম্বর, ২০২১ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: অপচয়।
৫| ১৮ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:১০
নাহল তরকারি বলেছেন: এত টাকা দিয়ে কুকুরের ফার্ম দিলে অনেক লোকের কর্মসংস্থান হতো।
৬| ১৯ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৭:৫৮
নেওয়াজ আলি বলেছেন: দেশের টাকা লুটেরা খাচ্ছে আরামেে
©somewhere in net ltd.
১| ১৭ ই ডিসেম্বর, ২০২১ রাত ৯:৩১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আমরা স্কুলে একটা গল্প পড়েছিলাম যেখানে পণ্ডিত মশাইয়ের মাসিক বেতন ছিল ২৫ টাকা। স্কুল পরিদর্শনে যে বিলাতি সাহেব এসেছিলেন তার একটা তিন পা ওয়ালা কুকুর ছিল যার পেছনে মাসে ৭৫ টাকা খরচ হতো। গল্পের শেষে প্রশ্ন রাখা হয়েছিল যে পণ্ডিত মশাইয়ের বেতন কুকুরটির কয় পায়ের সমান।