নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

প্যারালার ইউনিবার্স

২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩০

আমার মাষ্টার্স পরীক্ষা সম্ভবত ৩০ মে ২০২২ তারিখে শেষ হয়। এর মাঝে আমি Marvel এর Doctor Strange এর সিনেমা দেখি। এই Doctor Strange এর প্যারালার ইউনিভার্স এর কনসেপ্ট এর উপর নির্মিত।

এখানে দেখানো হয় আমাদের পৃথিবীর মত আরো পৃথিবী আছে। সেখানেও নায়কের মত আরো নায়ক আছে। ভিলেনের মত আরো ভিলেন আছে। Doctor Strange এর সাথে স্পাইডার ম্যান মার্জ করে একটি গল্প বানিয়ে সিনেমা তৈরি করে।

যেখানে প্যারাসাল যত স্পাইডার ম্যান আছে সব এক স্থানে আনা হয়। এবং সিনেমা কনটিনিউ করা হয়।


এখন আসি আমার কথায়। আজ সারাদিন কারেন্ট ছিলো না। আর বৃষ্টি পড়তে ছিলো। আমিও মাল্টিভার্স নিয়ে চিন্তা করতে ছিলাম। যেখানে অন্য প্যারালার ইউনিবার্সে রিয়া আর আমি হয়তো সুখে বসবাস করছি। অন্য প্যারালার ইউনিবার্স এ একে ওপর কে না পেয়ে বিরহে কান্না করছি। দেবদাস ফিল্ম এর মত।

অন্য প্যারালার ইউনিবার্স এ রিয়া হয় তো জার্মান এর রাজ কুমারী। আমি ইংল্যান্ড এর রাজ কুমার। রিয়া কে কোন দৈত্য নিয়ে গিছে। আমি রিয়াকে উদ্ধার করি। এবং আমাদের বিয়ে হয়। আমরা সুখে শান্তি তে রাজত্ব করি।

আরেটি প্যারালার ইউনিবার্স এ রিয়া হচ্ছে চৌধুরি গ্রুপ অব ইন্ড্রাস্ট্রি মালিকের এক মাত্র মেয়ে। আমি কোন গরিব মেধাবী ছাত্র। ঢাকাইয়া ফিল্মে এ যা হয়।

যাই হউক। আষাঢ়ে গল্প।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রিয়ার ভূত মাথা থেকে সরান তা না হলে
সে আপনার জীবন তছনচ করে দিবে!

২৪ শে জুলাই, ২০২২ রাত ৮:০৭

ইমরোজ৭৫ বলেছেন: আমি রিয়ার স্মৃতি ভালো লাগে।

২| ২৪ শে জুলাই, ২০২২ রাত ৮:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি আগের পোষ্ট সরিয়ে ফেলেছেন কেনো?
মন্তব্য করতে পরিশ্রম করতে হয়!

২৫ শে জুলাই, ২০২২ ভোর ৬:৫২

ইমরোজ৭৫ বলেছেন: মার্টিভার্স এর গল্প মাথায় ঘুরতে ছিলো। তাই ওটা সরিয়ে এটা পোস্ট করলাম।

৩| ২৪ শে জুলাই, ২০২২ রাত ৯:০৭

শায়মা বলেছেন: হা হা ভেরী গুড ইমাজিনারী ওয়ার্ল্ড ভাইয়ু

২৫ শে জুলাই, ২০২২ ভোর ৬:৫৩

ইমরোজ৭৫ বলেছেন: আমার ইমাজিনেশন খুব রোমাঞ্চ। রবীন্দ্রনাথ এর মত গল্প লেখার দক্ষতার অভাব৷

৪| ২৪ শে জুলাই, ২০২২ রাত ৯:৪৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: পড়ে ভালো লাগলো শুধু রিয়া যদি কোন গল্প হতো তাহলে স্বস্তি পেতাম।

২৫ শে জুলাই, ২০২২ ভোর ৬:৫৪

ইমরোজ৭৫ বলেছেন: রিয়া এখন শুধু গল্পের চরিত্র হয়ে থাকবে৷

৫| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১২:১৮

কামাল৮০ বলেছেন: পাবলিকলি তাকে নিয়ে এই ভাবে লেখা অভদ্রতা।যেখানে ছাড়াছাড়ি হয়ে গেছে।

২৫ শে জুলাই, ২০২২ ভোর ৬:৫৫

ইমরোজ৭৫ বলেছেন: আমি কি রিয়ার ছবি প্রকাশ করেছি। বা তার পরিচয় প্রকাশ করেছি?

৬| ২৫ শে জুলাই, ২০২২ রাত ১:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

"প্যারালার ইউনিবার্স"
শিরোনামটা সম্ভবত হবে
প্যারালাল ইউনিভার্স

৭| ২৫ শে জুলাই, ২০২২ ভোর ৬:৩৪

রেজাউল৯০ বলেছেন: সুন্দর

৮| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ৯:৩৮

ইসিয়াক বলেছেন: গল্প ভালো হয়েছে।
আপনার অল্প বয়স । যে গেছে সে গেছে । আবার নতুন করে জীবন শুরু করা উচিত।
শুভকামনা রইলো।

৯| ২৫ শে জুলাই, ২০২২ সকাল ১০:৪৬

ফয়সাল রকি বলেছেন: কল্পনা শক্তি খাটিয়ে ঘুরে ঘুুরে বেড়ান বিভিন্ন ইউনিভার্সে। ভালোই ব্যাপারটা।
কিন্তু বানানের ব্যাপারে একটু মনোযোগ দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.