নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা শহরে কি থাকা যায়??

১৭ ই আগস্ট, ২০২২ সকাল ৯:৫৩


২০২০ সালের সেপ্টমবর মাস। লক ডাইন অনেক খানি শিথিল। তবে অনেকে মাক্স পড়ে চলাফেরা করে। আমি ফার্মগেট ছিলাম তিন মাস। এই তিন মাস ছিলো আমান কাছে ‍দু:সপ্নের তিন মাস। কারন ঢাকা শহরে আমান মন টিকতো না।

চিপা জায়গা, সব কিছুতেই বাড়তি ভাড়া, বাতাশে গু এর গন্ধ সব মিলিয়ে আমাকে নাজেহাল করে দিয়েছিলো। গ্রীন রোড থেকে নিউ মার্কেট যেতাম। হেটেই যেতাম। কারন হেটে গেলে তাড়াতাড়ি হতো আর রিক্সা ভড়াও বেচে যেতো।

জ্যামের কথা আর কি বলতো! একটা কাজে ফার্মগেট থেকে জিপিও তে যাচ্ছিলাম। সকাল ৯ টা বাজে রওনা দিয়ে ১২টায় জিপিও পৌছি। এত জ্যাম ছিলো।

আর ঢাকা শহরে খরচের কথা বাদই দিলাম। দ্রব্যমূল্য আরো বাড়লে, মৌলিক চাহিদা পূরনে সবাই চুরি ডাকাতি শুরু করে দিবে।

ঢাকা শহরে কি মানুষ থাকতে পারে? যারা ঢাকা ফ্যাট ক্রয় করার চিন্তা করছেন, তারা লন্ডন, ইউরোপ, আমেরিকাতে ফ্ল্যাট কিনুন। গু এর গন্ধে বসবাস করার দরকার নাই।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:০৭

কালো যাদুকর বলেছেন: একমত ৷ আজকাল যে অবস্থা চুরি করলে হবে না ৷ ডাকাতী লাগবে ৷

১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২২

ইমরোজ৭৫ বলেছেন: কি আর কমু দুঃখের কথা।

২| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৩

বিচার মানি তালগাছ আমার বলেছেন: যতই বলেন, ঢাকার আশে পাশে যতই ভাল শহর বানান, তারপরও স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকুরির দোহাই দিয়ে মানুষ ঢাকা ছাড়বে না...

১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৩

ইমরোজ৭৫ বলেছেন: ঢাকার আশে পাশে যোগাযোগ ব্যাবস্থা উন্নতি করতে হবে।

৩| ১৭ ই আগস্ট, ২০২২ সকাল ১০:৩৯

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মুতের গন্ধের কথা বললেন না?

১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ১২:২৪

ইমরোজ৭৫ বলেছেন: পরে কমু নে।

৪| ১৭ ই আগস্ট, ২০২২ দুপুর ২:২০

বিটপি বলেছেন: ঢাকা শহরে প্রয়োজনের অর্ধেক রাস্তাঘাটও নাই। যা আছে তাও কিছুদিন পরপর ফ্লাইওভার, বিআরটি, এলিভেটেড, মেট্রোরেল - এসব লোভী প্রজেক্টের জন্য অর্ধেক বন্ধ থাকে। উপায় কি? আপনি চাইলেই কি লন্ডোনে ফ্লাট কিনতে পারবেন? টাকা পাচার করবেন কিভাবে?

১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:১৩

ইমরোজ৭৫ বলেছেন: টাকা পাচার করার কি দরকার? বিদেশ গিয়ে টাকা কামাবেন।

৫| ১৭ ই আগস্ট, ২০২২ রাত ৯:৩৪

মরুভূমির জলদস্যু বলেছেন:
সেপ্টমবর, আমান, দু:সপ্নের, কারন, বাতাশে, হেটেই, বলতো ইত্যাদি
৭ লাইনের পোস্টে ১০-১২টা বানান ভুল। আপনার পোস্ট থেকেই তো পঁচা গন্ধ বের হবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.