নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

অনন্ত জলিলের “দিন দ্যা ডে”। আর মীমের “পরান”

১৬ ই জুলাই, ২০২২ দুপুর ১২:২০



অনন্ত আমার প্রিয় নায়ক। আমি সেই ২০১৩ সাল থেকে আমি তাহার ভক্ত। এই দিন দ্যা ডে ফিল্ম আমি দেখবই দেখবো। কিন্তু সময়ের অভাবে সিনেমা হলে যাওয়া হচ্ছে না। অনন্ত জলিল যদি ডিভিডি বাহির করিতেন তাহলে ১০০০ টাকা দিয়ে হলেও সেই ডিভিডি ক্রয় করতাম।



আমি মীম এর ও ভক্ত। মীম কে কেউ স্পর্ষ করলে আমার হিংসে হতো। আমি মীমের আগে বিয়ে করেছিলাম। বিয়ে করার পর এই “হিংসা” ভাব টা চলে গেছে। এই ২০২২ সালে তার সিনেমা পরান মুক্তি পায়। এই সিনেমা তে সম্ভবত পরীমনির স্বামী অভিনয় করুক।

ভারতে অমিতাভ বাচ্চনের সাথে কোন নায়কের ব্যাক্তিত্ব যাবে না, ঠিক তেমনি বাংলাদেশে কোন নায়কের সামনে অনন্ত জলিতের ব্যাক্তিত্বের সামনে কিছুই না।

ইদানিং দেখা যাচ্ছে সিনেমা ফিল্ড এ পরীমনির জামাই এবং অনন্ত এর সাথে স্নায়ু যুদ্ধ হচ্ছে। অনেকে অনন্ত জলিল কে নিয়ে হাসি, তামাশা, ঠাট্টা মশকরা, ট্রল করছে। যা আমার মনে আঘাত করছে। তাই আমি সবাই কে বলতে চাই অনন্ত জলিল হচ্ছে এই সময়ে নায়কদের নায়ক মহানায়ক অনন্ত জলিল।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২২ দুপুর ১২:৫২

জুল ভার্ন বলেছেন: অনন্ত জলিল বর্ষা জুটির কোনো সিনেমা আমার দেখা হয়নি। তবে টিভি চ্যানেলে অনন্ত জলিল বর্ষার সাক্ষাৎকার অনুষ্ঠান দেখেছি। অনন্ত জলিল সাহেবের ইংরেজি বাংলা উচ্চারণ অত্যন্ত শ্রুতিকটু!

১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩৩

ইমরোজ৭৫ বলেছেন: আহ! কি কষ্ট।

২| ১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:০৮

রাজীব নুর বলেছেন: অনন্ত জ্ঞানহীন। মেধাহীন। তার শুধু আছে টাকা।

১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩৩

ইমরোজ৭৫ বলেছেন: অনন্থ একজন বিশিষ্ট ব্যাবসায়ী।

৩| ১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:১৮

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কি আর বলবো। সবার রুচি এক নয়। যে কোন ভাষায় সংলাপ বলার আগে ব্যাকারন শিখে নেওয়া উচিত। আর কোন মন্তব্য নেই

৪| ১৬ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: এই পোস্টের কারণে আপনার রুচি আর মেধা সম্পর্কে সকলের ধারনা আরো একধাপ পোক্তা হলো।

১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩৪

ইমরোজ৭৫ বলেছেন: আমি তো জাস্ট মজা করলাম। আপনারাও মজা হিসেবে নিবেন।

৫| ১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:০৯

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: বুঝতে পারছি এটা একটা স্যাটায়ার পোষ্ট।

১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩৪

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

৬| ১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩২

ভার্চুয়াল তাসনিম বলেছেন: যার রুচি নেই সে কোটি ডলার খরচ করেও ভালো মুভি বানাতে অক্ষম।

১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৩৫

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

৭| ১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনন্ত জলিলের সিনেমা দেখিনি। ট্রেইলার দেখলাম। একশন দৃশ্যগুলো ভালো লাগলো। মেকিং হয়তো সুন্দর। কিন্তু অনন্ত জলিল অভিনেতা কিংবা নায়ক হিসেবে ফিট না।
দুঃখিত দেশের কোন নায়ককেই নায়ক হিসেবে মনে হয় না।

১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৪৬

ইমরোজ৭৫ বলেছেন: আমার ও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.