নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

রেল স্টেশন গেলেই রিয়ার কথা মনে পড়ে।

২২ শে জুলাই, ২০২২ রাত ৮:২১



যে কোন রেল স্টেশন গেলে আমার সাবেক স্ত্রী রিয়ার কথা স্মরনে আসে। যদিও তার সাথে গাইবান্ধা এবং ঢাকা কমলাপুর রেল স্টেশনে স্মৃতি বেশী। আজ জুম্মা নামায পড়তে পড়তে সাবেক স্ত্রী রিয়ার কথা মনে পড়ে যায়। সুখের মুহুত্তের কথা মনে পড়েছিলো। এবং দুপুরে খেয়ে বিশ্রাম নেবার সময় তার কথা ভাবছিরাম। এবং মনে মনে হাসতেছিলাম। সেও আমার সাথে মজা করতো। আমিও তার সাথে মজা করতাম।



মনসুর আলী স্টেশন থেকে সিরাজগঞ্জ শহরে আসলাম। আসার সময় এই ছবি গুলো তুলেছি। এই জায়গাগুলো আমার বেশ পরিচিত এবং আপন মনে হচ্ছিলো।

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৩০

সাব্বির আহমেদ সাকিল বলেছেন: কতদিন পূর্বে ভাবী চলে গেছেন ।

২৩ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫৭

ইমরোজ৭৫ বলেছেন: ১৯-০৬-২০২২

২| ২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৩

কামাল৮০ বলেছেন: রেল স্টেশনে যাওয়া বন্ধ করুন।

২৩ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫৮

ইমরোজ৭৫ বলেছেন: হায় হায়। কি বলেন।

৩| ২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৩৮

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: আপনার স্ত্রী আপনার সাথে জড়িয়ে আছে। তাকে নিয়ে স্মৃতি জমা করেছে ব্রেন সেল।
সেই স্মৃতি আপনাকে ভোগাবে ।

২৩ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫৮

ইমরোজ৭৫ বলেছেন: এক নিদিষ্ট সময় পযর্ন্ত ভোগাছে। এখন স্বভাবিক হয়ে গেছে।

৪| ২২ শে জুলাই, ২০২২ রাত ৮:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমার ধারণা আপনি এবং রিয়া
পরিস্থিতির শিকার। আপিনার মতো
সেও হয়তো আপনার কথা মনে করে
নীরবে কাঁদে।
যদি আর কোন ভাবেই তাকে পাওয়া
সম্ভবনা না থাকে তা হলে
তাকে ভুলে যাওয়াই উত্তম।
নিজেকে প্রতিষ্ঠিত করে তার
পরিবারকে বুঝিয়ে দিন ধন
দৌলতই সুখী জীবনের
একমাত্র নিয়ামক নয়।
সূখী হতে ভালবাসাও
জরুরী।

২৩ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫৯

ইমরোজ৭৫ বলেছেন: কি বলব! বুঝতাছি না।

৫| ২২ শে জুলাই, ২০২২ রাত ৯:০৬

ইফতেখার ভূইয়া বলেছেন: সময় হলে ঠিক হয়ে যাবে। কারো সময় বেশী লাগে কারো বা কম।

২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০০

ইমরোজ৭৫ বলেছেন: হুম।

৬| ২২ শে জুলাই, ২০২২ রাত ৯:১১

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি লোনলি ফীল করছেন। নতুন সঙ্গী খুঁজে নিতে হবে যত দ্রুত সম্ভব। তবে নউনজন যেন মন মত হয়। সঙ্গ দরকার তাই বিয়ে করলেই হবেনা।

২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০০

ইমরোজ৭৫ বলেছেন: ব্যাবসাটা আগে ভালো করে দাড় করাই। পরে বিয়ের চিন্তা।

৭| ২২ শে জুলাই, ২০২২ রাত ৯:১৪

অপু তানভীর বলেছেন: আপনার আর কোন কোন কাজ করলে রিয়ার কথা মনে পড়ে ?
একটা লিস্ট বানিয়ে ফেলুন দেখি !

২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০১

ইমরোজ৭৫ বলেছেন: নতুন ব্লগে সেটা লেখা হবে।

৮| ২২ শে জুলাই, ২০২২ রাত ১০:১৩

জুল ভার্ন বলেছেন: আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন। তার সাথে সমঝোতা করে আবারও সংসার করুন। শুভ কামনা।

২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০২

ইমরোজ৭৫ বলেছেন: ওর পরিবার (বিশেষ করে ওর সৎ মা) এটা মেনে নিবে না।

৯| ২২ শে জুলাই, ২০২২ রাত ১০:৩৭

শায়মা বলেছেন: রিয়া কোথায় গেলো?

