নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে একটি রীতি চালু হয়েছে। সেটা হচ্ছে জন্মদিনে ব্যাক্তিকে বেধে তার উপরে পচা ডিম ও পচা টমেটু মারা হয়। ওদের সাথে এমন কেন করা হয় জানেন? কারন যে পচা ডিম ছুরে মারে আর যার উপর পচা ডিম পড়ে; দুই জনেই জারজ সন্তান। জারজ সন্তান না হলে তারা কেমন সন্তান সেটা আমার কমেন্ট বাক্স তে লিখে যান।
আর আমি আমার জন্মদিনে মানুষ কে গাছ উপহার দেই। গাছ রোপন করি। মানুষকে খাওয়ানোর চেষ্টা করি। কাজী হাসান সোনারং এর বাগান থেকে আমার জন্মদিন উপলক্ষে একটি গাছ উপহার দেয়া হয়।
আমি নিয়মিত কাজী হাসান সোনারং এর বাগানে যাতায়াত করি। তিনি আমার মাঝে বৃক্ষ রোপনের উৎসাহের বীজ রোপন করেছেন। তাই আমি আমার আব্বুর সরকারি কোয়ার্টারে বৃক্ষ রোপন করেছি। এবং একটি আম গাছের বীজ রোপন করি। সেখান থেকে একটি গাছ জন্মায়।
শুধু তাই না। এবার আমার নানী বাসাতে এবং ঢাকা চট্টগ্রাম রাস্তার পাশে অনেকগুলো আমের ও কাঠালের বীচি ফেলে দিয়ে এসেছি।
আমার অন্যতম একটি প্রিয় গাছ Euphorbia tithymaloides টি আমার প্রাণ প্রিয় খালাত্বো বোন, আমাদের ছোট পরী কে উপহার দেই। সে গাছটি পেয়ে খুব খুসি হয়।
জন্মদিনে এমন ভালো কাজ করা উচিৎ যেটা করলে সবাই খুসি হয়।
১৪ ই আগস্ট, ২০২২ সকাল ৭:১৯
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।
২| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ১:১৪
কামাল৮০ বলেছেন: সন্তান অবৈধ হয় না।ইসলামের দৃষ্টিতে যদি বলি,ডিএনএ টেষ্ট না করে আপনি কি বলতে পারবে আপনি বৈধ সন্তান।
১৪ ই আগস্ট, ২০২২ সকাল ৭:২০
ইমরোজ৭৫ বলেছেন: বৃক্ষ তুমার নাম কি
ফলে পরিচয়।
আম গাছে কোনদিন কাঠাল ধরেনা।
৩| ১৪ ই আগস্ট, ২০২২ রাত ৩:০৪
মোহাম্মদ গোফরান বলেছেন: ইদানীং র্যাগ ডে তে যেগুলো হয় সেগুলো আরও বিশ্রী।
১৪ ই আগস্ট, ২০২২ সকাল ৭:২০
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।
৪| ১৪ ই আগস্ট, ২০২২ ভোর ৪:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শিরোনাম আর বৃক্ষ রোপন
কি করে এমন মধুর মিলন!
১৪ ই আগস্ট, ২০২২ সকাল ৭:২১
ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।
৫| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ৮:৫৭
স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
এসব কোথা থেকে শিখছে কে জানে? বাবা মা তো এগুলো শেখায় না।
ব্লগার সোনারং দারুণ সব পোষ্ট নিয়ে আসেন। তবে শিরোনাম পোষ্ট লেখা আপনি মিশিয়ে ফেলেছেন।
১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৭
ইমরোজ৭৫ বলেছেন: জ্বি।
৬| ১৪ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জলবায়ুর যে পরিবর্তন তাতে সবারই বৃক্ষ রোপন করা দরকার। আর হ্যাঁ ওদের কথা বাদ দেন।
১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪৭
ইমরোজ৭৫ বলেছেন: জ্বি।
৭| ১৫ ই আগস্ট, ২০২২ ভোর ৪:০৯
রানার ব্লগ বলেছেন: কে কিভাবে তার জন্মদিন পালন করবে এটা আমার মনে হয় তার একান্ত ব্যাক্তিগত!! এখানে সে মাথায় ডিম ফাটাক আর আস্ত মুরগী ফাটাক সমস্যা কোথায়? এটা নিয়ে আলোচনার কি আছে? আর বাংলাদেশের পুলিশ আকাইম্মা কামে বেশ সজাগ তা বেশ ভালই জানা আছে। অন্যের ব্যাক্তিগত কাজে এদের নাক সবার আগে ঢুকে যায়।
৮| ১৫ ই আগস্ট, ২০২২ ভোর ৬:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: বৃক্ষ রোপণ ভালো কাজ।
©somewhere in net ltd.
১| ১৩ ই আগস্ট, ২০২২ রাত ১১:০০
ককচক বলেছেন: উফ! দেশের মানুষ কতরকম উল্টাপাল্টা কাজ করে!
অ. টঃ আমার মনে হয়, মন্দ মানুষদের এড্রেস করতে জারজ শব্দটা ব্যবহার না করলেই ভালো। জারজ শব্দ বলতে সমাজ যেটা বুঝে বা বুঝায় সেটা আসলে সঠিক মনে হয় না। কারণ প্রতিটি সন্তানই নিস্পাপভাবে জন্মগ্রহণ করে।