নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

বোকামীর ফল।

২৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:২৪

আমার বউ , রিয়ার করোনা ভাইরাস টীকার রেজিষ্ট্রেশন আমার মোবাইল দিয়ে করা ছিলো। তাই তার টীকার সনদ নিয়ে তার বাসায় যাই। এবং রিয়ার আব্বুর সাথে কথা হয়। বাসায় এসে নিজেকে খুব বোকা বোকা মনে হচ্ছিলো।

সূচনা: তখন আমরা ছিলাম আমার আব্বুর সরকারি কোয়াটার্রে। আমার বউ এর করোনা ভাইরাস এর টীকা দেবার জন্য ১৩-০৩-২০২২ ইং তারিখে বাড়িতে যাই। আমি তাকে তার বাপের বাড়িতে (দাউদকান্দি, কুমিল্লা) রেখে এসে আমি আমার বাসা গজারিয়া (মুন্সিগঞ্জ) এ চলে আসি।

পিছনের ঘটনা শুরু: টীকা দেওয়া শেষ। তার সাথে কথা বলে গাইবান্ধা চলে যাবার জন্য টিকেট ক্রয় করি। রিয়ার সাথে কথা বলেই দুইটি টিকেট ক্রয় করি। টিকেটটি ছিলো ২০-০৩-২০২২ তারিখের।

যাত্রার একদিন আগে রিয়ার আম্মু (সৎ মা) বলে যে সমানে তো রোযা আসতাছে। রিয়া ঈদের পরে আপনাদের বাসায় যাবে। তাই আমি একা একা গাইবান্ধতে চলে যাই। আমি গাইবান্ধাতে চলে আসার সাথে সাথে সে তার মোবাইল বন্ধ করে ফেলে।

০২ এপ্লির রোযা শুরু হয় ঈদ চলে যায়। মাঝ খানে তার জন্মদিন ও পহেলা বৈশাখ চলে যায়। তাকে শুভেচ্ছা জানাতে পারি নাই। কারন তার মোবাইল বন্ধ ছিলো।

ঈদের পর পরেই ১০ মার্চ আমাদের মাস্টার্স পরীক্ষা শুরু হয়। আমার নিয়্যাত ছিলো পরীক্ষা ৩১ মার্চ শেষ হলে তাকে নিয়ে আসবো। তার অভিমান দূর করবো।

আমাদের শেষ পরীক্ষার আগের দিন মানে ৩০ মে রিয়ার আব্বু আমাদের বাড়ি আসে। এবং তালাকের প্রস্তাব রাখে। এবং ১৯ জুন তালাক হয়।

তালাক যাতে না হয় সে জন্য আমি বউ উদ্দারের জন্য মামলা করেছিলাম। ২৮-০৭-২০২২ তারিখে আমি সেই মামলা প্রত্যাহার করলাম।

উপসংহার: ২৭-০৭-২০২২ ইং তারিখে রিয়ার বাসায় গেলাম। এবং রিয়ার আব্বুর সাথে কথা বলে জানতে পারলাম রিয়া আমার সাথে অভিমান করেছিলো। একদল লোক এই অভিমান কে রাগে পরিনত করে। যার পরিনাম আমাদের তালাক হয়।

পরীক্ষার সাথে আমার সাথে কেন রাখি নাই: আমি গজারিয়াতে একা একা ছিলাম। আমার আম্মু বা রিয়ার আম্মু ছিলো না। রিয়ার একার পক্ষে গজারিয়ার বাসা (নিজেদের বাসা) সামলানো ও রান্না বান্না করা সম্ভব হতো না। আর আমার পরীক্ষার জন্য আমি নিজেও সংসারে মনযোগ দিতে পারতাম না। তাই ঈদের পরেও তাকে তার বাপের বাড়ি রাখি

রিয়ার কাছে যদি ক্ষমা চাওয়ার সুযোগ পেতাম...।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: তালাক মেনে নেয়ার আগে আপনি রিয়ার সাথে আলাদাভাবে কথা বলেছিলেন? তাকে কেন বুঝাতে পারলেন না?

