নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন.... দূরে যাবার গল্প।

২১ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৭



একদেশে ছিলো এক এতিম ছেলে। তার পিতা মাতা না থাকার কারনে তাকে ১৮ বছর থেকেই কামাই করা শুরু করতে হয়। যার কারনে সে প্রেম পিরিতি করতে পারে নাই।

তার বিয়ে হয়। বউ তার স্বামী কে পছন্দ করে নি। কারন সে এতিম। তার মনে রোমান্স বলতে কিছু নাই। ছেলে দেখতে সুন্দর না। ইত্যাদি বলে তালাক দিয়ে দিয়েছে।



ছেলে রেলে চাকরি করিতেন। গাইবান্ধা রেল স্টেশনে। মেয়ের বাড়ি দাউদকান্দি কুমিল্লা। তারা দুইজন ট্রেনে করে প্রথমে ঢাকা গেলো। পরে দাউদকান্দি গেলো। মেয়ে তো আর আসতে চায় না। মেয়ের একটাই দাবি। সে তালাক চায়। একমাস, দুই মাস, তিন মাস। মেয়ে তার সিন্ধান্তে অটল। পরে পরিস্থিতি তালাকের দিকে যায়।

ছেলেটি আজও রেল স্টেশনে সেই স্ত্রী এর জন্য অপেক্ষা করে।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২২ রাত ৯:২০

রেজাউল৮৮ বলেছেন: সুন্দর।

২১ শে আগস্ট, ২০২২ রাত ১০:১২

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

২| ২১ শে আগস্ট, ২০২২ রাত ৯:৩১

পোড়া বেগুন বলেছেন:
মিথ্যা মরিচিকার আশায় থেকে লাভ নাই।
"যে গেচগে সে যাকনা,
তাকে নিয়ে মিছে আর ভেবোনা"
কাজে মন দিন, নিজের পায়ের তলার
মাটি শক্ত হলে এমন বউ আবার পাবেন।
যে গেছে তাকে নিয়া হা হুতাশ করলে
দূ কুলই হারাবেন।

২১ শে আগস্ট, ২০২২ রাত ১০:১২

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

৩| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১১:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: রিয়ার কথা শেষ হবার নয়

২২ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৫৫

ইমরোজ৭৫ বলেছেন: আমি কি এখানে রিয়ার নাম লিখেছি??

৪| ২১ শে আগস্ট, ২০২২ রাত ১১:৫৩

ককচক বলেছেন: দুঃখজনক!
এমন অসংখ্য দুঃখী মানুষ আমাদের আশেপাশে বাস করেন; হতাশা দুঃখ থেকে এরা ক্রাইমে জড়িয়ে পড়ছেন না; এটা এদেশের সুখী মানুষদের সৌভাগ্য।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৫৫

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

৫| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১২:০১

সেলিম আনোয়ার বলেছেন: ছেলেটির জন্য বেদনার।

২২ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৫৬

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।

৬| ২২ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যে যেতে চায় তাকে যেতে দেওয়াই ভালো।

২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:১৬

ইমরোজ৭৫ বলেছেন: এটা জাস্ট একটি গল্প মাত্র।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.