নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

আমার প্রিয় রজনীকান্ত

০৩ রা জুন, ২০২২ সকাল ১০:১৩



আমি রজনীকান্ত কে খুব পছন্দ করি। তার স্টাইল আমার কাছে খুব ভাল্লাগে। কি স্টাইল মারে; দেখলেই হৃদয় আন্দোলিত করে। আমি তার প্রথম সিনেমা দেখি রোবট। এখানে নায়ক থাকে রজনীকান্ত। আর নাইকা থাকে ঐশ্বরিয়া। পরে তার সিনেমা দেখি শিবাজি দ্যা বস। কি সুন্দর ছবি! না দেখলে চরম মিস।

আমি তার সিনেমা দেখে গর্বিত। তার প্রসংসা করতে গিয়ে অমিতাভ বাচ্চন বলেন “রজনীকান্ত হচ্ছেন বলিউডের ভগবান।”তার জন্ম ১২ ডিসেম্বর ১৯৫০ সালে।

সেই হিসাবে তিনি একজন ভুইরা (বৃদ্ধ)। তারপরেও তিনি সিনেমা তে নাইকাদের সাথে যুবকদের মত নৃত্য করতে দেখা যায়। ২০২১ সালের ২৭ অক্টোবর দিল্লি তে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সন্মান দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপ্ত হন। অন্যতম এই জীবন্ত কিংবদন্তি। ২০১৩ সালে, তিনি ছয়টি “তামিলনাড়ু স্টেট চলচ্চিত্র পুরস্কার” অর্জন করেন।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২২ সকাল ১০:১৮

সোনাগাজী বলেছেন:



শিবাজীও পছন্দ হয়েছ?

০৩ রা জুন, ২০২২ রাত ৮:৪৫

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

২| ০৩ রা জুন, ২০২২ সকাল ১০:৩০

শেরজা তপন বলেছেন: রজনীকান্ত তামিল সিনেমাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। তামিলরা তাকে ভগবান বলেই মানে।
এক্সময় তিনি হিন্দি সিনেমাতে অমিতাভের সাথে পাল্লা দিয়ে অভিনয় করেছেন। তার সিগারেট ধরানোর স্টাইল, চুলের ভাব, হাটাচলার ধরন আশির দশকের যুবকেরা ফলো করত।
আসল রজনীকান্তের সাথে হলিউড থেকে উড়িয়ে আনা বিশ্বের নামীদামী মেক-আপ আর্টিষ্টদের দিয়ে পুরো খোল নলচে পাল্টে দেয়া সিনেমার রজনীকান্তের সাথে কোন মিল নেই।
' ম্যান ভার্সেস ওয়াইল্ড' এ বেয়ার গিল-এর সাথে তার একটা পর্ব আছে। সেখানে আসল রজনীকান্তকে খুজে পাবেন।

* নাইকা - জব্বর শব্দ বলেছেন :)

০৩ রা জুন, ২০২২ রাত ৮:৪৬

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৩| ০৩ রা জুন, ২০২২ সকাল ১০:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রথম জীবনে উনি বাসের কন্ডাক্টর ছিলেন।

ওনার পিস্তলের সাহায্যে সিগারেট ধরানোটা মজার।

০৩ রা জুন, ২০২২ রাত ৮:৪৯

ইমরোজ৭৫ বলেছেন: দক্ষিন এশিয়ার দর্শকদের রুচি অন্য লেভেলের। এই ধরনের ইস্টাইল না করলে দর্শক ধরা কঠিন।

৪| ০৩ রা জুন, ২০২২ সকাল ১১:৪২

মরুভূমির জলদস্যু বলেছেন: রোবট দিয়ে শুরু করেছেন!
আরো অনেক কিছু দেখার বাকি আছে। দেখে ফেলেন।

০৩ রা জুন, ২০২২ রাত ৮:৪৯

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

৫| ০৩ রা জুন, ২০২২ দুপুর ১২:২১

রেজাউল৯৬ বলেছেন: সুন্দর।

০৩ রা জুন, ২০২২ রাত ৮:৫০

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৬| ০৩ রা জুন, ২০২২ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: রজনীকান্ত আমার পছন্দের নায়ক। তার স্টাইল আমার ভালো লাগে। আমি তার সব ছবি দেখে ফেলেছি। এবং কিছু কিছু ছবি ২/৩ বার করে দেখেছি। গতকাল দেখলাম তার দরবার মুভিটা।

০৩ রা জুন, ২০২২ রাত ৮:৫০

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.