নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিয়ের পরেও প্রেমিক/প্রেমিকার জন্য কান্না করাটি সঙ্গীর সাথে বাটপারি করা ছাড়া আর কিছু না।
২| ২৩ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:১৯
সোনাগাজী বলেছেন:
আপনি তো বেগুণের তরকারী হয়ে গেছেন।
৩| ২৩ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১১
জ্যাক স্মিথ বলেছেন: অনন্য, অসাধারণ এই পোস্ট'টিকে স্টিকি করার তেব্রো দাবী জানাচ্ছি।
৪| ২৩ শে মার্চ, ২০২৩ রাত ৮:৫৮
রানার ব্লগ বলেছেন: ভাই এইগুলা কি? আপনারা কি কোন প্রজেক্ট হাতে নিয়েছেন যে ব্লগ কে ফেইসবুকের মতো পোস্টার বানিয়ে ছাড়বেন। আমি বাধ্য হীলাম রিপোর্ট করতে।
৫| ২৩ শে মার্চ, ২০২৩ রাত ১০:০৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রানা ভাইয়ের সাথে সহমত পোষণ করছি। এ ব্লগারের ন্যূনতম ব্লগিং সেন্স ও কমন সেন্স নেই। ব্লগিং ইম্প্রুভ করার জন্য আমিসহ অনেক ব্লগারই তাকে নানা সময়ে পরামর্শ ও উপদেশ দিয়েছেন। সেগুলোর প্রতি তার কোনো আন্তরিক মনোভাব দেখা যায় নি। ব্লগে নতুন ব্লগারের অনেক প্রয়োজন, কিন্তু এসব ব্লগারের ব্লগিং দ্বারা ব্লগের মান আরো কমে যায়।
এ ব্লগারের প্রতি আবারও অনুরোধ করে গেলাম, ব্লগকে দয়া করে এরকম খেলো বানাবেন না। আশা করি ব্লগ কর্তৃপক্ষ এ ব্যাপারটার দিকে নজর দেবেন।
৬| ২৩ শে মার্চ, ২০২৩ রাত ১০:২৬
শায়মা বলেছেন: আহারে বেচারা ভাইয়ু!!
সবার বকা খেয়ে টনক নড়ে গেলো!!
৭| ২৩ শে মার্চ, ২০২৩ রাত ১১:৫৬
স্মৃতিভুক বলেছেন: খাইছে! এতো দেখি সব সিরিয়াস কিসিমের ইউজারস! ব্লগ লিখে লিখে দেশ ও জাতির ব্যাপক উন্নয়ন ঘটায়া ফেলছেন একেকজন! আরেকজনতো তেব্র-পরতিবাদ স্বরূপ নালিশ জানাযা ফেলছেন, আই মিন রিপোর্ট মাইরা বসছেন। বয়স যখন দশের নীচে ছিল তখন কখনো-সখনো এরকম করেছি বটেক।
ওহে ইমরোজ, কুলীন শ্রেণীর ব্লগার কিংবা মানুষ হওয়া এত সহজ কাজ নয়, তেনাদের পাঠশালায় ভর্তি হয়ে যাও ভাই আমার। দয়া করে কিছু শেখালেও শেখাতে পারেন।
হাজার হোক সমাজের উচ্চমার্গে বিচরণকারী কুলীন শ্রেণীর ব্লগার তেনারা , লিখে লিখে দেশ ও জাতির পরিবর্তনের সঙ্কল্প নিয়েছেন; এতটা সহজ হবে না তোমার পক্ষে ওনাদের সেই "তথাকথিত কুলীন" শ্রেণীতে প্রোমোটেড হওয়ার।
তোমার-আমার মতো সমাজের নিম্নশ্রেণীর মানুষের পক্ষে ওনাদের পাশে বসা কি এতই সহজ! জাত যাবে যে ওনাদের।
৮| ২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ১:১৭
রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৫
মরুভূমির জলদস্যু বলেছেন:
- তরকারি সাহেব এইসব পোস্ট ফেইস বুকে দিলে ভালো হয়। এইসব সামুতে যায় না।