নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালীদের দক্ষতা

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:২১



আমরা যারা কম্পিউটার চালাতে পারি, বা এন্ড্রোয়েট ফোন চালাই তারা সবাই পিডিএফ ফাইল এবং জিমেইল সম্পর্কে জানি। jpg file, mp3, mp4, png. apk, jad এগুলা কোন ফরমেট এটাও জানি।

আমি তখন অনার্স ৩য় বর্ষে পড়ি। আমার এক বন্ধু আমাকে রুটিন পাঠাতে বলে। আমি তাকে ই-মেইল এড্রেস দিতে বলি। সে জবাবে বলে তার ই-মেইল নাই, জি-মেইল আছে। এটা কোন কথা।

রুটিনটি পিডিএফ ফাইলে ছিলো। পরে বাধ্য সেই ফাইল কে jpg তে কনভার্ট করে ম্যাসেজ্ঞারে পাঠাই। পরে সে বললো জেপিজি ফাইল জুম করলে ফেটে যায়।

একবার ভাবেন যার জিমেইল থাকার সত্ত্বেও ই-মেইল রিসিভ কারর ক্ষমতা নাই আর যে পিডিএফ ফাইল চিনেন না, তাকে কি কোন মাল্টিন্যাশলাল কম্পানী বড় পদে চাকরি তে নিবে?

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আমি জানি না।

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৩:৫৪

ইমরোজ৭৫ বলেছেন: শিখে নিন।

২| ১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:২৪

তানীম আব্দুল্লাহ্ বলেছেন: নিবে না ।
যারা মেইল করতে জানে না তারা ঐসব কোম্পানিতে চাকুরীর আবেদন করতে যাবে কেন ?
অনেকেই কম্পিউটার এন্দ্রয়েড চালাতে পারে কিন্তু মেইল সম্পর্কে জানে না । কারণ তার জানার প্রয়োজন নেই ।
আপনার বন্ধুকে মেইল করা শিখিয়ে দিয়েছিলেন ?
শিখিয়ে দিলেই সে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকুরী পাবে ।
অনুরোধ থাকলো ।

১৬ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০১

ইমরোজ৭৫ বলেছেন: ০১। ধরন। আপনি একটি কম্পানির মালিক। একজন কে বাজারের পরিসংখ্যান করতে বললেন। সে যদি তার তৈরি করা রির্পোট ই-মেইল করতে না পারে তাহলে কি আপনি কি তাকে চাকরি তে রাখবেন? কারন এখন ই-মেইলের যুকে ডাক বিভাগের সাহায্যে ডকুমেন্ট পাঠানো কিছুটা বোকামি, ব্যাক ডেটেড এবং সময় সাপেক্ষে।

০২। আমার বন্ধুকে মেইল পাঠানো শিখিয়ে দিলেই মাল্টি ন্যাশনালে চাকরি পাবে। কথাটি সত্যি। আমার বন্ধুরা প্রখর বুদ্ধিমত্তা বহন করে। আমি তাদের মেইল করা শিখিয়ে দিয়েছি। তারা বিদেশী কম্পনিতে CV E-Mail করে। পরিস্থিতি স্বাভাবিক হলে তারা অনেকেই বিদেশে থাকতো।

আমি বিদেশ যাবো না। কারন আমি বিসিএস ক্যাডার হয়ে দেশেই থাকতে চাই।

৩| ১৬ ই জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৬:২৯

মেহেদি_হাসান. বলেছেন: আমার অনেক বন্ধুরাই জানেনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.