নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

হোন্ডা সমাচার।

১০ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫২



০১। দ্রুত গতিতে হোন্ডা চালালে দৃঘর্টনা ঘটে।
০২। আগে মনে করতাম গুন্ডারা হোন্ডা চালায়।
০৩। ১৬- ২৫ বছরের ছেলেরা হোন্ডা কিনে মেয়েদের পটানোর জন্য।
০৪। অনেক গরিব আছে খাইতে খাদ্য পায় না। কিন্তু হোন্ডা ক্রয় করে।
০৫। কিছু কিছু জমিদার আছে যারা বড়লোকি দেখানোর জন্য ১০০ মিটার যেতেও হোন্ডা ব্যাবহার করে।
০৬। পদ্মাসেতু তে হোন্ডা চালানো নিষেধ।
০৭। পরিশেষে হোন্ডা একটি বাহন।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৫৭

রেজাউল৯০ বলেছেন: সুন্দর

১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪২

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

২| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৩১

রানার ব্লগ বলেছেন: আরো একটু বিস্তারিত লিখলে ব্যাপারটা উপভোগ্য হইতো !!!

১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪২

ইমরোজ৭৫ বলেছেন: আচ্ছা ভাই।

৩| ১০ ই আগস্ট, ২০২২ সকাল ১১:৫১

মরুভূমির জলদস্যু বলেছেন:
হোন্ডা আর মটরসাইকেল এর মধ্যে কোনো তফাত আপনার জানা আছে গুরু?

১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৪২

ইমরোজ৭৫ বলেছেন: তাই।

৪| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হোন্ডা বলতে মানুষ সব মটরসাইকেলকেই বোঝে ইদানীং ধারণা বদলাচ্ছে।

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫২

ইমরোজ৭৫ বলেছেন: জ্বি।

৫| ১০ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন:
মটর সাইকেল একটি বিশেষ ২ চাকার বাহন যেটিকে আপনি হোন্ডা বলছেন।
আর হোন্ডা হচ্ছে একটি কোম্পানী যারা গাড়ি তৈরি করে, মটর সাইকেল তৈরি করে।
মটর সাইকেল মানেই হোন্ডা না, মিনারেল ওয়াটার মানেই মাম না।

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৩

ইমরোজ৭৫ বলেছেন: এখন বুঝেছি।

৬| ১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৪০

খাঁজা বাবা বলেছেন: এই বাহনের জন্ম থেকেই এটা তরুণ সমাজ কে আকৃষ্ট করে আসছে।

তৃতীয় বিশ্বে এটা জনপ্রিয় এর কম দাম, কম জ্বালানি খরচ, অফ রোড চলার ক্ষমতা ও গতির কারনে।

১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৫৪

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

৭| ১০ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হোন্ডা বলতে কী আপনি মটর সাইকেলকে
বুঝিয়েছেন?
হোন্ডা মটির সাইকেলের একটি ব্রান্ড !
মটর সাইকেলের দোষ বেচারা হোন্ডা
একা নিবে কেনো?
সব নটির সাইকেলেই দুর্ঘটনায় পড়ে;
দোষ হয় শুধু হোন্ডার! বেচারা! হোন্ডা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.