নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সিরাজগঞ্জ বেড়াতে গেছিলাম। যে বাড়িতে ওঠেছি, সেই বাড়ির সামনে এক পাগল থাকতো। সে যখন সুস্থ ছিলো তখন সে খুব মেধাবী ছিল। স্কুলে তার রোল নম্বর এক থাকতো। ছেলের বাপ মধ্যবিত্ত। পাগলটি এক ভাই। আরো কোন ভাই বোন নাই।
ছেলেটি প্রেম করে বিয়ে করে। পরে ময়েটি অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যায়। পরে ছেলেটি পাগল হয়ে যায়।
তালাকের সময় একজন মানুষ মানষিক ভাবে খুব ধাক্কা খায়। এই শোক কেউ নিতে পারে। কেউ নিতে পারে না। যেমন ছেলেটি শেষ পযর্ন্ত পাগল হয়ে গেছে।
১৯-০৬-২০২২ ইং তারিখ আমার তালাক হবার পর আমি পাগল হয় নি ঠিক। মানষিক ভাবে ধাক্কা খেয়েছিলাম। বিয়ের আগে যে রোমাঞ্চকর অনুভূতি কাজ করতো সেটা এখন কাজ করছে না। কোন কাজে মনযোগ নাই। বাপ মা এর লগে থাকতে মনে চায় না। বাপ মা ছোট কাজে বেশী ভুল ধরেন। কোন ভুলে ছাড় দিচ্ছেন না।
মাজে মাজে মনে চায় পাগল হয়ে রাস্তায় ঘুরি।
ছবিঃ ইন্টারনেট থেকে সংগ্রহ করা।
০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২০
ইমরোজ৭৫ বলেছেন: আমি ছাড় দেবার মানষিকতায় ছিলাম।
২| ০৫ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫৬
আলমগীর সরকার লিটন বলেছেন: পাগলে কি না বলে ছাগলে কি না খায়
ওকারণে তালাক হলে তাই হবে------
০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২১
ইমরোজ৭৫ বলেছেন: যেমন আমার বউ ছাগল। পাগল ও।
৩| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন: অন্য কিছুতে মনযোগী হোন
০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২১
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।
৪| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:২৭
মনিরা সুলতানা বলেছেন: দুনিয়ায় ধাক্কা নাই কিসে ?
ব্লগে একটা পোষ্ট দেন, দেখবেন কত কি মন্তব্য করে, মাথা আউলা হইয়া যাইব।
সুতরাং প্যারা নিতে বইলা লাভ নাই ভাই, লেখালিখি তে সময় দ্যান, আলাদা জগত তৈরি হবে।
০৫ ই জুলাই, ২০২২ রাত ৯:৪০
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন
৫| ০৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪৩
কোনেরোসা বলেছেন: কয় বছরের সংসার ছিল? বিয়ের আগে ভাব ছিল?
০৫ ই জুলাই, ২০২২ রাত ৯:৪১
ইমরোজ৭৫ বলেছেন: ৬ মাস।
৬| ০৫ ই জুলাই, ২০২২ রাত ৮:৫৬
কামাল৮০ বলেছেন: প্রাক্তন বৌকে ছাগল বলা ঠিক হয় নাই।আপনাকে ছেড়ে চলে গিয়ে ভালই করেছে।
০৫ ই জুলাই, ২০২২ রাত ৯:৪১
ইমরোজ৭৫ বলেছেন: যান। ভাগেন।
৭| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১০:৫৫
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: প্রেম করে বিয়ে তারপরও অন্য কারও সঙ্গে ভেগে যাওয়া? কী একটা অবস্থা? মানুষ এমন কেন করে?
৮| ০৫ ই জুলাই, ২০২২ রাত ১১:৪২
রাজীব নুর বলেছেন: ধাক্কা খেয়ে খেয়েই মানুষ শিখে।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সংসার জীবনে মেনে নেয়ার মানষিকতা না থাকলে তালাক হবেই সেই সংগে পাগলও হবে।