নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

আমাদের নানা বাড়ি।

০৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:০০



আমাদের সাতকাহনিয়া গ্রাম। এটা আমার নানা বাড়ি।

আমি নানা বাড়িতেই বেশীর ভাগ সময় কাটিয়েছি। আমার বাপ মা এর সাথে স্মৃতি কম। নানার সাথে স্মৃতি বেশী। আমার নানার নাম আব্দুল মালেক ঢালী। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। দেশের জন্য তিনি যুদ্ধ করে গেছেন।

২০১০ সালের ডিসেম্বর মাসে আমার নানা মারা যায়। নানা মারা যাবার পর আমি এক হিসেবে একা হয়ে পড়ি। কি পরিমান যে একা হয়ে যাই তা বলে বুঝাতে পারবো না। স্কুল শেষ করে ক্লান্ত শরীল নিয়ে যখন বাসায় আসতাম তখন খুব ভালো লাগতো। আমি বাসায় এসে দেখতাম নানা বারিন্দায় বসে আসে।

ক্লাস নাইন টেইনে আমি নানা বাড়ি চলে যাই। ক্লাস টেইনের টেস্ট পরীক্ষাতে সকল বিষয়ে পাশ করি তখন নানা খুব খুসি হয়েছিলো। এই খুসির দাম লাখ টাকা। আমার এসএসসি পরীক্ষা নানায় দেখে যেতে পারে নি। এসএসসি পরীক্ষাতে সাফল্য আমার নানা খুব খুসি হতেন।

নানা বাড়িতে একটি টিউবওয়েল আছে। এই টিউবওয়েলের পানি খুব ঠান্ডা। একদম তৃষ্ণা মিটে যায়।


নানা বাড়িতে আমি এই লেবু গাছটি রোপন করেছিলাম প্রায় ২০১৬ সালে। আজ এই লেবু গাছ থেকে লেবু ধরে। এই নানার বাসায় শুধু এই একটি স্মৃতি রয়েছে। নানীর রান্না বান্না ও খাওয়ার অসুবিধার জন্য এখানে থাকে না। নানী থাকে খালার বাসায়। নানী মারা গেলে এই নানা বাড়ি একেবারে একা হয়ে যাবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫৬

কামাল৮০ বলেছেন: আপনার বাবার বাড়ী কোথায়?

০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৬

ইমরোজ৭৫ বলেছেন: আমার বাবার বাড়ি পাশেন গ্রামে। কিন্তু তিনি সরকারি চাকরি করেন। তাই তিনি এক জেলা থেকে অন্য জেলায় বদলী হতে থাকেন।

২| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৪৩

মোগল বলেছেন: কোথায়?

০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৭

ইমরোজ৭৫ বলেছেন: গজারিয়া, মুন্সিগঞ্জ।

৩| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫৬

ককচক বলেছেন: নানা বাড়িতে স্কুল লাইফ কাটানোর কারণে নানাবাড়িতে আপনার অনেক সুন্দর সুন্দর সময় ও স্মৃতি আছে নিশ্চয়ই
আপনার নানার আত্মার শান্তি কামনা করছি।

০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৮

ইমরোজ৭৫ বলেছেন: জ্বি।

৪| ০৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫৮

ইফতেখার ভূইয়া বলেছেন: নানা বাড়ীর গল্প জানা হলো, এবার দাদা বাড়ীর গল্প শুনতে চাই। B-) ধন্যবাদ।

খুব সম্ভবত "শরীল" শব্দটি "শরীর", "বারিন্দায়" শব্দটি "বারান্দায়" আর "খুসি" শব্দটি "খুশী" হবে।

০৭ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:২৯

ইমরোজ৭৫ বলেছেন: দাদা কে আমি পাই নাই। আর দাদী মারা গেছে ২০০৭ সালে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.