নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

ফকিন্নির পুতেরা দামী মোবাইল চালায়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:২৬



আমাদের বাসায় এক খালায় কাজ করে। আজকে তার মন খারাপ কারণ তার নাতীর মোবাইল হারাইছে। মোবাইল হারাতেই পারে। কিন্তু ওর নাতী ১৫০০০ টাকার দামী মোবাইল চালাইতো। এখন আমার প্রশ্ন এই নাতি কেন ১৫০০০ টাকা দামের মোবাইল চালাবে? এই নাতির বয়স মাত্র ১৬, তার মধ্যে এত ইনকামও নাই এই মোবাইল ক্রয় করার মত। এই ফকিন্নি পুতেরা পরিবারের বোঝা। কারণ বাপ মা টিসিবির ট্রাক থেকে বাজার সদাই ক্রয় করে। আর ছেলে মেয়েরা দামী মোবাইল আর দামী হোন্ডা দিয়ে প্রেমিকারে সাহায্য করে।

এই ফকিন্নির পুতেরা যদি ইনকাম করতো তাহলে পরিবারের একটু হেল্প হতো। গরিবের কাছে খাবার ক্রয় করার টাকা আছে ঠিকই। ছেলের দামী মোবাইল আর হোন্ডার তেলের চাহিদা মেটাবোর জন্যই খাবারের টাকা থেকে টান পড়ে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৩৬

নাহল তরকারি বলেছেন: গরিবেরা এর জন্যই গরিব। খাইতে ভাত পায় না। নিজের দাম বাড়ানোর জন্য দামী মোবাইল ক্রয় করে ও আলগা হুডাংগিরি দেখায়। আর লোকজনও আছে। তারা চা এর কাপে আলোচনা করে এবং বলে “আরে রিক্সওয়ালা আসিফ আছে না, ওরা কাছে তো টার্চ ফোন। দাম দশ হাজার”। এগুলা গরিবের কাছে ক্রেডিটের বিষয়। এই ক্রেডিট বাড়ানোর জন্য আলগা খরচ করে। ফরে খবার কিনার মত টাকা থাকে না।

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: নিজের উপার্জনের টাকায় ১২ হাজার টাকার মোবাইল চালাই। অথচ ভাগ্নে চালায় ২৭ হাজার টাকার ফোন। অথচ ওর দুই পয়সা ইনকাম নেই। সেদিন বোনকে ইচ্ছেমতো ঝাড়লাম। পোলাপান নষ্ট হওয়ার জন্য বাপ-মা দায়ী। এত এত শখ আহ্লাদ পূরণ করলে মানুষ হয় না। সংগ্রাম করা শেখাতে হয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ১১:৪৬

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:১৫

রানার ব্লগ বলেছেন: শিরনাম পরিবর্তন করুন !! আর একটু মার্জিত হোন !!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩১

ইমরোজ৭৫ বলেছেন: না। মার্জিত হবো না। ভদ্র ভাষা ভোধাইরা ব্যাবহার করে।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৪

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: কথা সত্যি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৭

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: গরীব বলে কি তাদের শখ আহ্লাদ থাকতে নেই?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৯

ইমরোজ৭৫ বলেছেন: আমি কি বলেছি তাদের শখ থাকতে নাই। আমি বলতে চাই এই শখের জন্য তারা আরো অভাবে পতিত হয়। আর সেই অভাবে পড়ে আমাদের কাছে হাত পাতে। আমাদের টাকা দিয়ে ওরা ভাত খায়।

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৩২

মোঃ মাইদুল সরকার বলেছেন: করা ফুটানি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৯

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সার্মথ্যের বাইরে কারো যাওয়া ঠিক না। এমন বিলাসিতায় বিপদ ডেকে আনে

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩৯

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক।

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ৮:৩৪

মোহাম্মদ গোফরান বলেছেন: কেন সে গরীব বলে কি ১৫০০০ টাকার মুবাইল ব্যাবহার করতে পারবেনা! অদ্ভুত পোস্ট।

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৪১

ইমরোজ৭৫ বলেছেন: সে গরিব। ১৫০০০ টাকা দিয়ে মোবাইল ব্যাবহার করতেই পারে। ১৫০০০ টাকা দিয়ে মোবাইল ক্রয় করার পর খাবার ক্রয় করার টাকা না থাকলে আমাদের কাছে যেন হাত না পাতে।

১৫০০০ টাকা দিয়ে মোবাইল ক্রয় করার পর খাবার ক্রয় করার টাকা না থাকলে আমাদের কাছে যেন হাত পাতাই সমস্যা।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১২:২৬

সোবুজ বলেছেন: এখানে আপনার সমস্যা কি?

১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ সকাল ৯:৩০

ইমরোজ৭৫ বলেছেন: কারন ১৫০০০ টাকা দিয়ে মোবাইল আর ৫ লাখ টাকা দিয়ে হোন্ডা কিনার মত ভাতের জন্য আমাদের কাছে হাত পাতে। এই হাত পাতাই সমস্যা।

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১২:২৪

ইলুসন বলেছেন: সহমত। যদি কেউ নিজের টাকা দিয়ে কিনতে পারে বা তার কারো কাছে হাত পাততে না হয় তাহলে দামী মোবাইল ব্যবহার ঠিক আছে। কিন্তু যাদের কোন ইনকাম নেই, অন্যদের সাহায্যের উপর নির্ভর করে চলতে হয়, তাদের দামী মোবাইল ব্যবহার করে ফুটানি দেখানো লাগবে কেন? অনেকে তো কারো কাছে হাত পাতে না, চুরি-ডাকাতি, ছিনতাই করে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.