অন্য দেশে বিয়ে হয় পাত্রের সাথে পাত্রির আর আমাদের দেশে বিয়ে হয় এক পরিবারের সাথে আরেক পরিবারের।
পরিবারের লোকেরা অনেক সময় সমস্যা সৃষ্টি করে।

২৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৪২

ইমরোজ৭৫ বলেছেন: ভাই কি বলবো। ভেবেছিলাম পরীক্ষাটা শেষ হলে তাকে নিয়ে যাবো। এখন তালাক এর সিন্ধান্ত দুই পরিবার মেনে নিয়েছে। তারা শুধু তাদের সিন্ধান্ত আমার উপরে চেপে দিয়েছে।

এখন আমি যদি আগে থেকে পূর্বাবাস পেতাম তাহলে এমন ঘটনা ঘটতো না। বলতে পারেন আমি এক প্রকার ষড়যন্ত্রে শিকার।

২| ২৯ শে জুলাই, ২০২২ সকাল ১১:৫৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনারা স্বামী-স্ত্রী না মানলে কেউ কি জোর করে আপনাদের তালাক করাতে পারে? আপনি সম্ভবত পরনির্ভরশীল। এটাই হয়তো মূল সমস্যা। আর্থিক সামর্থ্য না থাকলে বিয়ে করা উচিত না।

আপনার উচিত ছিল যে কোনভাবেই হোক রিয়ার সাথে একান্তে কথা বলা। মনে হচ্ছে আপনি বলেন নি এবং উভয় পরিবারের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আরও সময় নিতে পারতেন। সমবেদনা জানাচ্ছি আপনার জন্য।

আপনার বিরুদ্ধে রিয়ার অভিযোগ কি ছিল?

মনে হচ্ছে মূল সমস্যা সৃষ্টি হয়েছে দুই পরিবার থেকে।

৩| ২৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:১২

অপু তানভীর বলেছেন: আমার পরামর্শ হচ্ছে আপনি রিয়া কে নিয়ে একটা বই লিখে ফেলুন । ব্লগ আর কয়জন পড়ে এখন । দেশের লোকজন জানুক !
পোস্টে ভালোলাগা রইলো !

একটা প্রশ্নঃ রিয়া পরে যখন বুস্টার ডোজ দিবে তখন কিভাবে দিবে? মোবাইল তো আপনার ? আপনার মোবাইল ছাড়া সেতো টিকা কার্ড ডাউণলোড করতে পারবে না । খুব একটা টেনশনের ব্যাপার কিন্তু । পরে কী হলে জানাবেন আশা করি পোস্ট দিয়ে !

২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪০

ইমরোজ৭৫ বলেছেন: রিয়া যখন টীকার রেজিষ্ট্রেশন করেছিলো তখন যে ফরমেটে বাহিরে হয়েছিল সেই ফরমেট থাকলে নতুন করে টীকা কার্ড নামানো লাগে না।

৪| ২৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:২৪

নতুন বলেছেন: এখন আমি যদি আগে থেকে পূর্বাবাস পেতাম তাহলে এমন ঘটনা ঘটতো না। বলতে পারেন আমি এক প্রকার ষড়যন্ত্রে শিকার।

৩ টা জিঙ্গাসা:-

১:- রিয়া কি চায়?
২:- তার কি অন্য কারুর সাথে সম্পর্ক আছে?
২:- সে কি আপনাকে ভালো বাসে?

