নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

আমাদের পদ্মা সেতু

২৫ শে জুন, ২০২২ সকাল ৯:১৭



বাঙা‌লির এক‌টি বড় স্বপ্ন পূর্ণতা পা‌চ্ছে আজ~









আমাদের ভবেরচর বাস স্ট্যান্ড (গজারিয়া, মুন্সীগজ্ঞ) থেকে জামালদী বাস স্ট্যান্ড পযর্ন্ত প্রায় পৌনে সাত কি‌মি। জামালদী বাস স্ট্যান্ড এর সাথেই মেঘনা ব্রীজ। এই ভবেরচর এবং জামালদীর মধ্যে প্রায় ছয়টি বাস স্ট্যান্ড আছে। আর পদ্মা সেতুর দৈর্ঘ্য প্রায় ৬.২৫ কিলো মিটার। যা আমাদের ভবেরচর বাস স্ট্যান্ড থেকে জামালদী বাস স্ট্যান্ড এর সমান।

আজ ২৫ জুন স্ব‌প্নের পদ্মা সেতুর উ‌দ্বোধ‌নের দিনকে স্মরণীয় কর‌ে রাখ‌তে অনেকে বিয়ে করছেন। কিছু দিন আগে দু‌টি পরিবা‌রে তিন‌টি ক‌রে জন্মগ্রহণ করে। তাদের নাম রাখা হয় স্বপ্ন, পদ্মা, সেতু। প্রধানমন্ত্রী তাদের গিফট পাঠান।

বাংলাদেশের প্রযুক্তি জ্ঞান ও যান্ত্রিক সামর্থ্য দি‌য়ে খর‌স্রোতা ও গভীর পদ্মা নদীতে এমন এক‌টি ব্রীজ দাঁড় করানো মুখের কথা না। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সাহসী লোক। তাই তিনি পদ্মা সেতু বানি‌য়ে দে‌খি‌য়ে দিতে পেরেছেন।

আপনার আমার ট্যা‌ক্সের টাকায় এই পদ্মা সেতু তৈ‌রি হ‌য়েছে। সুতরাং এর কোন ক্ষতি মানেই আমাদের ক্ষতি। তাই দোয়া করবেন যাতে পদ্মা সেতুর কোনও ক্ষতি না হয়।

দ‌ক্ষিণাঞ্চলের ১৯ জেলা তথা বাংলা‌দে‌শের মানুষের আজ আনন্দের দিন। আগামীকাল থেকে হয়তো পদ্মা সেতু দিয়েই সবাই যাতায়াত করবে। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আর দোয়া করবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য।




ছবি: সংগ্রহিত।
তথ্যসূত্র: উইকিপিডিয়া।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০২২ সকাল ৯:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: পদ্মা সেতু আরও আগে করা যেত। তারপরও মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন।

২৫ শে জুন, ২০২২ সকাল ৯:৪৯

ইমরোজ৭৫ বলেছেন: জ্বি।

২| ২৫ শে জুন, ২০২২ সকাল ১০:০১

সোনাগাজী বলেছেন:



আপনি তো সেতুর কাছেই আছেন, নজর রাখিয়েন, কেহ যেন ঠেলে টুলে ফেলে না'দেয়।

২৫ শে জুন, ২০২২ সকাল ১০:৩৭

ইমরোজ৭৫ বলেছেন: আল্লাহ ভরসা।

৩| ২৫ শে জুন, ২০২২ দুপুর ১২:২৩

হাসান জাকির ৭১৭১ বলেছেন: দক্ষিণবঙ্গের মানুষের কাছে পদ্মা সেতু এতদিন ছিল স্বপ্ন- এখন দৃশ্যমান বাস্তব।
তাইতো পদ্মা সেতু তাদের কাছে আবেগের নাম, ভালবাসার নাম।
পদ্মা সেতু এদেশের প্রতিটি বাাংলীর কাছেই গর্ব-অহংকার, মাথা উচু করে দাড়াবার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:৪৪

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক।

৪| ২৫ শে জুন, ২০২২ দুপুর ২:২৭

মোহাম্মদ গোফরান বলেছেন: গ্রেট শেখ হাসিনা কে অভিনন্দন।

২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:৪৪

ইমরোজ৭৫ বলেছেন: এর জন্য শেখ হাসিনা কে সম্মান করি।

৫| ২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:২২

রাজীব নুর বলেছেন: আজ সুরভিকে বলেছি ভালো মন্দ রান্না করো। আজ একটা বিশেষ দিন।

২৫ শে জুন, ২০২২ বিকাল ৩:৪৫

ইমরোজ৭৫ বলেছেন: আপনার শ্বশুর বাড়ি কি পদ্মার ওপার?

৬| ২৫ শে জুন, ২০২২ রাত ১০:২৯

জগতারন বলেছেন:

রাজীব নুর বলেছেন: আজ সুরভিকে বলেছি ভালো মন্দ রান্না করো। আজ একটা বিশেষ দিন।

ভাল রান্ন করা যায় শুনেছি তার সাথে আবার মন্দ রান্না কেমন কি!
বুঝিনা বাপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.