নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ একটি হচ্ছে এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রানী। কিন্তু জ্ঞানী না। যে মানুষ জ্ঞান অর্জন করে সে জ্ঞানী।
মানুষের আছে দুটি হাত। আর পাঁচ আঙ্গুল। এই আঙ্গুল দিয়ে সে নানান জিনিস ধরতে পারে। কাজ করতে পারে। কোন কিছু বানাতে পারে। বানর বা শিপাজ্ঞি কিন্তু তা করতে পারে না। অনেক প্রাণীর তো হাত ও নাই।
শুধু মানুষ আগুন জ্বালাতে পারে। অন্য কোন প্রাণী আগুন জ্বালাতে পারে না। আপনি এটাও জেনে অবাক হবেন যে এই সৌর জগত এ শুধু পৃথিবীর আবহাওয়া আগুন জ্বলার জন্য উপযুক্ত। অন্য কোন গ্রহে আগুন জ্বলে না।
মানুষ সোজা হয়ে দাড়াতে পারে। আর কোন প্রাণী কিন্তু মানুষের মত সোজা হয়ে দাড়াতে পারে না। আমি wikipedia থেকে বিবর্তনবাদ পড়লাম। কিন্তু সেখানে কোথাও লেখা নাই “বানর বিবর্তন করে মানুষ হয়েছে।” বরং wikipedia বলেছে মানুষ এর ডিএনএ আর মানুষের ডিএনএ আলাদা। বরং বিবর্তনবাদ দ্বারা এটা বুঝানো হয়েছে যে অঞ্চল, সময়, আবহাওয়ার, প্রাকৃতিক পরিবেশের জন্য মানুষ এর আকা আকৃতি ব্যাতিক্রম হতে পারে। যেমন চীনারা আর চাকমারা প্রায় এক। ইউরোপিয়ান আর আফ্রিকানগন আলাদা। কোথাও লেখা পেলাম না যে সেখানে লেখা আছে বানর বিবর্তন হয়ে মানুষ হয়েছে।
ডারউইন চার্লস রবার্ট ডারউইন লিখে অনেক সার্চ দিয়েছে সেখানে কোথাও “বানর থেকে মানুষ হয়েছে” লাইনটি খুজে পাই নি। আপনারা চার্লস রবার্ট ডারউইন কোন লেখায় পেয়েছেন “বানর থেকে মানুষের উৎপত্তি” সেটা আমাদের দেখাবেন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩২
ইমরোজ৭৫ বলেছেন: ধন্যবাদ।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৫৫
কামাল৮০ বলেছেন: বানর থেকে মানুষ হয়েছে বিবর্তনের কোথাও লেখা থাকার কথা না।কারন এটা কোন বিজ্ঞানী বলে নাই।এটা বলছে হুজুররা বা আপনার মতো কিছু বিবর্তন পড়া লোক, যারা পড়ে শুধু বানর থেকে মানুষ হয়েছে খোঁজার জন্য।আরেক বার মনোযোগ দিয়ে পড়ুন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৩
ইমরোজ৭৫ বলেছেন: জাফর ইকবল যে বললো......।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:০৩
কামাল৮০ বলেছেন: ডারউইনের মূল বইটি পড়ুন।নেট থেকে ডাউন লোড করে পড়ুন।
২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:৩৩
ইমরোজ৭৫ বলেছেন: আমার এই বই পড়ার নিয়্যত আছে।
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:২৩
কামাল৮০ বলেছেন: আপনার যখন ইচ্ছা নাই নিয়্যত আছে,আপনার না পড়াই ভালো।
৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১০:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যা লিখবেন তা লিখে আর একবার রিভাইস দিবেন!
কী লিখতে চান আর কী লেখেন বুঝা দুস্কর।
আপনি লিখেছেন মানুষের দুটি হাত আর পাঁচটি আঙুল!
হইলো কিছু?
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৬
ইমরোজ৭৫ বলেছেন: আচ্ছা ভাই। রিভাইস দিবো।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১২:০৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
১। মানুষ একটি হচ্ছে এই গ্রহের সবচেয়ে বুদ্ধিমান প্রানী।
২। মানুষের আছে দুটি হাত। আর পাঁচ আঙ্গুল।
৩। অন্য কোন গ্রহে আগুন জ্বলে না।
৪। মানুষ এর ডিএনএ আর মানুষের ডিএনএ আলাদা।
কি খেয়ে পোস্ট করেন ব্লগে? কি লিখছেন এইসব?
পোস্ট করার আগে ভাত খেয়ে নিবেন। আমাদের একজন ব্লগার জানিয়েছিলেন - খালি প্যাটে পোস্ট করলে সেগুলি ঠিক জুতসই হয় না।
২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:১৬
ইমরোজ৭৫ বলেছেন: আচ্ছা ভাই।
৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ৮:৫৭
শেরজা তপন বলেছেন: বিবর্তনবাদ নিয়ে আমি কিছু লেখালেখি করতে চেয়েছিলাম। আপনার এই লেখা পড়ে মনে হোল আপনি যা বলার সব বলে দিয়েছেন। এর থেকে এত ব্যাপক পরিমান জ্ঞান আহরণ করার পরে আমার সেই লেখা আর কেউ পড়বে না তাই আপাতত ঐ প্রজেক্ট বাদ
সাইফুলসাইফসাই -জ্ঞানী মানুষ। উনি এর মুল তত্ত্বটা ভালমতো হৃদয়াঙ্গম করেছেন।
দয়া করে ভাই, ডারউইন এর 'অন দ্য অরিজিন অফ স্পিসিস' পড়বেন না। উনি সরল মানুষ ছিলেন, আপনার মত এত প্যাঁচ-ঘোজ বোঝেন নাই!!!
©somewhere in net ltd.
১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৫:৪৫
সাইফুলসাইফসাই বলেছেন: চমৎকার!