নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

এক দেশে ছিলো এক কম্পিউটার এক্সপার্ট।

২৩ শে আগস্ট, ২০২২ রাত ১০:৩৩



ডিসক্লাইমার: এই গল্পটি কাল্পনিক। কারো সাথে এই কাহিনী মিল নাই। কারো সাথে এই গল্প মিল খুজে পেলে আমি দায়ী না।


একদেশে ছিলো এক ছেলে। ছেলেটি ছিলো কম্পিউটার এক্সপার্ট।সে কম্পিউটার সার্ভিসিং করে লাখ খানিক টাকা কামিয়ে নিতো। ফ্রিল্যাংসিং ও ফটোকপি, কম্পিউটার কম্পোজ ইত্যাদি ব্যাবসা তো আছিলোই।

সে গ্রামে থাকতে পছন্দ করিতো। সে থাকতো মৌলভীবাজার এর শ্রিমঙ্গল উপজেলায়। পাহাড়ে বেষ্টিত তাহার বাড়ি। বাড়ির অদূরে লাউয়ের ছড়া বোটানিকেল গার্ডেন।
বাহিরে রিমজিমজিম বৃষ্টি। এই গল্পের নায়কের নাম রাজিব। বারান্দায় এক কাপ কফি নিয়ে বসে আছে। বাহিরে বৃষ্টি। মনটা আজ তার কেমন যেন করছে। সে আজ কাজে যাবে না। আজ সে নিজেকে প্রকৃতিতে বিলিয়ে দিবে।

রাজিবের বয়স আজ ২৫। তরুন। সে বিয়ে করে নি। কোন মেয়ের সাথে প্রেম হয় নি। কারন সে মেশিন কে ভালোবাসে। তার বাবা মা নেই। বাড়িতে থাকে এক চাকর।

সেই চাকর কে ডেকে বললো “এই বাজারে যাও। খাসির গোস্ত এনে খিচুরী রান্না করো। আজ খিচুরী খেতে ইচ্ছে করছে।” চাকর গেলে বাজারে।

আজ রাজীবের খুব আলসেমি লাগছে। সে দোকানে যাবে না। ফোটা ফোটা বৃষ্টিতে সে আকাশ কুসুম কল্পনা করছে। সে চিন্তা করছে এলিয়েনদের কথা। সে চিন্তা করছে মিশরের মামীর কথা। সে চিন্তা করছে রাজা ও দৈত্যের কাহিনী।

কফি শেষ। এখন সে বারান্দা থেকে ঘরে চলে গেলো। এবং লেপটপ অন করলো। একটি বাংলা সিনেমা দেখা শুরু করলো।

দুপুরে রাজীব ভালো মন্দ খেলো। তার চাকর এর রান্নায় খুব ভালো। দুপুরে সে খেয়ে একটি ভালো ঘুম দিলো।

কি সুন্দর দিন গেলো!!!

মন্তব্য ২৪ টি রেটিং +০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১০:৩৮

রযাবিডি বলেছেন: হুম!

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩১

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

২| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫০

মরুভূমির জলদস্যু বলেছেন: এটি চমৎকার একটি উপন্যাস মনে হচ্ছে। কার জীবনের সাথে মিলে গেছে কে জানে। :-P

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩১

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৩| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫২

জ্যাক স্মিথ বলেছেন: কি সুন্দর দিন গেলো, আর এখন সরারাত সে ব্লগিং করবে।
রাজিব নুর কোন বিষয়ে ফ্রীল্যান্সিং করে তা জানতে মুঞ্চায়।

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩১

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৪| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১০:৫৭

পোড়া বেগুন বলেছেন:
যাক আমার সাথে মিলে নাই!

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩১

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৫| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১১:০৪

ভুয়া মফিজ বলেছেন: আমি বহুদিন এতো চমৎকার গল্প পড়ি নাই। আপনে তো ভাই জিনিয়াস..........এমন গল্পের প্লট আমার ভুয়া মাথায় যে কেন আসে না, এটা চিন্তা করেই আমি পেরেশান। :((

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩২

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৬| ২৩ শে আগস্ট, ২০২২ রাত ১১:০৭

শেরজা তপন বলেছেন: আউটস্ট্যান্ডিং- লিখতে থাকুন হাত খুলে!
দুষ্টু পুলাপানের কথায় থামবেন না যেন।

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩৩

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৭| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৩৫

জুল ভার্ন বলেছেন: এরাম গল্প ইওরোপ আম্রিকার কোনো সাদা লোকেরা লিখলে নোবেল না হোক- জোড়জবরদস্তি করেও বুকার পুরস্কার দিতো! আপসোস আপনার জন্ম এই বাংলার ভবেরচরে! :P

২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৩৩

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৮| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১১:২৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গল্প পড়ুন, বুঝুন তারপর গল্প লিখুন।

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০২

ইমরোজ৭৫ বলেছেন: আচ্ছা।

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০২

ইমরোজ৭৫ বলেছেন: আচ্ছা।

৯| ২৪ শে আগস্ট, ২০২২ সকাল ১১:৫৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সমাপ্তটা কেমন যেন হলো।

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০৩

ইমরোজ৭৫ বলেছেন: ছোট গল্প...?

১০| ২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:৪৫

ঋণাত্মক শূণ্য বলেছেন: আহা, আমরা সবাই রাজীব নামটা নিয়ে এত ঘাটাঘাটি করি কেন? এইতো সেদিন, আমি "কান মলা" শিরোনামে লিখতে গিয়েও সেখানে লিখেছিলাম, "প্রথম পেজের শেষ রেজাল্টটাতে দেখা গেলো হৃদি কেন যেন রাজীবকে কানমলা দিয়েছে! এটা মনে হলো অপ্সরা নামে কোন উপন্যাস।"

ঘটনা কি?

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০৪

ইমরোজ৭৫ বলেছেন: আপনার ব্লগটি পড়েছি।

১১| ২৪ শে আগস্ট, ২০২২ দুপুর ১:২০

মোহাম্মদ গোফরান বলেছেন: রাজীব ভালো ও ভদ্র ছেলে।

২৪ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:০৪

ইমরোজ৭৫ বলেছেন: ঠিক বলেছেন।

১২| ২৬ শে আগস্ট, ২০২২ রাত ১২:৫০

জটিল ভাই বলেছেন:
জটিল গল্প পড়ে ধন্য হলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.