নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজের সময় কাজী। কাজ ফুরালে পাজি।

ইমরোজ৭৫

আমি একজন সাধারন মধ্যবিত্ত ছেলে।

ইমরোজ৭৫ › বিস্তারিত পোস্টঃ

আজ প্রিয়জন কে চিঠি লিখার দিন।

০১ লা সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:২০





আজ রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ সফর ১৪৪৬ হিঃ।

আজ প্রিয়জন কে চিঠি লেখার দিন। চিঠি পোস্ট অফিসে পোস্ট না করতে পারলেও হোয়াট এপে চিঠির স্টাইলে বন্ধুকে ম্যাসেজ পাঠাতে পারেন।

মনে করেন বন্ধু কে লিখলেন।

প্রিয় Sayed Shakil
পত্রের শুরুতে আমার ‍শুভেচ্ছা নিবে। শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছো। তোমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা! তোমার জন্মদিন উপলক্ষে আমি একটা বিশেষ বিষয়ে কথা বলতে চাই—বই পড়ার উপকারিতা।

বই পড়া এমন একটি অভ্যাস, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উপকারে আসে। এটি শুধু জ্ঞান বৃদ্ধি করে না, বরং আমাদের মানসিক উন্নয়নেও সহায়তা করে। যখন আমরা বই পড়ি, আমরা নতুন নতুন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখতে শিখি। বিভিন্ন চরিত্র, ঘটনা ও চিন্তাধারার সঙ্গে পরিচিত হয়ে আমাদের মানসিকতা আরও প্রসারিত হয়।

বই পড়ার মাধ্যমে আমরা নতুন ভাষা, সংস্কৃতি, এবং জীবনের নানা দিক সম্পর্কে জানতে পারি। এটি আমাদের কল্পনাশক্তি বাড়ায় এবং চিন্তার গভীরতা এনে দেয়। বই আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে এবং আমাদের জীবন সম্পর্কে আরও সঠিক সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে।

আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, বই পড়া আমাদের মস্তিষ্ককে সক্রিয় রাখে এবং একাগ্রতা বৃদ্ধি করে। এটি স্ট্রেস কমাতে সহায়তা করে এবং আমাদের মনের স্থিতিশীলতা বজায় রাখে। বই আমাদের বন্ধু হয়ে উঠতে পারে, যখন আমরা একা থাকি এবং সঙ্গ খুঁজে পাই না।

তুমি নিশ্চয়ই জানো, জ্ঞান অর্জন আমাদের জীবনের এক মহামূল্যবান সম্পদ। তাই নিয়মিত বই পড়ার চেষ্টা করো। এটি তোমার জীবনে শুধু ইতিবাচক পরিবর্তন আনবে।

আবারও তোমার জন্মদিনের শুভেচ্ছা। আশা করি, এই চিঠিটা তোমার ভালো লাগবে।

শুভেচ্ছান্তে,
নাহল ইমরোজ।”

আগে মানুষ পোস্ট অফিসের মানি অর্ডার সেবার মাধ্যমে বাপ মা, ভাই বোন কে টাকা পাঠাতেন। রেজিষ্ট্রি চিঠি পাঠাতেন। নরমাল চিঠিও পাঠাতেন। চিঠি প্রাপকের হাতে পৌছতে এক সপ্তাহ সময় নিতো। এখনো চিঠি দিলে ৭ কর্ম দিবসের মধ্যে চিঠি প্রাপকের হাতে পৌছে।

আমরা যারা "মিলেনিয়াল" বা "Generation Y" তারা চিঠি, মানি অর্ডার, পোস্ট অফিস. ডাক টিকেট, খাকি পোষাক পড়া ডাক পিয়ন এসব চিনি। আমাদের পরের প্রজন্ম হয়তো এসব শব্দ জানবেই না।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৩৮

জ্যাক স্মিথ বলেছেন: নগদ আ্যাপে সেন্ড মানি ফ্রী তো আগে থেকেই এটা আবার নতুন করে বিজ্ঞাপনের কি হলো?
তবে নগদের উপর আমার খুব একটা ভরসা নেই তা জরুরী না হলে নগদে লেনদেন করি না।

আপনার বন্ধুকে লেখা চিঠি ভালো লেগেছে।

২| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৫৪

এম ডি মুসা বলেছেন: চিঠি আহারে

৩| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১১

কাছের-মানুষ বলেছেন: চিঠি বা পোষ্ট অফিস কালচার শুধু আমাদের দেশ থেকেই হারিয়ে গেল প্রায়! ইউরোপ এবং আমেরিকায় সব দরকারী কাজের কাগজ পত্র, বিল, কোন সরকারি চিঠি পোষ্ট অফিসের মাধম্যেই পাঠায়। ইমেইল বা ফোন এ এই দরকারি জিনিশ জানায় না এবং মানুষও এগুলোকে রিলায়েবল সোর্স হিসেবে মনে করে না!

আমাদের দেশেও বিদ্যুৎ, গ্যাস বিল থেকে দলিলপত্র ইত্যাদির জন্য পোষ্ট অফিসকে ব্যাবহার করা যেত (বিদ্যুৎ বা গ্যাসের মানুষ বাসায় আসে এখন, এটা অদরকারী), পোষ্ট অফিস আধুনিকায়ন হয়নি আমাদের দেশে, এর বিকল্প আসলে নেই! যাইহোক কিছুটা অপ্রাসঙ্গিক মন্তব্য করলাম!

৪| ০১ লা সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৭

তৌহিদ রিজন বলেছেন: অতীতের কথা মনে পড়লো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.