নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

আহরে......।

২৪ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২৮



আমার মনে পড়ে যায় সেই ১৭৫৭ সালের পলাশীর যুদ্ধের কথা। আমি যখন ক্লাস ফাইবে পড়ি তখন সমাজ মেডাম আমাদের বলে “লর্ড ক্লাইভ তার ডায়েরিতে লিখেছেন, আমি যখন নবাব সিরাজউদ্দৌলা কে এরেস্ট করে নিয়ে যাচ্ছিলাম তখন গ্রামের মানুষ খুব উৎসাহে তাকিয়ে ছিলো। ওরা যদি আমাদের একটি করে পাথর নিক্ষেপ করে বা প্রতিবাদ করিতো তাহলে আমরা নবাব কে ছেড়ে দিতে বাধ্য হতাম।” এতে বুঝা যায় বাঙ্গালীরা কতটুকু কাপুরুষ জাতি। বীর তো শুধু ইউরোপ আর আরব অঞ্চলে দেখা যায়। এই ভারত বর্ষের লোকেরা প্রতিবাদ করতে জানে না। আপনার সামনে আপনার মেয়েকে কেউ ধর্ষন করলে কেউ প্রতিবাদ করবে না। বরং উল্টো বলবে আমার মেয়েকে তো ধর্ষন করছে না। আমি চলে যাই। কি দরকার সন্ত্রাসীদের হাতে মার খাওয়ার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৩১

মরুভূমির জলদস্যু বলেছেন: বক্তব্য পরিষ্কার

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:৩১

গফুর মিয়া১৯১ বলেছেন: ১৫ আগস্টের পর কেউ কেন প্রতিবাদ করতে পারলেন না-সেই প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবেগজড়িত কণ্ঠে তিনি বলেন, জাতির পিতা তো অনেককে ফোনও করেছিলেন তখন কোথায় ছিলেন তারা? ১৫ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বরে লাশগুলো তো পড়ে ছিল। সাহস করে এগিয়ে আসার একটি মানুষও ছিল না! প্রতিবাদ করার একটি মানুষও ছিল না! কেন তারা করতে পারেননি? আওয়ামী লীগ এত বড় সংগঠন। এত লোক। কেউ তো একটা কথা বলার সাহসও পাননি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.