নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৯ সাল জানুয়ারি ০৫ তারিখ (সম্ভবত)। তখন আমি নানীর বাড়িতে থাকতাম। এবং অনার্স পরীক্ষার্থী। উক্তদিনে আমার নানী বাড়িতে
ছিলেন না। আমি উক্তদিনে Wi-Fi বাসায় গ্রহন করি। যাই হওক। বাসায় তো Wi-Fi আছে আর ঘরে কেউ নাই সুতরাং নো টেনসান। ভাবলাম একটি সিনেমা দেখি। যেই ভাবনা সেই কাজ।
তখন ইউটুবে প্রথমে এই ফিল্মটা পাই। দেখা শুরু করলাম। এই সিনেমার মূল বৈশিষ্ট্য হচ্ছে ১৯৭১ সালে ভারতীয় বর্ডারে কি হচ্ছিল সেই নিয়ে গল্প। তবে একটা জিনিস খারাপ লাগলো এখান ভারতীয়রা পাক-ভারত যুদ্ধ বলে আখ্যায়িত করেছে।
১৯৭১ সালের এই যুদ্ধ নিয়ে সবচেয়ে বেশী সিনেমা হয়েছে ভারতে (আজ পযর্ন্ত)। ২০০৯ সাল থেকে আওয়ামীলীগ বাংলাদেশের সরকার হিসেবে আছে। আওয়ামীলীগ যেহেকু দেশ প্রেমিক সেহেতু তাদের উচিত ছিলো প্রত্যেক বছর একটি করে মুক্তিযুদ্ধ বিষায়ক একটি করে সিনেমা তৈরি করা।
আমি আওয়ামীলীগ কে অনুরোধ করিবো মুক্তিযুদ্ধ বিষায়ক সিনেমা তৈরি করে আমাদের মুক্তিযুদ্ধ বিষায়ক অজানা ইতিহাস তৈরি জানার সুযোগ দিন।
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২১
হাসান কালবৈশাখী বলেছেন:
ভারত আমাদের মুক্তিযুদ্ধকে ভারত-পাকিস্তান যুদ্ধ বললে আমি বিন্দুমাত্র ভুল দেখি না।
বরং 'ভারত ৭১এ মুক্তিযুদ্ধ করেছে' বলা হলে সেটা হাস্যকর হবে।
কারন শত্রুকবলিত ছিল আমাদের বাংলাদেশ, ভারত নয়।
'ভারত মুক্তিযুদ্ধ করেছে বলা হলে সেটা হবে সম্পুর্ন ভুল। তাহলে তো ভারতীয় সেনাদের মুক্তিযোদ্ধা বলতে হয়।
ভারত আমাদের মুক্তিযুদ্ধে সাহায্য করেছে যুদ্ধের শেষদিকে পুর্ব ও পশ্চিম উভয় ফ্রন্টে আক্রমণ করে পাকিস্তানিদেরকে যুদ্ধে পরাজিত করেছে। ভারতীয় সেনারা মুক্তিযুদ্ধ করেনি। ভারতীয় সেনারা ভারতকে মুক্ত করেনি।
বাংলাদেশের জনগন মুক্তিযুদ্ধ করেছে। এবং যুদ্ধের শেষদিকে ভারতীয় বাহিনির সাথে একটি জয়েন্ট টাস্কফোর্স মিত্রবাহিনী গঠিন করে ঢাকার পতন ঘটিয়ে যুদ্ধের সমাপ্তি হয়েছে। এবং আত্নসমর্পন দলিলে ভারত-বাংলাদেশ যৌথ বাহিনীর কাছে আত্নসমর্পন করা হচ্ছে বলে লেখা দলিলে আছে।
আমাদের ৭১ এর যুদ্ধ ও সংগ্রামকে আমরা মুক্তিযুদ্ধ বলবো।
ভারতের সাইড থেকে ভারতীয়রা ভারত-পাকিস্তান যুদ্ধ বললে সেটা ১০০% সঠিক।
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: হাসান কালবৈশাখীর সাথে একমত।
©somewhere in net ltd.
১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:৫২
নাহল তরকারি বলেছেন: জ্বি। আমাদের দেশে মুক্তিযুদ্ধ বিষায়ক সিনেমা থাকা জরুরি।