নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

রিয়ার নিয়ে কমলাপুরে স্মৃতিচারণ

১৪ ই জুলাই, ২০২২ রাত ১১:০৪




আমার সাবেক স্ত্রী এর নাম রিয়া। তখন বেকার ছিলাম। তাই আব্বুর সরকারি কোয়ার্টারে থাকতাম। তখন আমার আব্বু গাইবান্ধা তে পোস্টিং ছিলো। রিয়ার সাথে আমার যখন সর্বশেষ রেল ভ্রমন ছিলো তখন গাইবান্ধা থেকে ঢাকায় আসি।

ট্রেন থেকে নামি সম্ভবত সকাল ৮ টা।


তারপর আমার বউ রিয়া ও আমি ভিআইপি বিশ্রামাগারে যাই, এবং রিফ্রেশ হই।

তারপর কমলাপুর থেকে সোজা শ্বশুর বাড়ি (দাউদকান্দি, কুমিল্লা) যাই।

গাইবান্ধা যাবার জন্য টিকিট সংগ্রহ করি। রিয়ার সাথে আলোচনা করে দুইটা টিকেট ক্রয় করি৷ সে সময় মনে হয় সার্ভার ম্যানেজমেন্ট এর দায়িত্ব সহজ ডট কম নিচ্ছিলো।

যাই হউক ২০ মার্চ ২০২২ আমি স্টেশনে যাই। রিয়া সাথে নাই। তার "মা" তাকে আসতে দেয় নি। আমি গাইবান্ধা চলে যাবার পর রিয়া মোবাইল বন্ধ করে দেয়।


ট্রেন ছাড়ার আগে আমি এখানে বসে ছিলাম। রিয়া সাথে না আসায় মন খারাপ ছিলো।


০২ এপ্রিল তার জন্ম দিন ছিলো। তার মোবাইল বন্ধ থাকার জন্য তাকে "শুভ জন্মদিন" বলতে পারি নাই। তাকে নববর্ষের শুভেচ্ছা ও ঈদ মোবারক বলতে পারি নাই৷


তারপর ৩০-০৫-২০২২ তারিখ আমার শ্বশুর আসে এবং তালাকের প্রস্তাব দেয়। ১৯-০৬-২০২২ তারিখ আমাদের বিবাহ বিচ্ছেদ হয়। সো আমাকে কেন তালাক দিয়েছে, তা জানি না। জানার কোন সুযোগ নাই৷

আমি যে যৌন অক্ষম, সেটা না। রিয়া যে চরিত্রহীন সেটাও না। তারপরও তালাকের মত দুর্ঘটনায় আমার হৃদয় ভেঙে গেলঁ।

আল্লাহ রিয়া কে সৃষ্টিকর্তা সুখে রাখুক।

মন্তব্য ২৯ টি রেটিং +০/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১১:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনভিপ্রেত ঘটনার জন্য
দুঃখ প্রকাশ করছি।
আল্লাহ আপনাকে সব
কষ্ট ভোলার তৌফিক
দান করুন। আমিন

১৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:০১

ইমরোজ৭৫ বলেছেন: জ্বি ভাই।

২| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১১:২৯

রাজীব নুর বলেছেন: রিয়ার সাথে ঝামেলা মিটিয়ে ফেলুন।
খুব অসম্ভব কিছু না।
আপনিও কষ্ট পাচ্ছেন, রিয়াও কষ্ট পাচ্ছে।

১৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:০১

ইমরোজ৭৫ বলেছেন: আমাদের মধ্যে তালাক হয়ে গেছে।

৩| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১১:৩১

রেজাউল৯০ বলেছেন: সুন্দর।

রিয়াকে অভিনন্দন।

৪| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১১:৩২

মরুভূমির জলদস্যু বলেছেন:
ছাইড়া দেয়া বউ নিয়া এখনো কিচ্ছা-কাহিনী লিখতাছেন!!
এইসব ঝাইরা ফেলেন, নইলে কপালে আরো মেলা দুঃখ আছে।

১৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:০২

ইমরোজ৭৫ বলেছেন: রিয়া সম্পর্কে দুই টি আর্টিকেল লিখে রিয়া কে নিয়ে আর লিখবো না।

৫| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১১:৩৭

শ্রাবণধারা বলেছেন: মনে হচ্ছে মানসিক ভাবে আপনি খুবই ভেঙ্গে পড়েছেন। আপনার উচিত মনোবল বৃদ্ধি করা এবং খুব প্রবল ভাবে চাকরির জন্য চেষ্টা করা। সম্ভবত আপনি নিজের পায়ে না দাড়িয়েই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে বেশ কিছু দুঃখজনক ঘটনা আপনার জীবনে ঘটে গেছে। আপনি মানসিক শক্তি অর্জন করুন এবং নিজে সয়ংসম্পূর্ণ হয়ে উঠুন, আশা করি আপনি এই সময়টা কাটিয়ে উঠবেন।

আর, আমার মনে হয় আপনার প্রাক্তন স্ত্রীকে আপনার কোন ভাবেই বিরক্ত করা উচিত হবে না। তাকে তার মত করে বাচঁতে দিন। আপনিও বেচেঁ উঠুন এবং পুরুষ মানুষের মত বেচেঁ থাকুন। কিভাবে পুরুষ মানুষ হয়ে উঠতে পারেন, তা নিয়ে ভাবুন, মানুষের পরামর্শ নিন এবং কাজ করুন, কাজ করুন এবং কাজ করুন।

১৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:০৩

ইমরোজ৭৫ বলেছেন: আপনার উপদেশ মেনে চলবো।

৬| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১১:৪০

ভুয়া মফিজ বলেছেন: আপনি শেষের লাইনে আল্লাহকে অনুরোধ করে বলছেন, রিয়া কে সৃষ্টিকর্তা যেন সুখে রাখে। বিষয়টা আমার কাছে গোলমেলে ঠেকছে। আপনি সম্ভবতঃ বিশাল মানসিক অশান্তিতে আছেন। সেজন্যে আমিও আল্লাহকে অনুরোধ করছি, সৃষ্টিকর্তা যেন আপনার মানসিক অশান্তি দূর করে দেন!!!!!

১৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:০৩

ইমরোজ৭৫ বলেছেন: এখন শান্তিতে আছি।

৭| ১৫ ই জুলাই, ২০২২ রাত ১২:০৫

শূন্য সারমর্ম বলেছেন:


এখনও জানেননি কেন তালাক দিয়েছে?

১৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:০৪

ইমরোজ৭৫ বলেছেন: না ভাই। সে খুব চাপা স্বভাবের মানুষ। তাই তার কছ থেকে কোন উত্তর পাই নি।

৮| ১৫ ই জুলাই, ২০২২ রাত ১:২৫

রিফাত হোসেন বলেছেন: মনোমালিন্য হলে পারিবারিকভাবে অর্থাৎ মুরুব্বিদের মাধ্যমে ফয়সালা করতে পারতেন। আপনি নিদেনপক্ষে তার পিতামাতার কাছে কারণ জিজ্ঞাসা করেছিলান বা আপনার বাবা-মা করেছিল? logic বলছে, করার কথা ও উত্তরও পাবার কথা।
কৌতূহল বলতে পারেন।

মনকে শক্ত করার চেষ্টা করতে পারেন। কারণ সময় কারো জন্য থেমে থাকে না। আমার বাবা-মাও অনেক বৃদ্ধ, হয়ত কোন একদিন... এটা আমি প্রায় ভেবে থাকি। খারাপ লাগলে মনকে শক্ত করি। কাছের মানুষ ছেড়ে গেলে কষ্ট লাগা স্বাভাবিক। এটাকে গ্রহণ করার চেষ্টা করুন। আর উনিতো বেচে আছেন।

১৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:০৫

ইমরোজ৭৫ বলেছেন: হুমমম।

৯| ১৫ ই জুলাই, ২০২২ রাত ১:৩০

হাসান কালবৈশাখী বলেছেন:
অনেকের কাছে বউ মরে যাওয়া বা ভেগে যাওয়া একটা বিশাল ভাগ্যের ব্যাপার।

১৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:০৬

ইমরোজ৭৫ বলেছেন: তাই নাকি।

১০| ১৫ ই জুলাই, ২০২২ রাত ২:৩০

কামাল৮০ বলেছেন: সৃষ্টিকর্তার ভরসায় না থেকে ভালো কোন মানসিক চিকিৎসকের সাথে আলাপ করুন।

১৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:০৬

ইমরোজ৭৫ বলেছেন: এখন লাগবে না।

১১| ১৫ ই জুলাই, ২০২২ সকাল ৮:৪০

খায়রুল আহসান বলেছেন: পোস্টটা পড়ে আমার মনে হলো, আপনার জন্য মনস্তত্বিক পরামর্শ জরুরি প্রয়োজন!
আপনার জন্য শুভকামনা!!

১৫ ই জুলাই, ২০২২ সকাল ৯:০৬

ইমরোজ৭৫ বলেছেন: এখন লাগবে না।

১২| ১৫ ই জুলাই, ২০২২ দুপুর ১:১৫

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমাদের মধ্যে তালাক হয়ে গেছে।

সেটা আমি জানি।
আবার নতুন করে শুরু করার কথা বলেছি।

১৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪০

ইমরোজ৭৫ বলেছেন: আগে ব্যাবসাটা দাড়া করাই। এরপর বিয়ের চিন্তা।

১৩| ১৫ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: ইমরোজ ভাই আমার কাছে মনে হচ্ছে আপনাদের সম্পর্ক শেষ হয়ে যাওয়াটাই ভালো হয়েছে । কারণ রিয়ার সাথে আপনার সম্পর্ক টেনে নিয়ে গেলে আপনি কিংবা রিয়া কোনদিন সুখী হতে পারতেন না।

যদিও ব্যাপারটা দুঃখজনক তথাপি বিয়ের আগে আপনার নিজের পক্ষ থেকে ভালো করে মেয়ে সম্পর্কে অনুসন্ধান করা দরকার ছিল । এতে করে রিয়া যে অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে আছে সেটা আপনি জানতে পারতেন তাহলে আজকে হয়তো এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। যা হোক আল্লাহ আপনাকে ভাল রাখুন।

১৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪১

ইমরোজ৭৫ বলেছেন: এটা আমার আব্বু আম্মুর আবেগ কাজ করেছিলো।

১৪| ১৫ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ধারণা রিয়ার মা/বাবা চাইতেন না
রিয়া আপনার ঘর করুক। তাদের
উচ্চাভিলাশের কাছে মার খেয়েছে
আপনাদের ভালোবাসা।
যেখানে রিয়ার কিছু করার
ছিলোনা!

১৫ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৪২

ইমরোজ৭৫ বলেছেন: আমারও তাই মনে হয়েছিলো

১৫| ১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:১৪

খাঁজা বাবা বলেছেন: আপনাকে নিয়ে তিনি লিখছেন বা গল্প করছেন?
সিফট ডিলিট মারেন, নইলে কপালে খারাপি আছে।

১৬ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৫

ইমরোজ৭৫ বলেছেন: বুঝি নাই। আবার বলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.