নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক

০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩২



ফেসবুক হচ্ছে আমাদের জনপ্রিয় যোগাযোগ মাধ্যম। ফেসবুকের মাধ্যমে আমরা যোগাযোগ করে থাকি। এখন আমার ফ্রেন্ড লিস্টে পরিচিত লোক ছাড়া অপরিচিত লোক নাই। ২০১৮ সালে আমার প্রায় ২০০০ জন বন্ধু ছিলো। আনফ্রেন্ড করতে করতে ৭০০ জনে আনি। এই ৭০০ জন ছিলো আমার এলাকার পরিচিত/স্কুল ফ্রেন্ড/ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বন্ধু। এখন কাজের সুবাধে এবং বিয়ে করে নতুন শ্বশুর বাড়ি সব মিলিয়ে ফ্রেন্ড লিস্ট বড় হয়েছে।

ফেসবুকে বেশী বন্ধু থাকলে অসুবিধা:
০১। আপনার যে কোন সময় ফেসবুক লক হয়ে যেতে পারে। তখন ফটো ভেরিফিকেশনের মাধ্যমে আনলক করতে দেয়। যারা ফটো ভেরিফিকেশন কবলে পড়েছেন তারা হয়তো বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি।

০২। আপনার প্রাইবেসি নষ্ট হতে পারে।

০৩। আপনার অপরিচিত বন্ধুর পোস্ট গুলা ভাসবে। পরিচিত লোকের পোস্ট হয়তো পাবেন না।

০৪। চ্যাট লিস্ট বড় থাকবে। যার কারনে প্রয়োজনের সময় নিদিষ্ট বন্ধু কে খুজে পাবেন না।

০৫। আবল তাবল ফ্রেন্ড এর ভিড়ে একজন হ্যাকার ও থাকতে পারে।

আরো অসুবিধা থাকতে পারে। তাই অপ্রোয়জনীয় বন্ধু এড়িয়ে চলুন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২২ রাত ৮:৩৩

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.