যদি আপনারা দুইজনের মাঝে কিছু ভালোবাসা গড়ে উঠে থাকে, তবে আবার সংসার করা কোন সমস্যা না।

আগে আপনারা কি চান সেটা ঠিক করুন। যদি রিয়ার অন্য ছেলের সাথে সম্পর্ক না থাকে আর সে আপনার সাথে সংসার করতে চায়। তবে ষড়যন্ত্র বড় বিষয় না।

আরেকটা বিষয় হইলো যদি অন্য কোন ছেলে এই ডির্ভসের পেছনে না থাকে তবে আপনারা পরিবারের কারনে ডির্ভোস দিয়ে থাকেন তবে দুই পরিবারের মানুষই কিছুটা স্টুপিডের মতন কাজ করেছেন। :|

সেক্ষত্রে নতুন বিয়ে করেও শান্তি পাবেন বলে মনে হয় না যতদিন নিজের মেরুদন্ড শক্ত করতে না পারবেন।

২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪৫

ইমরোজ৭৫ বলেছেন: ১। এখন রিয়া আর আমার চাওয়াতে কিছু যায় আসে না। কারন দুই জনই ফেইল।
২। বর্তামানে সবাই প্রেম করে। প্রেম না করলেও, বর্তমানে স্কুল কলেজে পড়লে ছেলে মেয়েদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠতেই পারে। এটাকে প্রেম বলা যায় না। আর তার মামতো বোনের সাথে ভালো সুসম্পর্ক ছিলো। ঐ মেয়ে যদি আমার বউ কে বলে “এই রিয়া আত্ন হত্যা করো।” তাহলে রিয়া আত্ন হত্যা করে ফেলবে।
৩। সে তার বাপরে বাড়ি যাবার আগ পযর্ন্ত আমাকে ভালোবাসতো।

আর আমি নিজ ইচ্ছাতে বিয়ে করি নাই। আমাকে জোর করে বিয়ে কারানো হয়েছে।

৫| ২৯ শে জুলাই, ২০২২ দুপুর ১২:৪৩

শূন্য সারমর্ম বলেছেন:


বিচার বসালে দোষ বেশি হবে কার?

২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪৬

ইমরোজ৭৫ বলেছেন: ০১। যে বিয়ার ঘটকালী করছে।

৬| ২৯ শে জুলাই, ২০২২ দুপুর ২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তালাক পত্রে আপনার স্বাক্ষর আছে?
যদি থাকে তা হলে অফ যাবেন; আর
না থাকলে মামলা করুন। ব্লগে ম্যাও
প্যাও করে লাভ নাই।

২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৪৭

ইমরোজ৭৫ বলেছেন: আপনারা যতে এমন পরিস্থিতি তে না পড়েন সেই দিকে খেয়াল রাখিয়েন।

৭| ২৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:১৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: ১। এখন রিয়া আর আমার চাওয়াতে কিছু যায় আসে না। কারন দুই জনই ফেইল।

চাইলে আপনারা আবার বিয়ে করে সংসার করতে পারেন। এটা জটিল কিছু না। সারা জীবন দুজন আফসোস করার চেয়ে আবার বিয়ে করুন। নতুবা ভুলে যান, কান্নাকাটি বন্ধ করুন। জীবন এখানেই শেষ না।

২। বর্তামানে সবাই প্রেম করে। প্রেম না করলেও, বর্তমানে স্কুল কলেজে পড়লে ছেলে মেয়েদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠতেই পারে। এটাকে প্রেম বলা যায় না। আর তার মামতো বোনের সাথে ভালো সুসম্পর্ক ছিলো। ঐ মেয়ে যদি আমার বউ কে বলে “এই রিয়া আত্ন হত্যা করো।” তাহলে রিয়া আত্ন হত্যা করে ফেলবে।

মেয়ের সাথে এতো সম্পর্ক কে প্রেম হিসেবে নিলে তো সমস্যা। :|
আর কেউ বললে যদি আত্নহত্যা করতে পারে তবে সে খুবই বোকা।


৩। সে তার বাপরে বাড়ি যাবার আগ পযর্ন্ত আমাকে ভালোবাসতো।

ভালোযদি বাসেই তবে এখনো বাসে, আর যদি এখন না ভালোবাসে তবে কি কারনে সেটা চলে গেলো?

