নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

চলছে গাড়ি সিসিমপুরে।

২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:৫৮

কিছু কিছু স্মৃতি ভুলার মত না। ‍কিছু কিছু স্মৃতি আমাকে আনন্দ দেয়। কিছু কিছু আমাকে ভাবায়, আমাকে কাদায়।


সিসিমপুর হচ্ছে আমার জীবনের ‍কিছু ভালো স্মৃতি। ২০০৫ সাল। আমি তখন ক্লাস ফাইবে পড়তাম। তখন আমি আব্বুর আম্মুর সাথে নরসিংদীতে থাকতাম। প্রতি শক্রবারে বিটিবিতে সকাল ৮ বা ৯টা বাজে সিসিমপুর সম্প্রচারিত হতো। পড়ালেখা শেষ করে, খেয়ে দেয়ে বিটিবির সামনে বসতাম। আর সিসিমপুর দেখতাম।

আস্তে আস্তে বড় হলাম। সিসিমপুরে খেকে দূরে সরে আসতে লাগতাম। তবে সিসিমপুর দেখে আমি খুজ মজা পেতাম। বিশেষ করে হালুম কে খুব ভালো লাগতো। সিসিমপুরে আরো চরিত্র ছিলো যেমন ইকরি, শিকু আরেকজন ছিলো টুকটুকি।

সিমসিমপুরের জয় হউক।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১১:০৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: এই প্প্রগরাম ভালো ছিল।

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: সিসিমপুর ভালো অনুষ্ঠান। আমি দেখি। ভালো লাগে।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১:২৬

মোহামমদ কামরুজজামান বলেছেন: " চলছে গাড়ী সিসিমপুরে" - টিভিতে যখনই এ কথাটা শুনা যেত তখনই এক অন্যরকম ভাললাগা কাজ করত।

যদিও তখন বড় হয়ে গিয়েছি তারপরও বসে পড়তাম টিভির সামনে হালুম আর টুকটুকি দেখার লোভে।

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ বিকাল ৩:১০

মরুভূমির জলদস্যু বলেছেন:
তরকারি হয়ে ধর্ম আর ইমরোজ হয়ে সিসিমপুর।
বেশ ভালো।

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৮:০১

মোহাম্মদ গোফরান বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.