নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কেন বিয়ে করে? কিছুই তো বুঝি না। বিয়ে করে আবার তালাকও দেয়। আমার এক বন্ধু পুলিশে চাকরি করে। সে পুলিশে চাকরি পায় ২০১৪ সালে। বিয়ে করে ২০১৭ সালের দিকে। সেই সংসারে একটি মেয়ে হয়। তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় ২০২০ সাল থেকে। মোবাইলের নম্বর দেখতে ছিলাম। দেখলাই সেই পুলিশ বন্ধুর মোবাইল নম্বর। ফোন দিলাম। তার নাকি তালাক হয়ে গেছে। আবার নাকি সে বিয়ে করেছে।
যাই হউক। আমি আবার ঘর সংসার বিরক্ত লাগে। বিয়ে করার কি দরকার? গার্ল ফ্রেন্ড এর সাথে প্রেম করবো। আর যৌন চাহিদার জন্য তো পতিতা আছে। এখন আপনার প্রশ্ন করতে পারেন তাহলে বাচ্চা হবে কি করে? বিজ্ঞানীরা কৃত্রিম উপায়ে একুরিয়ামে বাচ্চা উৎপাদন করার ব্যাবস্থা করছে। এটা নিয়ে গবেষণা চলছে।
এখন কউকে বিয়ে করতে দেখলে ভয় লাগে। মনে হয় যেন সে কোন রাক্ষসী, ডায়নী, পিশাচের দেশ থেকে কোন ফিমেল প্রানী এনেছে। এবং তাকে বিয়ে করেছে। আমি আমেরিকার রাষ্ট্রপতি হলে দেশে দেশে বিয়ে না করার জন্য প্রমোশন চালাতাম।
এই শুক্রবার আমার এক স্কুলের বন্ধু বিয়ে করেছে। তার জন্য শুভ শুভ কামনা। কিন্তু বিয়ে মানেই অশান্তি এটা মানুষ বুঝে না। আপনারা বিয়ে করেছেন তাদের কাছে প্রশ্ন আপনারা কি শান্তি তে আছেন? মনে হচ্ছে না আপনাদের স্বাধীনতা চলে গেছে??
বিশেষ করে বিয়ে করে নারী অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। বিয়ে নারীর জন্য অভিসাপ। নারীবাদী সংগঠন কে বলিবো বিয়ে নামক অভিসাপেরর বিরুদ্ধে রুখে দাড়ান। শুধু বাল্য বিবাহ নয়, সকল বিবাহ বন্ধ করুন। নারী অধিকার রক্ষা করুন।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৬
ইমরোজ৭৫ বলেছেন: বিয়ে কার মানে নারীর অধিকার হরন করা।
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৪১
সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনার জন্য সুখবর। দেশে দেশে বিয়ের প্রচলন কমে যাচ্ছে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৬
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৪
ঋণাত্মক শূণ্য বলেছেন: আরও কয়েক হাজার বছর আগে যদি মানুষ এই কথা গুলা বুঝতো, তাহলে কাজ হতো! তখন এক্যুরিয়ামে বাচ্চাও ফুটানো যেতো না। সো মানব সভ্যতাই শেষ হয়ে যেত। আর কোন ক্যাচালই থাকতো না, আর আজকে আপনার কাছ থেকে "মালালা" মার্কা প্রশ্নও শোনা লাগতো না।
ওহ, মালালাও একই রকম প্রশ্ন করেছিলো, সেও শুনেছি প্রশ্ন করার কয়েক মাসের মাথায় বিয়ে করেছে। আপনার বিয়ের দাওয়াতটা দিয়েন কিন্তু। আর যদি বিয়ে না করেন, তাহলে মালালার কাছ থেকে জেনে নিয়েন মানুষ কেন বিয়ে করে!
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৭
ইমরোজ৭৫ বলেছেন: নারী কি বাচ্চা উৎপাদনের মেশিন???
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:৪১
মরুভূমির জলদস্যু বলেছেন:
গার্ল ফ্রেন্ড এর সাথে প্রেম করবো। আর যৌন চাহিদার জন্য তো পতিতা আছে।
তাইলে গার্ল ফ্রেন্ডের দরকার কি?
