নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনি ধার্মিক হউন বা অধার্মিক হউক। আস্তিক হউন বা নাস্তিক হউন। আপনি মুসলিম হউন বা হিন্দু হউন, তাতে কিছু যায় আসে না। যেহেতু জন্ম গ্রহন করেছেন, মৃত্যুর স্বাদ আপনাকে গ্রহন করিতে হবে। মৃত্যুকে আপনি কোন ভাবেই অস্বীকার করেতে পারবেন না। আমেরিকান রাষ্ট্রপতি হলেও আপনাকে মরতে হবে, গুলিস্থানের ভিক্ষুক হলেও আপনাকে মরতে হবে। সারাদিন সৃষ্টিকর্তার নাম নিলেও আপনাকে মরতে হবে; সৃষ্টিকর্তা কে অস্বীকার করলেও আপনাকে মরতে হবে। টোটাল কথা আপনাকে মরতে হবেই।
এখন আসল কথায় আসি। আমাদের দেশের লোকেরা রাস্তার জন্য জমি ছাড়তে চায় না। কোন মতে একজন যাওয়া আসা করতে পারে এমন ভাবে রাস্তা ছাড়ে। এই গলির দিকে লক্ষ্য করুন। দুইজন পাশাপাশি আসা যাওয়া কষ্টকর হয়ে যাবে। ভিতর বাড়ির কেউ মারা গেলে তার লাশ আনাটা কষ্টকর হয়ে যাবে।
তাই বলছি। মরতে যেহেতু আপনাকে হবেই সেহেতু আপনি এমন ভাবে রাস্তা ছাড়ের যাতে লাশের খাটিয়া দিয়ে আপনার লাশটি সহজে গোরস্থান নেওয়া যায়।
কল্পনা করুন। একজনের মৃত্যু হয়েছে। লাশটি এই গলি দিয়ে বাহির করছে একদল মানুষ। কল্পনা করলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাচ্ছি। তাই রাস্তার জন্য জায়গা ছাড়ুন। কবরস্থান, রাস্তা, স্কুল কলেজ, মাদ্রাসা এর জন্য জায়গা দান করুন। মরলে ধন সম্পত্তি কবরে যাবে না।
২| ২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:২১
হাসান জামাল গোলাপ বলেছেন: চোরে না শোনে ধর্মের কাহিনী, নিয়ম মেনে জায়গা ছাড়ার কথা, সে নিয়ম যাদের মানানোর কথা তাঁদেরকে পোষ মানাতে হবে।
৩| ২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:০১
রাজীব নুর বলেছেন: ঢাকা শহরে এমন বাড়িও আছে, কারো মৃত্যু হলে লাশ নামানো হয় দড়ি দিয়ে।
৪| ২৩ শে জানুয়ারি, ২০২৩ রাত ১১:৫১
অর্ক বলেছেন: ব্যবস্থা একটা হবেই ভাই। হয়ে আসছে। আপনি শুধু শুধু টেনশন নিয়েন না।
৫| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:৩০
কামাল১৮ বলেছেন: একদিন মরতে হবে,নাকি প্রতিদিন মরতে হবে।
৬| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:২৮
অধীতি বলেছেন: আমি যে মেসে ছিলাম প্রথম। ওখানে চৌকি,ফ্রিজ এগুলো নিতে হত আরেক বিল্ডিং এর ছাদ দিয়ে।
৭| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:০০
রানার ব্লগ বলেছেন: এমনটা কেবল ঢাকায় দেখা যায়। স্বর্ন খন্ড মিশ্রিত মাটিতো তাই কেউ ছাড়তে চায় না। যেদিন ভয়াবহ এক ভুমিকম্পে ঢাকার ৯০ শতাংশ বাড়ি ধ্বসে যাবে ওই দিন থেকে ঢাকার মাটি কাদার দামেও বিকবে না।
৮| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ২:৫৩
নেওয়াজ আলি বলেছেন: একদিন মরতে হবে এই কথা মনে করে কর জনে।
৯| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ৯:০৪
নূর আলম হিরণ বলেছেন: এক হাত জায়গার জন্য ভাই ভাইয়ে খুনা খুনি হয়ে যায়! বাঙ্গালী অতিশয় হিংসুক।
©somewhere in net ltd.
১| ২৩ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: পোষ্টের সাথে সহমত