যদি বেঁচে থাকে আমাদেরকে ফোন নাম্বার দাও ভাইয়া।

বুঝিয়ে নিয়ে আসি। :)

২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০৩

ইমরোজ৭৫ বলেছেন: সে তার আগের মোবাইল নম্বর বন্ধ করে রেখেছে। নতুন মোবাইল নম্বর আমার কাছে নাই।

১০| ২২ শে জুলাই, ২০২২ রাত ১১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রিয়া নামের মেয়েটিকে কেনো করলাম বিয়া!
১৬/০৬/২০২২ তারিখে রিয়া ইমরোজকে তালাক দিয়েছেন!

২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০৪

ইমরোজ৭৫ বলেছেন: সুন্দর।

১১| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১২:১৫

রেজাউল৯০ বলেছেন: সুন্দর

২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০৪

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

১২| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১২:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
@ রেজাউল৯০ তালাক দেয়া বা সংসার ভাংগা কি
সুন্দর কাজ!
কারো মনে আঘাত দিলে তা
লাগে কাবার ঘরে! কেননা
মন ভাংগা আর মসজিদ ভাংগা
সমান কথা!

২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০৫

ইমরোজ৭৫ বলেছেন: উনি আমার লেখা এবং অনুভূতি কে সুন্দর বলেছেন।

১৩| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১২:৪২

জগতারন বলেছেন: প্রতিটা সম্পর্ক পূর্ণতা পাক।
এ শহর থেকে বিচ্ছেদ উঠে যাক।
মানুষ গুলো সুখী হোক...
কলেজের সেই সব চেয়ে সুন্দরী মেয়েটি আজ নিজের স্বামীর কাছে অবহেলার পাত্রী।
অপি করিম, শখ, স্পর্শিয়া, সারিকা, মোনালিসা,নেন্সী মিথিলা,
সালমা, প্রভা, জয়াদের মতন জাতীয় ক্রাশরা তাদের
স্বামীর ক্রাশ হয়ে থাকতে পারেনি তাদের সৌন্দর্য দিয়ে।

১৪| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১২:৪৯

জগতারন বলেছেন:
লাক্স সুন্দরী বাঁধন তো জাতীয় পর্যায়ের সুন্দরী,
সে কেন পারেনি তার সৌন্দর্য দিয়ে স্বামীকে মুগ্ধ করতে?
অপু, সাবনুর, পুর্নিমা, পপী'রা পর্দায় নায়িকা হলেও,
বাস্তব জীবনে সংসারী হতে পারেনি।
হ্যাপি, সুবহ'র মতন সুন্দরীরা রুবেল, নাসিরদের কাছে রিজেক্টেড হচ্ছে প্রতিনিয়তই।
তাদের সৌন্দর্য যেন প্যারালাইজড্।

[এ মন্তব্য'টী এবং আগের'টা হাওলাত করা মন্তব্য।
শুধু এই ব্লগারকে সান্তনা দেবার জন্য এখানে সংযোজন করা হয়েছে।]

১৫| ২৩ শে জুলাই, ২০২২ রাত ১২:৫৪

জগতারন বলেছেন:
বিয়ের আগে যারা এত ডিমান্ডেড,
বিয়ের পর তারা কেন এত এভোয়েডেড?
বুঝে আসে কিছু?
প্রকৃত ব্যাপার হল-
বাহ্যিক সৌন্দর্যের নয়,
ভিতরের সৌন্দর্যের পরিচর্যা করা দরকার।
নারীর সুন্দর মুখের চেয়ে তার গুণ, সৎচরিত্র, মেধা,
ও ধার্মিকতা সবচেয়ে বেশি বেশি গুরুত্বপূর্ণ ....


[এ মন্তব্য'টীও হাওলাত করা মন্তব্য।
শুধু এই ব্লগারকে সান্তনা দেবার জন্য এখানে সংযোজন করা হয়েছে।]

২৩ শে জুলাই, ২০২২ দুপুর ১২:০৬

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

১৬| ২৩ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৭

রানার ব্লগ বলেছেন: কিছুদিন বেড়িয়ে আসুন দূর কোথাও থেকে। রেল স্টেশন বাস টার্মিনাল লঞ্চঘাট এইগুলা জীবন থেকে মুছে ফেলতে পারবেন না তাই এই গুলা কে না এড়িয়ে গিয়ে কিছুদিন বেড়িয়ে আসুন দেখবেন ভালো লাগবে। ব্যাবসায় মন দিন, পুরানো বন্ধুদের সাথে যোগাযোগ বাড়ান। আপাতত মেয়ে বন্ধু থেকে দূরে থাকুন এরা আপনার কষ্ট কে দ্বিগুন করে দেবে।

২৩ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

ইমরোজ৭৫ বলেছেন: আচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.