নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

বিষয়: রাস্তা সংস্কারের জন্য আবেদন।

০১ লা আগস্ট, ২০২২ রাত ৯:১১



আমরা যখন ক্লাস নাইন বা টেইনে পড়তাম তখন আমরা বিভিন্ন দরখাস্ত লেখতাম। এই দরখাস্তে আমরা যে পরিমান তেল মারতাম তা ছিলো বলার বাহিরে। যেমন: “যথাযথ সম্মান প্রদর্শন বিনীতি নিবেদন এই যে...।” এইটি ছিলো এক প্রকার তেলামী। আবার ছিলো মান পত্র। এই মানপত্রে তো একদম তেলের বালতি ডেলে দিতো। যেমন “আপনি আসবেন বলে এলাকায় সূর্য ওঠেছে। আপনি আসবেন বলে সকাল টি আজ পবিত্র মনে হচ্ছে।” অতছ আমি যার উদ্দেশ্য আমি মানপত্র পড়ছি তাকে আমি চিনিই না। যাই হউক।

আগমীকাল জেলা প্রশাসবের কাছে রাস্তা সংস্কার এর জন্য আবেদন লেখবো। আরেটি দৈনিক যুগান্তর এর কাছে পাঠাবো।

বরাবর,
জেলা প্রশাসক,
মুন্সিগঞ্জ।

বিষয়: রাস্তা সংস্কারের জন্য আবেদন।

জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন বিনীতি নিবেদন এই যে আমি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন এর স্থায়ী বাসিন্দা। আমাদের ভবেরচর এর কলেজ রোড একটি গুরুত্বপূর্ন রাস্তা। এই কলেজরোড দিয়ে মানুষ বাজার ও কলেজ এ যাতায়াত করে। রাস্তাটির এখন বেহাল দশা। বিভিন্ন স্থানে গর্ত হয়ে গেছে। রাস্তাটি সংস্কার করা খুবই জরুরী।

অতএব এই রাস্তাটি সংস্কার করলে সংস্কার করিলে আমাদের কলেজরোড এলাকাবাসী উপকৃত হতাম।

নিবেদক:
ককরর
গ্রাম+ডাক: ভবেরচর
গজারিয়া, মুন্সিগঞ্জ।



================================================================================================================================================================



বরাবর,
সম্পাদক,
দৈনিক যুগান্তর
ঢাকা।

বিষয়: জনকল্যানমূলক এই লেখাটি ছাপানোর জন্য আবেদন।

জনাব,
যথাযথ সম্মান প্রদর্শন বিনীত নিবেদন এই যে আমি আপনার পত্রিকার নিয়মিত পাঠক। আমার এই লেখাটি যদি আপনি “চিঠিপত্র” কলামে ছাপান তাহলে আমরা কৃতজ্ঞ থাকিবো।

একটি ব্রীজ চাই।
আমরা মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার স্থায়ী বাসিন্দা। আমাদের মুন্সিগঞ্জ ও গজারিয়া উপজেলার মধ্যে একটি নদী আছে। এই নদীর জন্য আমরা মুন্সিগঞ্জ শহরে সরাসরি যেতে পারি না। হয় আমাদের ট্রলার দিয়ে নদী পার হতে হয়; না হয় আমাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এর মাধ্যমে ঢাকা হয়ে মুন্সিগঞ্জ এ যেতে হয়। এই নদীতে যদি একটি ব্রীজ হতো তাহলে এই উপজেলার মানুষের উপকার হতো। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মুন্সিগঞ্জ ৩ আসনের এমপি এর দৃষ্টি আকর্ষন করছি।

গজারিয়া, মুন্সিগঞ্জ।

অতএব জনাবের নিকট প্রার্থনা আমার এই লেখাটি ছাপালে আমরা কৃতজ্ঞ হতাম।

নিবেদক:

গজারিয়া, মুন্সিগঞ্জ।

শেষ.................।



মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০২২ রাত ৯:৪২

সোনাগাজী বলেছেন:




আপনি এত আবোল তাবোল লিখলে কিভাবে চলবে? আপনি কি চাকুরী করছেন এখন?

২| ০১ লা আগস্ট, ২০২২ রাত ১১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি সম্ভবত আপনার স্ত্রীর বিচ্ছেদ মেনে
নিতে পারছেন না!
সব কিছু স্বাভাবিক ভাবে নেবার চেষ্টা করুন।
অযথা নিজেকে অসহায় ভাব্বেননা!

৩| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৪:০৬

অদ্ভুত১৩ বলেছেন: সোনাগাজীর মত কিছু মানুষের জন্য সমাজের এই অবস্থা। এরা তেলানো ছাড়া দুনিয়ায় কিছু শিখে নাই

৪| ০২ রা আগস্ট, ২০২২ বিকাল ৫:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি (अपरिचित) কে?

৫| ০২ রা আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: রাস্তাটার ছবি দিয়ে দিতেন এখানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.