আর আমি নিজ ইচ্ছাতে বিয়ে করি নাই। আমাকে জোর করে বিয়ে কারানো হয়েছে।

আপনি এখনো নিজের পায়ে দাড়াতে শিখেন নি। আপনার বিয়ে করা ঠিক হয়নি।

৮| ২৯ শে জুলাই, ২০২২ রাত ৯:২২

সোনাগাজী বলেছেন:



আপনি রিয়ার সাথে দেখা করে, উনার মতামত জেনে নিন।

৯| ২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:৫৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
রিয়া নাম জপা বাদ দিয়ে নিজে আরএকটু শক্তপোক্ত হন, তারপর নতুন করে শুরু করার কথা ভাবেন।

১০| ৩০ শে জুলাই, ২০২২ রাত ১:০৫

শ্রাবণধারা বলেছেন: আপনার এই ধরনের পোস্টগুলো খুব দুঃখজনক। আপনি মানসিকভাবে অত্যন্ত দুর্বল এবং অসুস্থ হয়ে পড়েছেন। আপনি যেভাবে আব্বু আব্বু এবং আম্মু আম্মু লেখেন এটা থেকে আমার ধারনা আপনি এখনও শৈশব অতিক্রম করে উঠতে পারেননি। আপনি একজন নিতান্ত, পরনির্ভরশীল অপুরুষ বলেই আপনার স্ত্রী পালিয়েছেন, কিন্তু এটা আপনি কিছুতেই বুঝতে এবং মেনে নিতে পারছেন না।

পরিশেষে, আপনার এই পোস্টগুলো কোনভাবেই ব্লগে মানানসই নয়, এবং তা মানুষের সহানুভূতি অর্জনের অতিত। নিজেকে হাস্যকর না করে, কোন একটা কাজ করুন। বাবা-মার হোটেল থেকে বের হয়ে আসুন।

১১| ৩০ শে জুলাই, ২০২২ রাত ৩:৪৬

কামাল৮০ বলেছেন: আপনাকে নিয়ে অনেকেই মজা করছে,আর সেটা বুঝার ক্ষমতা আপনার নাই।এর আগে আরেকটা মেয়ে ছিল।সেটা গেছে,এখন আসছেন আপনি।কেন নিজেকে হাসির পাত্র করছেন।

১২| ৩০ শে জুলাই, ২০২২ বিকাল ৪:৩১

লিংকন১১৫ বলেছেন: ভাই আপনার জন্য শুভকামনা রইলো ,

কিন্তু আপনার সাথে ভাবির ঝামেলা স্পস্ট না,
হুট হাট করে ডিভোর্স দিয়ে দেয়া, পরবর্তী তে দুজনি পস্তাবেন।
জীবন আপনার সিদ্ধান্ত টা আপনার থাকা উচিত ছিল।

আর এতো দিন ক্ষণ কিভাবে মনে রেখেছেন ভাই! আর আমার মনে হয় আপনি একটু বেশি ইমোশনাল তাই আপনি খুব বেশি কষ্ট পাচ্ছেন ।

দয়া করে নতুন কাউকে নিয়ে বাস্তে শিখুন , না হলে সব কিছু আপনার জ্বলে পুরে ছাই হয়ে যাবে,
না পারবেন ক্যারিয়ারে মনোযোগ দিতে না পারবেন তাকে ফিরিয়ে নিয়ে আস্তে ।
যদি পারেন খুব বেশি ব্যস্ত হয়ে যান, জব বা লেখা পড়া, সাথে নতুন কিছু শিখুন যেমন প্রোগ্রামিং ।

আরেক কাজ করতে পারেন ভাই, যদি আপনার একটা জব থাকে তাহলে এখনি তাকে নিয়ে অন্য কোথাও পালিয়ে যান, নিজেদের মতো করে থাকতে পারেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.