আপনা হাত জগন্নাথ বলে শুরু হয়ে যান, হুদাই পতিতাকে টাকা দিবেন কেন? তাছাড়া পুলিশ টুলিশ এসে ধরে ফেললে বেকায়দায় পরবেন।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৮
ইমরোজ৭৫ বলেছেন: পতিতালয় এর সিন্ডিকেট বস মেনেজ করে নিবে, আমার বিশ্বাস।
৫| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৫
মোহামমদ কামরুজজামান বলেছেন: ভাইজান,
বিয়ে (বউ) মানে ঝামেলা তা ঠিক তবে -
"গার্ল ফ্রেন্ড এর সাথে প্রেম কিংবা যৌন চাহিদার জন্য তো পতিতা" - এ দুয়েও কিন্তু ঝামেলা বিহীন নয়। কারন, এ দুয়েও আপনাকে সময়ের সাথে সাথে অর্থের যোগান দিতে হবে। নীতি-নৈতিকতার প্রশ্ন সাগরের জলে ধুয়ে ফেললেও। আর , কোন কারনে ক্যামেরার চোখে পড়লে তা সে আমেরিকা কিংবা নিজ দেশ যেখানেই হোক তথাকথিত স্বাধীনতার ষোলআনাই জলে যাবে ।
কাজেই,সাধু সাবধান!!!!!!!!!! অন্যের উপর ভরসা ছাড়ুন নিজের উপর ( নিজ হাতে) ভরসা রাখুন । তাতে পয়সার সাথে সাথে স্বাধীনতাও রক্ষা হবে ।যদিও সামান্য কিছু পয়সা বিনিয়োগ করতে হবে ( সাবুন-তেল কিংবা গ্লু কিনার জন্য)।
আর তাতে শুধু নারী অধিকারই নয় পুরুষ নির্যাতনও বন্ধ হবে।
০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:১৯
ইমরোজ৭৫ বলেছেন: বিয়ে ওঠে যাক।
৬| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৩৮
রেজাউল৮৮ বলেছেন: সুন্দর।
৭| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৪২
রেজাউল৮৮ বলেছেন: উপলব্ধি খানা সঠিক সময়ে হয়েছে। আরো কয়েক বছর আগে আপনার এই উপলব্ধি হলে ব্লগ আপনার মত গুনি ব্লগারকে পেত না
৮| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:৫২
নতুন বলেছেন: কয়েকদিন পরে কোন মেয়েকে ভাল লাগলে আবার নতুন করে ভালোবাসার কথা লিখবেন কেমন?
মন শক্তকরুন। ডিভোর্স হয়েছে এটাই দুনিয়ার শেষ কথা না। নতুন করে জীবন শুরু করুন।
আগে নিয়ে ভালো আয় শুরু করুন তারপরে নতুন করে বিয়ে করুন। সব ঠিক হয়ে যাবে।
৯| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪০
কামাল৮০ বলেছেন: বিয়ে এবং তালাক দুটিই ইসলামের বিধান।তাই দুটিই করে।
১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫১
পোড়া বেগুন বলেছেন:
আচ্ছা ! আপনিই বলুন কেনো মানুষ বিয়া করে?
১১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:২৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: বিয়ে হলো আজাইরা কাজ!
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৮
ককচক বলেছেন: আপনি পোস্ট পড়লে আমার রাজীব ভাইয়ের কথা মনে পড়ে।
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫৪
বিটপি বলেছেন: আপনি না হয় মেয়ে পটাইতে ওস্তাদ, এইজন্যে গার্লফ্রেন্ড পালেন, যাদের সেই যোগ্যাতা নাই, তারা কি করবে? সেক্স করেন বা না করেন, প্রেম কিন্তু করতেই হবে। আর প্রেম করার জন্য বিয়ের কোন উপযুক্ত বিকল্প এখন পর্যন্ত আবিষ্কার হয় নাই। তবে আমি সাজেস্ট করি একটা ছেলে অর্থনৈতিকভাবে উপযুক্ত না হওয়া পর্যন্ত কোনভাবেই বিয়ের চিন্তা মাথায় আনবেনা।
©somewhere in net ltd.
১| ০৩ রা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩৬
রানার ব্লগ বলেছেন: একদিন মানুষ শৈশব থেকে কৈশোরে পরে তার মনের মধ্যে প্রেম নামক পোকা নারা চারা করে তারপর কৈশোর থেকে তরুন হয় তার ভেতর জৈবিক চাহিদার পোকা মোচাড়ামুচড়ি করে সে বিয়ে করে এবং আশাহত হয় তারপর আর কি আবার বিয়ে আবার আশাহত। ক্যাসিনোর মতোই যতই হারুন নেশা কাটে না। খাতা বালিশ সব বেচে বিয়ে করে আশাহত হবার প্রত্যাশায়।