নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির দিনে।

২৬ শে এপ্রিল, ২০২২ সকাল ৯:০৮



ছবির উৎস: hdwallpapers.in


বৃষ্টি। এ এক অদ্ভত অনুভূতি। বৃষ্টিার দিনে যেন মনটা উদাস হয়ে যায়। বৃষ্টির দিনে আমার খিচুরী খেতে ভালো লাগে। বৃষ্টির দিনে সন্ধ্যায় বেগুনী, আলুর চপ, জিলাপী বা পিয়াজু খেতে খুব ভালো লাগে।

আমি যখন স্কুলে পড়তাম তখন বৃষ্টি আসলে খুব ভালো লাগতো। স্কুলে যাওয়া লাগবে না। বৃষ্টিও তখন আমাদের সাথে গেইম খেলতো। সারা রাত বৃষ্টি বর্ষন হলেও ঠিক স্কুল যাওয়ার টাইমে বৃষ্টি থেমে যেতো।

কোন মতে বৃষ্টির উছিলায় যদি স্কুল না যেতে পারতাম সেদিন খুব খুসি খুসি লাগতো। বাসায় বসে সারাদিন আরাম করতাম। আর যদি স্কুলে যাওয়া লাগতো তাহলেও খুব মজা হতো। কারন অধিকাংশ ছাত্র স্কুলে আসতো না। ক্লাস প্রয়া ফাকা থাকতো। এর জন্য শিক্ষকগণ পড়া তেমন ধরতেন না। হিসেবে ঐ দিন পড়াতেনই না।

যাই হউক। আপনাদের ও এমন মজার মজার গল্প আছে নিশ্চই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.