নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

তাহারা নতুন বই পেয়ে খুশি।

০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৯




তাহারা নতুন বই পেয়ে খুশি।
২০০১ সালে আমি ক্লাশ ওয়ান এ ভর্তি হই। এবং ২০০৫ সালে ক্লাস ফাইভে ভর্তি হই। তখন বিএনপি সরকার ছিলো। বছরের শুরুতে তারা পাঠ্য বই দিতে পারে নাই। ফেব্রুয়ারী ১৫ তারিখের দিকে বই দিতো। তাই কিছু পুরান বই আর কিছু নতুন বই দিতো।

২০০৬ সালে সিক্সে ওঠি। তখন বিএনপি সরকার চলে গিয়ে তত্ত্বাবধায়ক সরকার আসবে আসবে এমন ভাব। তখন আমাদের বোর্ডের বই ক্রয় করে পড়েছি। কারন সে সময় বিনামূল্যে পাঠ্যবই ক্লাশ ওয়ান থেকে সিক্স পযর্ন্ত দিতো।

২০০৯ সাল আওয়ামীলীগ দল সরকার গঠন করে। ২০১০ সাল থেকে ক্লাশ ওয়ান থেকে ক্লাশ টেন পযর্ন্ত বিনামূল্যে সকল ছাত্র ছাত্রীদের বই বিতরন শুরু করে। তাও সব নতুন বই।

তখন মনে মনে খুব আফসোস করেছি। তখন বলেছি আওয়ামীলীগ যদি ২০০৭ সালেই সরকার গঠন করতো তাহলে আমিও ক্লাস সিক্স থেকে বিনামূল্যে নতুন বই পেতাম।

আমি তেমন ভালো ছাত্র ছিলাম না। কোন প্রশ্নের উত্তর মুখস্ত করতে ২ থেকে ৩ ঘন্টা লাগতো। বাংলা বারো মাসের নাম, ইংরেজি ১২ মাসের নাম। ৭ টি দিনের নাম ইংরেজি ও বাংলায় মুখস্ত করতে আমার ৬ মাস লেগেছিলো। তারপরেও ফ্রেবুয়ারি মাসে আমরা যখন বই পেতাম, তখন সারা রাত্রি পড়তাম। নতুন বই আর নতুন টাকার নোট। দুই জিনিস এর ঘ্রাণ খুব সুন্দর।

হ্যাপি নিউ ইয়ার।

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

নয়ন বড়ুয়া বলেছেন: নস্টালজিক করে দিলেন...
আহা প্রিয় সেই স্কুল জীবন...
নতুন বছরের শুভেচ্ছা...

২| ০১ লা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

নাহল তরকারি বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা।

৩| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৮

মোহাম্মদ গোফরান বলেছেন: আসলে নতুন বই ঘ্রাণ এর মতো অতুলনীয় ঘ্রাণ আর হয়না। ছোট বেলায় আব্বু যখন নতুন বই কিনে আনত ঐগুলা বালিশের পাশে রেখে ঘুমোতাম।

৪| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ৯:১২

মোগল সম্রাট বলেছেন:



নতুন বছর ভালো কাটুক।

৫| ০১ লা জানুয়ারি, ২০২৪ রাত ১০:০৪

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: তখন পুরান বই পেলেও ভাল লাগতো। অনেকগুলো পুরাতন বইয়ের মধ্যে দু'একটা নতুন বইকে খুব এলিট মনে হতো। আবার যদি ওই বয়সে ফিরে যেতে পারতাম। অবশ্য তখন মনে হতো কবে বড় হবো!

৬| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১২:২২

বিজন রয় বলেছেন: এটি একটি দারুন ব্যাপার।

নতুন বই, নতুন ক্লাশ!!

আপনাকে শুভেচ্ছা।

৭| ০২ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৪২

রাজীব নুর বলেছেন: নতুন বই হাতে নেওয়া অনেক আনন্দের।

৮| ০২ রা জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


স্কুল জীবনে আমি অন্যের পড়া পুরাতন বই কিনে নতুন ক্লাসে পড়তাম।
আমাদের সামর্থ্য ছিল নতুন বই কেনার।
তখন সরকার থেকে নতুন বই দেওয়া হতো না।

৯| ০৩ রা জানুয়ারি, ২০২৪ দুপুর ১:০৪

নাইমুল ইসলাম বলেছেন: ৩১-শে ডিসেম্বরেও বই পেয়ে খুশি হলেও এখনকার এই বই পড়ে ভবিষ্যতে অখুশি হয়ে যাওয়ার আশঙ্কা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.