নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন স্বামী স্ত্রী পার্কে যায়। ঝালমুড়ি এর অর্ডার দেয়। সেই দম্পতি মুড়ি খাচ্ছে। তারা দুইজন সুন্দর সময় কাটাচ্ছিলো। এমন সময় কোথা থেকে এক লোক উড়ে এস ঝুড়ে বসলো। হাতে ক্যামেরা। সেই দম্পতি কে ভিডিও করছে সেই অপরিচিত লোক। সেই অপরিচিত লোক এই দম্পতিকে নানা ভাবে হেনস্ত বরার চেষ্টা করছে। এই দম্পতি শেষ পযর্ন্ত ওদের কাছে মাফ চায়। আমি যা করেছি ভুল করেছি।
কিন্তু আমাদের দেশের জনগণ নাছোড়বান্দা। লেবুকে তিতা বানিয়ে ছাড়বে। এই দম্পতিকে নানা ভাবে শায়েস্তা করার জন্য উগ্রীব হয়ে থাকে। আমি এমনও ভিডিও দেখেছি তাদের বাসায় গিয়ে তাদের অপমান করার চেষ্টা করছে।
ঘটনার সূত্রপাত: আমি যতদূর দেখেছি। তারা দুইজন প্রেম করে বিয়ে করে। বাপ মা হয়তো তাদের তাড়িয়ে দেয়। পরে এই দম্পতি মানববন্ধন করে। এবং বলে তিনি নাকি জ্বীন আর এলিয়েন নামাতে পারে। ব্যাস। কাম সাড়ছে। তিনি এখন ভাইরাল। তাকে যেখানে যে অবস্থায় দেখছে, তাদের কে ভিডিও করছে। এবং নানা প্রকার অহেতুক প্রশ্ন করছে, তাকে বিব্রত করার জন্য। এখন মনে করেন। আপনি নতুন বিয়ে করেছেন। বউ এর সাথে কোথাও ঘুড়তে আসছেন। কিন্তু এদের জ্বালার আপনার সুন্দর রোমান্টিক মুহূর্ত নষ্ট হয়ে যাচ্ছে।
শেষ কথা: জ্বীন পড়ি আছে নাকি নাই, সেটা প্রমাণ করার দায়িত্ব আমার না। তাদের এভাবে হেনস্ত করার কি মানে?
২| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০৫
পেঁংকু বঁগ বলেছেন:
৩| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:০৯
রানার ব্লগ বলেছেন: ছাগলদের এমন কিছু হেন্সথ হবাদ দরকার আছে
৪| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:১০
মরুভূমির জলদস্যু বলেছেন:
ডাবল নিকে আছেন সুখে
৫| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৩০
অপ্সরা বলেছেন: ঠিক হইসে......
পাগলামীর সাজা কাহাকে বলে বুঝুক এইবার........
৬| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ১১:০৭
রূপক বিধৌত সাধু বলেছেন: জ্বিন, ভূত, এলিয়েন নামাতে পারে; এই চাপাবাজি করে এখনকার যুগে পার পাওয়া যাবে না।
©somewhere in net ltd.
১| ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৮:৫৭
নতুন বলেছেন: এবং বলে তিনি নাকি জ্বীন আর এলিয়েন নামাতে পারে। ব্যাস। কাম সাড়ছে। তিনি এখন ভাইরাল। তাকে যেখানে যে অবস্থায় দেখছে, তাদের কে ভিডিও করছে। এবং নানা প্রকার অহেতুক প্রশ্ন করছে, তাকে বিব্রত করার জন্য। এখন মনে করেন। আপনি নতুন বিয়ে করেছেন। বউ এর সাথে কোথাও ঘুড়তে আসছেন। কিন্তু এদের জ্বালার আপনার সুন্দর রোমান্টিক মুহূর্ত নষ্ট হয়ে যাচ্ছে।
তারা ভাইরাল হবার জন্য এইসব করছে, এখন তারা ভাইরাল, সেলিব্রেটি, একটু সমস্যা তো হবেই।
এদের কানের নিচে দুইটা চটকানা দেওয়া দরকার, এই জামানায় কেউ এলিয়েন নামাইতে পারে এটা পাবলিকরে বিশ্বাস করবে তেমন আহাম্মক নাই।