নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

পা ভঙ্গা নিয়ে সরকারি হাসপাতালে প্রবেশ।

০৬ ই জুন, ২০২২ দুপুর ২:৫৫



আমি গতগাল ট্রলার থেকে নামতে গিয়ে পা মচকে যায়। পা এমন ভাবে মচকাইছিলো আমি মনে করেছিলাম হাটুন জয়েন্ট মনে হয় ভেঙ্গে গেছে। আমার দাড়াতে প্রায় ২ মিনিট লাগছিলো।

তারপর হাসপাতালের জরুলি বিভাগে যাই। ওরা একটা এক্স রে করতে বলে। সরকারি হাসপাতালে এক্স রে থাকলে ভালো হতো। আমি ক্লিনিক থেকে এক্স রে করলাম। তারপর জরুরি বিভাগের লোকটি আমাকে ইনজেকশান দিয়ে দেয়। তারপর দেখলাম একটু দাড়াতে পারি।

আজকে আবার সরকারি হাসপাতাল গেলাম। দেখলাম রোগীরা সিরিয়াল ধরে দাড়িয়ে আছে। আমিও দাড়িয়ে থাকলাম। বসার জায়গা ছিলো না। আর আমি বসে থাকলে সিরিয়াল পাবো না। তাই বাধ্য হয়ে পা ব্যাথা নিয়ে ১৫ মিনিট দাড়িয়ে ছিলাম।

এটা যদি প্রাইভেট হাসপাতাল হলে কি হতো! আমার নাম সিরিয়াল বই তে লেখতেন। তারপর আমাকে বসতে বলতেন। তারপর আমার সিরিয়াল আসলে আমাকে ডাক দিতেন।

আরেকটা জিনিস দেখলাম। যদি ভর্তি আছে। যেমন গর্ভবতি, শ্বাস কষ্টের রোগী, পায়ে প্লাসার করা রোগী সব ২য় তলায়। এখন লিফট না থাকেলে তাদের জন্য ২য় তলায় ওঠা কি সহজ হবে? এখন মর্ডান যুগে মর্ডান ম্যানেজমেন্ট থাকা জরুরি।

আমি কিন্তু বদনাম গাই নাই। আমি বলেছি আমাদের কি কি সমস্যা। সমস্যা সমাধানের দায়িত্ব সরকারের।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২২ বিকাল ৪:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: এখন পায়ের কি অবস্থা? শুধু যদি মচকে যায় তাহলে দ্রুতই ঠিক হয়ে যাবে।
দেশের চিত্র এমনই।

আপনি আর তরকারি সাহেব কি ইচ্ছে করে বাবান ভুল লেখেন?

০৬ ই জুন, ২০২২ রাত ৮:৩৮

ইমরোজ৭৫ বলেছেন: আল্লাহ ভরসা।

২| ০৬ ই জুন, ২০২২ রাত ৮:৪৫

রাজীব নুর বলেছেন: সরকারি হাসপালের অবস্থার কোনো পরিবর্তন নাই।
আজ থেকে দশ বা বিশ বছর আগেও এরকম ছিলো। আজও একই রকম।

০৭ ই জুন, ২০২২ দুপুর ২:১৫

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন৷

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.