নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম কি দিমু?

২৫ শে এপ্রিল, ২০২২ সকাল ১১:০৮


সিনহা জাহান শিখা মা হারিয়ে বেড়ে উঠছে নানীর কাছে। স্বপ্না আক্তার ঝেলির বেড়ে উঠাও অভাবের সংসারে। আর তানিয়া আক্তার তানিশার ভাগ্য তো আরও কষ্টেলেখা। নিজেদের একটি ঘরও নেই তাদের। চাচার ঘরে বসবাস করে, বাবা থাকে ঝুপড়ি ঘরে। নিজেরা ঠিক মতো উনুন ধরাতে পারেননি তবুও তিনকন্যার পরিবার মেয়েদের পাঠিয়েছেন ফুটবল খেলা শিখতে। গ্রামের মানুষের নানা কু-কথা এমনকি মেয়েদের উত্ত্যক্তের শিকারও হতে হয়েছে। কিন্তু ওরা দমে যায়নি। ভাঙা ঘর থেকে আকাশে উড়বার স্বপ্ন ওরা জয় করার পথে। ফুটবল প্রশিক্ষণের জন্য ময়মনসিংহের নান্দাইলের এই তিনকন্যা পর্তুগাল যাওয়ার জন্য চূড়ান্ত হয়েছে। সবকিছু ঠিক থাকলেও আগামী জুলাইয়ে তারা উড়াল দিবে স্বপ্নের আকাশে। সূত্র: সমকাল।

আমি ছোটকাল থেকেই খারাপ ছাত্র ছিলাম। আমার রোল নম্বর প্রায় শেষের দিকে থাকতো। খবরের কাগজে প্রায় কারো কারো সাফল্যের গল্প ছাপানো হতো। যেমন A+ পেয়েছে রিক্সা ওয়ালার ছেলে। চাঁদের আলোতে লেখা পড়া করে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে মিষ্টার ক। এই খবর পড়ে আমার নানা নানী, বাপ মা সবাই আমারে ওদের সাথে তুলনা দিতো। তুলনা বললে ভুল হবে, বলতে পারেন খোটা দিতো। এখন ওদের না হয় মুখস্ত বিদ্যায় পারদর্শী। একবার পড়লেই তারা সব মুখস্ত করতে পারতো। কিন্তু আমি ১০ বার পড়লেও কোন কিছু মুখস্ত হতো না। এটা কি আমার দোষ?

যাই হউক। এই ফুটবল খেলোয়ারদের আন্তরিক অভিন্দন। আমি তাদের সাফল্য কামনা করি।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০২২ দুপুর ১২:৩৭

প্রতিদিন বাংলা বলেছেন: তাদের অভিনন্দন জানাই ,সাথে পোস্ট দাতাকেও।
.....................
এগুলো বিক্ষিপ্ত ঘটনা
ধরে নিলাম ৩ জন ই মিয়া হ্যাম হবে (মহিলা বেলন ডিওর বা ফিফা বর্ষ সেরা )
১৭ কোটি মানুষ থেকে এই বয়সী তিন জনকে বেঁচে নেয়া হয়েছে ,উন্নতির আশায়।
দড়ি এই বয়সী ১ লক্ষ বা ৫০ হাজার বা ১০ হাজার বা ১ হাজার ফুটবলার আছে দেশে।
এই ৯৯৭ জন ও ৩ জন মোট ১০০০ জন
আগামীতে কি করবে ,কোন পর্যন্ত যাবে ,পেশা হিসেবে নিতে পারবে ,সামাজিকতা বা সমাজ ও পরিবার কি করবে ,বা ব্যাক্তি নিজে পরিবার কিভাবে গঠন করবে
ভবিষ্বৎ উজ্জ্বল হবে ,সম্ভবত হবে না
ইতিহাস তাই বলে।
যার যার জীবন সেই সেই ভোগ করবে।
আল্লাহ ভালো জানেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.