নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

আমি খেতে ভালোবাসি।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৪৭



২০০৯ সাল। আমি তখন ক্লাস নাইনে পড়ি। নানা, নানী আরি আমি মিলে নানী বাড়িতে থাকতাম। স্কুলে থাকতে নানা আমাকে ২০ টাকা করে দিতেন। আমি ৬ দিন টাকা জমাতাম। আর বৃহস্পতিবারে খেতাম মজা করে। সকালে ভবেরচর বাজারে পরোটা খেতাম। আর আসার সময় সিঙ্গারা আর পুরি খেতাম।

আরে আসার সময় একটি আপনের দোকান থেকে একটি রয়েল টাইগার এনার্জি ড্রিংস খেতাম। এই এনার্জি ড্রিংস খেতে খুব ফিলিংস ছিলো।


এটি আমাদের দেলোয়ার ভাই এর দোকান। যেখানে আমি প্রায়ই খেতে যেতাম। গ্লিল, পোরা মুরগি, নান রুটি। আহা কি মজা। দেলোয়ার ভাই এর হোটেল এর নাম সেভেন হেভেন মার্স রেস্টুডেন্ট ও পার্টি সেন্টার। ঢাকা চট্টগ্রাম হাইওয়ের সাথে। মেঘনা ব্রীজ এর পরে ভাটেরচর বাস স্ট্যান্ড এর এই হোটেল অবস্থিত। আপনারা কেউ কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী গেলে এই হোটেলে নেমে খেয়ে যাবেন। ২০১৯ সালে রমজান মাসে যে কত খেয়েছি এখানে এটার কোন ইয়াত্তা নাই।

২০১৭ সালে আমি যখন অনার্স ৩য় বর্ষে পড়ি তখন আমাদের ভবেরচর বাস স্ট্যান্ডে একজন স্টিট ফুড বিক্রি করিতেন। তাহার মুরগির গোস্তের ভাজি আর টীক্কা আমার কাছে খুব ভালো লাগতো। ২০১৯ সালের পরে এই বেডাকে আর দেখি নাই। এই বেডার টীক্কা আমার খুব মিস করি।

আমাদের ভবেরচর বাস স্ট্যান্ডে “মোহাম্মদ আলী প্রধান প্লাজা” Market এর হাসানে রেস্তারা নামক এ গ্রীল চিকেন খুব সুস্বাধু ছিলো। তবে তিনি হোটেল ছেড়ে দেন। তার পরিবর্তে নতুন লোক হোটেল ভাড়া নেন।

ভবেরচর বাস স্ট্যান্ডে বাংলা হোটেল নামে একটি হোটেল আছে। এই হোটেলের ডাইল এবং সবজি খুব সুস্বাদু। আহা! কি মজার। আপনারা না খেলে বুঝবেন না।

পরিশেষে বলা যায় দেলোয়ার ভাই এর হোটেল, বাংলা হোটেল, টীক্কা ওয়ালা, এবং হাসানে রেস্তাকে আমি খুব মিস করি।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: চট্টগ্রামে রয়েল হাট নামে একটা রেস্টুরেন্ট আছে। সন্ধ্যায় পরাটার সাথে টিক্কা/ কাবাব অমৃত মনে হবে।

১১ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২০

ইমরোজ৭৫ বলেছেন: আমি চট্টগ্রাম গেলে অবশ্যই যাবো।

২| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার লেখায় সাধু আর চলিত ভাষার মিশ্রণ আছে;
পরিহার করার চেষ্টা করুন।
স্মৃতিরা বড্ড জ্বালা দেয়।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:২৪

ইমরোজ৭৫ বলেছেন: কি আর বলিবো বলুন। এগুলো ভুল বাংলা স্যা ধরিয়ে দেয় নি।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৭

শাহ আজিজ বলেছেন: মুরগী ঠিক মত মেরিনেট করলে স্বাদ ভাল হবেই । আর সবাই এই মেরিনেট পদ্ধতি ভাল জানেনা বিধায় তাদের গ্রিল ভাল হয়না ।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৭

ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ কমেন্ট করার জন্য।

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:৪৯

শাহ আজিজ বলেছেন: ছবির মুরগী ওয়েল ডান । আশা করি বেশ স্বাদ হয়েছিল ।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩৯

ইমরোজ৭৫ বলেছেন: ছবিটি নেট থেকে নেয়া। আমি যে হোটেল এর ছবি দিয়েছি সেই হোটেল আমার দেলোয়ার ভাই এর। নাম সেভেন হেভেন মার্স রেস্টুডেন্ট এন্ড পার্টি সেন্টার। ঠিক ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে। মেঘনা ব্রীজ এর পরে, ভাটেরচর বাস স্ট্যান্ড এর সাথে।

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৫৭

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: আমার সাবেক এক কলিগের নতুন চাকরি হয়েছে। সেদিন গ্রীল খাওয়াল।

১২ ই সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৪:৩৫

ইমরোজ৭৫ বলেছেন: বাহ! আমার জ্বীবে জ্বল এলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.