নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা, প্রেমিক-প্রেমিকা, স্বামী স্ত্রী।

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:০০



বেশ অনেক দিন আগে। প্রায় ২০১৭ সাল। তখন বয়স ২৩ বছর। তখন আমি খুলনা ভিবাগের একটি জেলা তে থাকতাম। তখন একজন মহিলা কে দেখে আমার খুব ভালো লাগতো। বলতে পারেন তাকে দেখলে এক প্রকার স্বর্গীয় সুখ অনুভব করতাম। তাকে কাছে পেতে মনে চাইতো। তার সাথে কথা বলতে মনে চাইতো।

আমি আমার বেইসের মেয়েদের খুব কম প্রেমে পড়েছিলাম। যাদের প্রেমে পড়েছিলাম তারা অনেকে আমার থেকে ১ বছর বা তার তার বেশী বয়সে বড়ো ছিলো। আমাদের সমাজে ১৬ বছরের মেয়ের সাথে ৬০ বছরের বেডাদের বিয়ে স্বাভাবিক ভাবে নেয়। কিন্তু একজন ২৩ বছরের ছেলেদের সাথে ৩০ বছরের মেয়ের বিয়ে এটা মেনে নেয় না।

যাই হউক আমারও মেয়ে ভালো বন্ধু ছিলো। আপনারা প্রেমিকা ভাবলে ভাবতে পারেন।

যাই হউক। আমার সাথে আমার বউ এর বিয়ে হয় অক্টোবর ২০২১ সালে। বিয়ের প্রথম দিন থেকেই আমি বুঝতে পেরেছিলাম সে আমাকে সহ্য করতে পারে না। পরে দেখলাম সে অন্য পুরুষের সাথে যেভাবে ক্লোজ হচ্ছে আমার সাথে তেমন ক্লোজ হচ্ছে না।

যাই হউক। আমি তার জন্য অন্য মেয়ের দিকে তাকাতাম না। সকল ভালো লাগা মেয়েদের ভুলে গেলাম। কিন্তু সে আমার জন্য এতটুকুও ত্যাগ করতে পারলো না।

পরিশেষে সে আমাকে ত্যাগ করলো।

আমার ভালোবাসা আমার বউ বুঝলো না। সারাদিন মোবাইলে কার সাথে যেন চ্যাটিং করতো। আমি সঙ্গ চাইলেই সে বাজে ব্যাবহার করতো। আমি কথা বলতে গেলেই সে বলে ওঠতো “চুপ থাকেন।” শেষের দিকে তার সাথে আমার এত দূরত্ব সৃষ্টি হয় যে সারাদিনে ৫ মিনিটও তার সাথে তথা বলা হতো না।

আমি আমার বউ এর জন্য আমার সাধ্য মত ত্যাগ করেছি। আমার বউ আমারেই ত্যাগ করে দিলো! কি দোষ ছিলো আমার।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: স্ত্রীর সাথে বিয়ের আগে কথাবার্তা হয় নি? জিগ্যেস করেন নি সম্পর্ক ছিল কি না?

১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৬

ইমরোজ৭৫ বলেছেন: আসলে বিয়েটা হঠাৎ হয়েছিলো। বিয়ের ১০ মিনিট আগে আমি জানতে পেরেছিলাম যে আমার বিয়ে ঠিক হয়েছে।

২| ১১ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: খোঁজখবর না নিয়ে বিয়ে করা বোকামি। এখনকার বেশিরভাগ মেয়েরই সম্পর্ক থাকে। ছেলেদের সম্পর্ক থাকলেও তারা মানিয়ে নিতে পারে কিন্তু মেয়েরা পারে না। পুরনো প্রেমেই মজে থাকে।

১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৫

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।

৩| ১১ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


স্বর্গীয় সুখ পেতেন ষাটের কাছে!আশেপাশে ছিলো সমবয়সীরা, এখন একা বড্ড একা।

বিয়ের ১০ মিনিট আগে জেনেছেন,সত্যি কাহিনী কি?

১৪ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:৪৬

ইমরোজ৭৫ বলেছেন: দেখি। এখন বয়সের বড় থেকে বিয়ে করবো। সত্যি কাহিনী কি সেটা আমার আম্মুরে জিজ্ঞাসা করেন। উনি হুট হাট করে ডিশিসন নিয়েছেন।

৪| ১২ ই এপ্রিল, ২০২২ রাত ১২:২৫

রাজীব নুর বলেছেন: বাহ!!

৫| ১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:২৯

মিরোরডডল বলেছেন:




পরিশেষে সে আমাকে ত্যাগ করলো।

আশা করি সামুর ব্লগাররা ভুলে যায়নি, পোষ্ট লেখক বিয়ের অল্প কয়দিন পর নিজের বউকে অত্যন্ত অসন্মান করে মিথ্যা ভয়ংকর একিউজ দেখিয়ে পাবলিক ডোমেইনে এসে একটা ডিজগাস্টিং দিয়েছিলো । এও লিখেছিলো বাবা মায়ের জন্য মেয়েটিকে ডিভোর্স করতে পারছেনা ।

অবশেষে মেয়েটি যদি চলে গিয়ে থাকে, বেঁচে গেছে ।
অজানা অদেখা সেই মেয়েটির জন্য অন্তর থেকে শুভকামনা ।

২৪ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:২১

ইমরোজ৭৫ বলেছেন: সৃষ্টিকর্তা সবাই কে মঙ্গল করুক।

৬| ১৫ ই এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩০

মিরোরডডল বলেছেন:

***ডিজগাস্টিং পোষ্ট দিয়েছিলো****

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.