নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

স্মৃতিময় নানী বাড়ি।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৩

অনেকদিন পর আজ সকালে হাটতে হাটতে নানী বাড়িতে গেলাম। নানী বাড়িতেই এসএসসি থেকে শুরু করে অনার্স পযর্ন্ত পড়েছি। আজ অনেকদিন পর সেই আলমারিটা খুললাম, যেটা আমি ব্যাবহার করতাম। সেরকমই আছে যেমনটি আমি শেষ বার রেখে গেছিলাম। আমার অনেক কাগজ, অনেক জামা কাপড় (এগুলা এখন গায়ে লাগে না।), অনেক স্মৃতি এখানে জমে আছে। একটি ড্রয়ার খুললাম। দেখলাম একটি ওয়ারিদ সিম কার্ড এর বাকি অংশ।



তখন মনে হয় তত্বাবধায়ক সরকার ছিলো যখন ওয়ারিদ সিম বাজারে নামে। পরে ২০১০ সালে ওয়ারিদ হয়ে যায় এয়ালটেল। ওয়ারিদ সিম সে সময় ২০ টা নম্বরে FNF নাম্বার চালু করে।

আমি আরো দেখলাম একটি সিম কার্ডের প্যাকেট। এটা সিম কার্ড বললে ভুল হবে। সিটিসেল রিম এর প্যাকেট। সিটিসেল ওরা সিম বলতো না্। ওরা সিম কে রিম বলতো। এই রিম আবার জিএসএম মোবাইলে সার্পোট করতো না। অনেকদিন হয় সিটিসেল বন্ধ হয়ে গেছে। আমি যখন অনার্স ২য় বর্ষে পড়ি (২০১৬ সাল) তখন CDMA মোবইলটি নষ্ট হয়ে যায়। পরে আবার নতুন জিএসএম মোবাইল ক্রয় করে বাংলালিং সিম ব্যাবহার করা শুরু করি।

আজ খুব মন খারাপ হয়ে গেলো। পুরাতন স্মৃতি মনে ওঠলো।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৩৪

অরণি বলেছেন: কোম্পানীটি থাকলে ভালো হতো।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৫৯

ইমরোজ৭৫ বলেছেন: Yes

২| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৪৩

রানার ব্লগ বলেছেন: আমার নানু আজ বৃধ্যা !! ৯৮ বছরের একজন স্মৃতি শক্তি হারানো মানুষ !! নানু সুস্থ থাকতে কতো ভালোবাসা আজ আর তা পাই না । চিনতেই পারে না !!!

০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০০

ইমরোজ৭৫ বলেছেন: হায়রে কষ্ট।

৩| ০৮ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:০২

শায়মা বলেছেন: এই টুকু স্মৃতি!!!!!!!!!

আমি ভেবেছিলাম আরও আছে।

০৮ ই জুন, ২০২২ রাত ৯:১৬

ইমরোজ৭৫ বলেছেন: আরো আছে। আস্তে আস্তে সব লিখবো।

৪| ০৮ ই জুন, ২০২২ রাত ৮:৫৫

ফারহানা শারমিন বলেছেন: আহারে!! আমার কোন নানা বাড়ি, নানি বাড়ি নেই এখন।

০৮ ই জুন, ২০২২ রাত ৯:১৭

ইমরোজ৭৫ বলেছেন: ওহ!

৫| ০৮ ই জুন, ২০২২ রাত ১০:৩২

রাজীব নুর বলেছেন: আমার একটা সিটিসেল মোবাইল ছিলো। জীবনের প্রথম মোবাইল ফোন।

০৯ ই জুন, ২০২২ ভোর ৬:৩৫

ইমরোজ৭৫ বলেছেন: তাই?

৬| ০৯ ই জুন, ২০২২ ভোর ৫:৫৬

বেবিফেস বলেছেন: স্মৃতি আনন্দের, স্মৃতি বেদনার।

০৯ ই জুন, ২০২২ ভোর ৬:৩৫

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.