নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

করোনার দিনগুলো তে আমার মহাকাশ চিন্তা

২২ শে জুলাই, ২০২২ সকাল ১০:৩১



লক ডাউনের আগের দিন। আমি, আম্মু, ছোট ভাই সিরাজগঞ্জ আসি। আমার ছোট ভাই এই জেলার নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজে পড়ে। আমার ছোট ভাই এর পড়া লেখার সুবিধার্থে আম্মু এই বাসা ভাড়া করে।

আমি মনে করেছিলাম এই মহামরি এক সপ্তাহ থাকবে। পরে এই লকডাউন এক সপ্তাহ থেকে কয়েক মাস পযর্ন্ত বিস্তৃত হয়।

তখন আমি বিয়ে করি নাই। লক ডাউনে আমার রুটিন ছিলো সকালে ঘুম থেকে ওঠা। ছাদে হাটাহাটি করা। মোবাইল টিপা। খেয়ে রেস্ট নেয়া। পরে কিছু কাজ করে.। দুপুরের খাবার খাওয়া। আবার রেস্ট। লেপটপে সিনেমা দেখা। বিকালে ছাদে হাটাহাটি। সন্ধ্যায় আবার লেপটপ। ঘুমানোর আগে ছাদে হাটতাম। রাতে মূলত হাটতাম না।

রাতে আমি ছাদে গিয়ে চিন্তা করতাম। এই বিশ্ব নিয়ে। এই মহাকাশ নিয়ে। আজ যদি করোনা ভাইরাসের জন্য পৃথিবীতে প্রাণ নাশ হয় তাহলে অন্য গ্রহের প্রাণীদের কোন প্রভাব পড়বে না।

এই মহামারি তে কত যে সভ্যতা, কত যে সংস্কৃতি বিলুপ্ত হয়েছে কে জানে।

ছাদের এই ভিউ তে আমি সব আজগুবি চিন্তা করতাম।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪২

ঢাবিয়ান বলেছেন: আপনি কি করেন? পড়াশোনা না চাকুরি?

২২ শে জুলাই, ২০২২ দুপুর ২:০৮

ইমরোজ৭৫ বলেছেন: মাস্টার্স পরীক্ষা দিলাম, প্রায় ১ মাস হয়েছে। এখন ব্যাবসা শুরু করবো৷ চাকরি করে আমার পোষাবে না।

২| ২২ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪৫

সোনাগাজী বলেছেন:



আপনি হাঁটার সময় মাথায় হেলমেট পরে হাঁতবেন, মহাকাশ কোনদিন যদি ভেংগে পড়ে, উহা মাথায় পড়বে।

২২ শে জুলাই, ২০২২ দুপুর ২:০৯

ইমরোজ৭৫ বলেছেন: আচ্ছা। মহাকাশ ভেঙ্গে পড়লে না হয় আমি মরেই যাবো।

৩| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১২:২২

রেজাউল৯০ বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.