নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটা আমাদের ঢাকা চট্টগ্রাম মড়া সড়ক। এই জায়গা টি মুন্সিগজ্ঞ জেলার গজারিয়া অংশে। আরো বিস্তারিত বললে ভবেরচর বাস স্ট্যান্ডের কাছেই। আমার নানী বাসার জানালা খুললেই এই মহাসড়ক টি দেখা যায়। ভূ রাজনীতির দিক থেকে আমরা এতটাই শক্তিশালী যে আমরা এই রাস্তা ব্লক করলে রাখলে কেউ চট্টগ্রাম যেতে পারবে না।
যাই হউক। আমি যথন অনার্সে পড়তাম তখন আমি নানী বাড়িতে থাকতাম। সরকারি সোনারগাওঁ কলেজ থেকে অনার্স করলাম। এই রাস্তা দিয়ে কত কলেজে গেছি। তারপর আমাদের অনার্স পরীক্ষার সেন্টার পড়তো সরকারি তোলারাম কলেজে। মনে করেন বাসা থেকে বাহির হয়েই বাসে ওঠতাম। মোগড়াপাড় বাস স্ট্যান্ড নেমে কাইকারটেক হয়ে তোলারাম কলেজে যেতাম। পরীক্ষা শেষে যখন আমি বাসায় ফিরতাম তখন খুব ক্লান্ত লাগতো। এই ক্লান্তিবোধ খুব ভালো লাগতো।
গতকাল মাষ্টার্স পরীক্ষা শেষে হয়েছে। পরীক্ষার সিট পড়েছে নারায়নগজ্ঞ কলেজে। এই রাস্তা দিয়েই সেন্টারে গেছি। আহ! কি সুন্দর গেলো ছাত্র জীবন।
০১ লা জুন, ২০২২ বিকাল ৪:৪১
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
২| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছবিটা সুন্দর।
০১ লা জুন, ২০২২ বিকাল ৪:৪১
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
৩| ০১ লা জুন, ২০২২ দুপুর ১২:৫৩
রাজীব নুর বলেছেন: সুন্দর রাস্তা। নারায়ণগঞ্জ কলেজ আমি চিনি।
০১ লা জুন, ২০২২ বিকাল ৪:৪১
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
৪| ০১ লা জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৪
মরুভূমির জলদস্যু বলেছেন: এখন মুক্ত
০২ রা জুন, ২০২২ বিকাল ৪:৩২
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক।
©somewhere in net ltd.
১| ০১ লা জুন, ২০২২ সকাল ১০:৩৩
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: জীবনটা যে যতো সহজ ভাবে নেয় সে ততো সুখি থাকে ......... এটাই জীবনে সফল হবার মন্ত্র । শুভ কামনা রইলো