নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

কারেন্ট বিল এর হিসা্ মিলে না।

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৮:১০

একদিন কারেন্ট বিল দিতে গেছিলাম। সে বার বিল আসছিলো মনে করন ৪৯৯ টাকা। আমি দিলাম ৫০০ টাকা। আমাকে ১ টাকা ফেরত দয় নি। কারন ভাংতি নাই।

ভাংতি নাই বা থাকতে পারে। আমার মত যদি একদিনে ১০০০ জন এভাবে ১ টাকা ফেরত না পায়; তাহলে দিনে ১০০০ টাকা। মাসে ৩০,০০০ টাকা।

তাহলে বুঝেন বছরে কত টাকা।

এত টাকা কি বিদ্যুৎ অফিসে জমা হয় নাকি ক্যাশিয়ার মাছ ক্রয় করে খেয়ে নেয়?? আর কারেন্ট বিলও আসে অদ্ভুত সিস্টেমে।

৪৯৯, ৫৬৮, ২১১ ইত্যাদি অংকের বিল আসে। যাতে ভাংতি না দেয়া লাগে।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৮:১৭

দ্বীপ ১৭৯২ বলেছেন: যথার্থ

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৯:৩৩

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ

২| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৮:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন:
বিল অনলাইনে দেন, অথবা মোবাইল থেকে দেন। তাহলেই এই ১ টাকার হিসাব মিলে যাবে।

বি.দ্র. : শিরনামে টাইপো আছে।

০৪ ঠা জুলাই, ২০২২ রাত ৯:৩৪

ইমরোজ৭৫ বলেছেন: বাংলাদেশের প্রযুক্তি অবকাঠামো অনুযায়ী আমি বিকাশে বিল দেওয়াটা নিরাপদ মনে করি না।

৩| ০৪ ঠা জুলাই, ২০২২ রাত ১০:২১

রাজীব নুর বলেছেন: ওরা সারাদিন কাজ করে। একটা দুই টাকা করে নিক। তাতে আপনাদের (গ্রাহকদের) তো তেমন ক্ষতি হচ্ছে না। মাস শেষে যদি ওরা ৩০ হাজার টাকা পায়। তাহলে সবাই ভাগ করে নিয়ে একজন আর কত করে পাবে? যারা বিল নেয়, ওদের তো উপরি ইনকাম নেই।

৪| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১২:০০

এম ডি মুসা বলেছেন: ভাংতি নাই অজুহাত

৫| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১:৫৫

সাইবার সোহেল বলেছেন: কয়েক বছর আগে, কম করে হলেও ৫/৬ বছর তো হবেই, আমিও বিল দিতে গিয়ে এমন সমস্যাতে পরে ছিলাম, তখন ঐ ব্যক্তিও আমকে একই কথা বলেছিল.. কিন্তু হয়তো সেদিন লোকটির রাশি খারাপ ছিল তাই আমার ঠিক পেছনে একজন মহিলা ছিলেন তিনি আবার সাথে করে প্রচুর ভাংতি নিয়ে এসেছিলেন, আর সেই টাকা/ পয়সা বার বার ওনার হাত থেকে পড়ে যাচ্ছিল. তাই যখন আমাকে ঐ ব্যক্তি ভাংতি নাই বলল, আমি সাথে সাথে তাকে জানিয়ে দিলাম যে, আমার কোন তাড়া নেই আমার পিছনে আন্টির কাছে যথেষ্ট আছে, ওনার বিল দেয়া হলে তখন ভাংতি দিয়েন। বলা মাত্রই তিনি সাথে সাথে তার সামনে থেকে আমাকে এক টাকার ২টি পয়সা দিয়ে দিলেন। তা দেখে আরেকজন বলল ওনার কাছে বলে ভাংতি নাই!!! তাহলে এখন আসলো কোথা থেকে??? আমি হেসে তাকে বললাম এইমাত্র তিনি তৈরী করে দিলেন আমাকে, এখনও গরম অনুভূত হচ্ছে..। আর এসব শুনে বাকি লোকজন ঐ লোককে চোর, মিথ্যুক, লোভী নানান রকমের উপাধি দিতে লাগলো আর আমি মহানন্দে প্রস্থান করলাম ওখান থেকে.. ;) :-B এখন লাইন বা ব্যাংক বাদ দিয়েছি ২/৩ বছর কারণ, বদলে গেছে দিন কাল, এখন সবই ডিজিটাল..। B-)

৬| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৮:২১

বিটপি বলেছেন: আপনার কাছ থেকে যেমন ১ টাকা বেশি নিয়েছে, যাদের বিল ৫০১ টাকা আসে, তাদের কাছ থেকে আবার ১ টাকা কম নেয় - এভাবে হিসাব মিলে যায়।

৭| ০৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:১১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নগদ. বিকাশ বা অনলাইনে দেন ঝামেলা চুকে যাবে।

৮| ০৫ ই জুলাই, ২০২২ দুপুর ১:৩৭

কোনেরোসা বলেছেন: হায় ! হায় !! আপনার ১ টাকা নিয়ে বিদ্যুৎ অফিস বড়লোক হয়ে যাচ্ছে।

৯| ০৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:০৯

রেজাউল৯০ বলেছেন: সুন্দর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.