নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৭ সালে সম্ভবত ইংরেজি বই তে Pen Friend নিয়ে কোন অধ্যায় ছিলো। যেখানে খুব সম্ভবত সামিরা নামক এক ব্যাক্তি অষ্ট্রেলিয়ান বন্ধুকে চিঠি পাঠায়। তখন আমি ক্লাস সেভেনে পড়ি। আমি যখন Pen Friend এবং অষ্ট্রেলিয়ান বন্ধুর গল্প পড়ছিলাম তখন শীত কাল ছিলো। রাতের বেলা লেপের নিচে শুয়ে শুয়ে এই গল্পটি পড়ছিলাম। এই গল্প পড়ে, আমার মনের ভেতরে Pen Friend নিয়ে সুপ্ত বাসনা সৃষ্টি হয়। আমারও যদি বিদেশী বন্ধু থাকতো। তখন কিন্তু মোবাইল ইন্টারনেট তেমন সহজলভ্য ছিলো না।
২০১১ সালে আমি নকিয়া ৫১৩০ কিনি। তখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। সেলামীর টাকা দিয়ে নকিয়া ৫১৩০ মোবাইল কিনেছিলাম। এখন আমার হাতে আধুনিক এন্ডোয়েট ফোন থাকার পরেও আমার সেই নকিয়া ৫১৩০ এর মধ্যে পড়ে থাকে। সে সময় জনপ্রিয় রেডিও অনুষ্ঠান গুলোর মধ্যে একটি ছিলো ভূত এফ এম যা রাসেল নামক উপস্থাপক এই অনুষ্ঠানের আরজে ছিলো।
আমি আবার কিছু কিছু ভূত এফ এম ডাউন লোড করে রেখে ছিলাম। ২০ জিবি একটি ভূত এফ এম ডাউনলোড হতে মনে হয় গড়ে আধা ঘন্টা লাগতো। সে সময় ২জিবি মেমরি কার্ড যার কাছে ছিলো সে ছিলো দামী ব্যাক্তি।
আমাদের সময় ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। ফাল্গুন মাসের সুন্দর ঘ্রাণ ও প্রকৃতির সুন্দর পরিবেশে এসএসসি পরীক্ষাকে তেমন ভয়ের কিছু মনে হয় নি। বরং পরীক্ষার সময় সহ এসএসসি পরীক্ষার পর যে দুই মাস ছুটি ছিলো; এই টাইম লাইনটি ছিলো আমার জীবনের শ্রেষ্ঠ মুহুর্ত। সম্ভবত মার্চ এর ১ তারিখে এই নকিয়া ৫১৩০ মোবাইল কিনি। তখন নকিয়া মোবাইল একটি মেমরি কার্ড (১ জিবি), চার্জার ও ব্যাটারি ফ্রি দিয়েছিলো। চার্জার ও ব্যাটারি এর কথা বললাম কারন ভবিষৎ এ চার্জার ও ব্যাটারি ফ্রি দিতে নাও পারে।
২০১১ সালে মে মাসে সম্ভবত ফেসবুক একাউন্ট খুলি। এটা ছিলো আমার জীবনে প্রথম ফেসবুক একাউন্ট। যাহা ২০১৩ সালে ফটোভেরিফিকেশন এর থাবায় নষ্ট হয়ে যায়। বর্তমান রানিং ফেসবুক আইডি খুলে ছিলাম ১১-১১-২০১১ ইং তারিখে। ১১-১১-২০১১ ইং তারিখ কে স্মরণ কারার জন্য ২য় ফেসবুক আইডি খুলে ছিলাম।
ফেসবুক যখন খুলি তখন আমার মনে Pen Friend এর কথা মনে পড়ে যায়। ইংল্যান্ড, অষ্ট্রেলিয়া, মিশর সহ অন্যান দেশের মানুষ কে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাই। প্রথম ফ্রেন্ড রিকুয়েস্ট একসেপ্ট করা ব্যাক্তি ছিলো মারিয়া নামক এক নারী। কিশোর বয়সে নারীর বন্ধু পেয়ে আমি আবেগে আব্রুত। এখন মনে হচ্ছে সেটা হয়তো কোন ফেইক আইডি ছিলো।
যাই হউক। আজ এই পযর্ন্ত।
©somewhere in net ltd.
১| ২৫ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৯
বিদ্রোহী পুরুষ বলেছেন: আহা, শব্দে শব্দে মনে হচ্ছিল অতিতেই হারিয়ে যাচ্ছিলাম।
এই রকম নস্টালজিক লেখা লিখবেন মাঝে মাঝে।