নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের বাসা গজারিয়া উপজেলা, মুন্সীগঞ্জ জেলা। আমারা এতটাই হতভাগা নাগরিক যে, গজারিয়া উপজেলা থেকে সদর উপজেলা যেতে কোন সড়ক পথ নাই। ঢাকা (যাত্রাবাড়ি) বা নারায়ণগজ্ঞ (সোনারগাঁও) দিয়ে ঘুরে যেতে হয়।
যাই হউক। আমি, আমার ভাই এবং খালাত্বো ভাই মিলে যাত্রাবাড়ি যাই। “ইলিশ পরিবহন” নামক বাসের টিকেট ক্রয় করি। এবং পদ্মা সেতু পার হই।
পদ্মা সেতুর টোল প্লাজা তে দেখলাম বাস তিন টি। প্রাইবেট কার ৮০টা উপরে। টোল পরিশোধ করে বাস এগিয়ে যাচ্ছে। দেখলাম অনেকে গাড়ি থামিয়ে অনেকে ছবি তুলছে।
তারপর আবার পদ্মা পার হয়ে মুন্সীগঞ্জ এর অংশে আসলাম। ইলিশ মাছ দিয়ে ভাত খেলাম। পরে মাওয়া থেকে মুন্সীগঞ্জ সদরে গেলাম। পরে কিশোরগজ্ঞ নামক একটা ঘাট আছে। সেই ঘাটে ট্রলার দিয়ে আমাদের গজারিয়া উপজেলা (মুন্সীগঞ্জ) এ আসলাম।
যখন ব্রীজ থেকে ফেরত আসতে ছিলাম তখন দেখি সেনাবাহিনীরা ডিউটি করার জন্য পজিশন নিচ্ছেন। আর ছবি তুলনে ওয়ালারা নাই।
১২ ই জুলাই, ২০২২ ভোর ৬:১৮
ইমরোজ৭৫ বলেছেন: আমি ও আমার ভাইয়েরা মিলে ঘুরতে গেছিলাম। রিয়ার সাথে আমার তালাক হয়ে গেছে। সে বিয়া করছে কি না তা জানি না। আমার পরিকল্পনা হচ্ছে ব্যাবাসা বাণিজ্য করে; বড়লোক হয়ে; ব্যায়াম করে সালমান খান হয়ে বিয়ে করমু।
২| ১১ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৫
কামাল৮০ বলেছেন: ফকরুল সাহেব বলেছেন,পদ্মাসেতু পার পার হয়ে কি আমরা বেহেশতে যাবো।আপনি কোন উদ্দেশ্যে পার হতে গেছেন।
১২ ই জুলাই, ২০২২ ভোর ৬:১৮
ইমরোজ৭৫ বলেছেন: আমি ছবি তুলতে গেছিলাম।
৩| ১১ ই জুলাই, ২০২২ রাত ১০:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন: অভিনন্দন আপনাকে, আপনি মুন্সীগঞ্জ বানান শিখে ফেলেছেন।
এবার বাকি বানান শিখে নেন।
-
নারায়ণগজ্ঞ = নারায়ণগঞ্জ
খালাত্বো = খালাতো
প্রাইবেট = প্রাইভেট
কিশোরগজ্ঞ = কিশোরগঞ্জ
১২ ই জুলাই, ২০২২ ভোর ৬:১৯
ইমরোজ৭৫ বলেছেন: ঞ্জ???
৪| ১২ ই জুলাই, ২০২২ রাত ২:৪৩
রাজীব নুর বলেছেন: আমি এখনও যাই নাই।
১২ ই জুলাই, ২০২২ ভোর ৬:২০
ইমরোজ৭৫ বলেছেন: শীতকালে ঘুরতে আসবেন। এখন গরম।
৫| ১২ ই জুলাই, ২০২২ রাত ৯:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার শপ্ন পূরণ হোক!
আমিন
©somewhere in net ltd.
১| ১১ ই জুলাই, ২০২২ রাত ৮:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একা একাই গেলেন?
রিয়া এখন কোথায়?
সে কি আবার বিয়া করেছে?
আর আপনি কি পরিকল্পনা করছেন?