নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: সংগ্রহিত
ইমু। একটি বাজে app. এই সফটওয়্যার খালি হ্যাং করে। এই ইমু তে কথা আটকায়। বেশী MB খায়। What app কত ভালো। হ্যাং করে না। কথা কত পরিস্কার!
What app দিয়ে পিডিএফ ফাইল পাঠানো যায়। ইমু দিয়ে পিডিএফ ফাইল পাঠানো যায় না। ইমু দিয়ে কোন ছবি পাঠালে সেটা ফেপে যয়ি। আর What app দিয়ে কোন ছবি পাঠালে সেটা ফাটে না।
তারপরেও মূর্খ বাঙ্গালি ইমু ই চালাবে। কারন বাঙ্গালী মূর্খ।
২| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৪১
রিফাত হোসেন বলেছেন: ইমরোজ এর সাথে ইমু এর কত মিল! নামের মিল হলেও পছন্দের মিল নেই।
ইমোটিমো রাখা লাগে, কিছু মানুষ ইমুই বোঝে!
২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৩
ইমরোজ৭৫ বলেছেন: আপনার সাথে উগ্রবাদীদের কত মিল। উগ্রবাদীরা অন্যকে খোচা মেরে কথা বলে। মূর্খরা কেন যে What app বুঝে না?
৩| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৯:১৫
শূন্য সারমর্ম বলেছেন:
বাঙালির ব্যাক্তিত্বের সাথে ইমু পারফেক্ট।
২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১০
ইমরোজ৭৫ বলেছেন: ইমু খুব বাজে।
৪| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:১৯
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: সবচেয়ে বিরক্তিকর এতে আসা বিজ্ঞাপণ ।
দেশে প্রবাসীদের পরিবারের অত্যাবশকীয় ইমো (ইমুর ভদ্র উচ্চারণ )
হোয়াটস াপপ সিগন্যালের ব্যবহার বাড়ছে
৫| ২৪ শে ডিসেম্বর, ২০২১ রাত ১২:৫২
রাজীব নুর বলেছেন: ইমো আমি কখনও চালাই নাই।
৬| ২৪ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৫
ঋণাত্মক শূণ্য বলেছেন: পুরাপুরি একমত যে এটা বাজে এ্যাপ। তবে মেগাবাইট বেশী খায় কথাটার সাথে একমত না। কারণ এই এ্যাপটাই প্রচার পেয়েছিলো কম ডাটা খরচ হওয়ার জন্য।
এর ভয়েস কল খারাপ বলছেন, এর জন্য কম মেগাবাইট খাওয়াই দায়ী। কল কোয়ালিটি খারাপ বলছেন, এর জন্যও ঐ কম মেগাবাইট খাওয়া দায়ী।
এটাতে মূলত অডিও বিটরেট কমিয়ে দিয়ে সাইজ কমানো হয়। ফলে কিছুক্ষণ কথা বললে মাথা ধরে যায়। অনেককেই দেখেছি ইমোতে কল করবার পরে মেজাজ খিটখিটে হয়ে রয় কিছু সময়ের জন্য। আমার বিশ্বাস এর জন্য লো বিটরেট দায়ী।
বাঙ্গালী অবশ্য এখন আর শুধু কলের জন্য এটা ব্যবহার করে না; কল থেকে বেশী নোংরামোর জন্য ব্যবহার করে। এতে এত এত ফিচার এ্যাড হয়েছে গত কয়েক বছরে; যার দখল পুরাটাই বাজে ধরণের লোকজনের কাছে।
©somewhere in net ltd.
১| ২৩ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:২৪
নাহল তরকারি বলেছেন: ইমু আসলেই বাজে App. কথা ক্লিলিয়ার না। আর কোন ফাইল শেয়ার করা যায় না।
সেই তুলনায় What app খুব উন্নত। যে কোন ফাইল সহলে ট্রন্সফার করা যায়। তবে মূর্খ ফালতু লোকদের জন্য ইমু খোলা রাখা লাগে।